উপহার পেতে কার না ভালো লাগে? আর উপহারটা যদি হয় পছন্দের কোনো জিনিস, তাহলে তো কথাই নেই! উপহার তো আমরা ভালো লাগানোর জন্যই দেই! উপহার দিতেও তো ভালো লাগাটা কাজ করে। তবে সৌজন্য রক্ষার কারণে যেসব উপহার দেওয়া হয়, সেসব অবশ্য আলাদা ব্যাপার। উপহার কাউকে 'ভালোলাগা' বা 'পছন্দ করা' ব্যাপারটিকে প্রতীকায়িত করে। তাই উপহারটিও যেন আপনার পছন্দের মানুষটির ভালো লাগে সেদিকেও খেয়াল রাখা উচিত।
উপহার সবাইকে দেয়া গেলেও সব জিনিস উপহার হিসেবে সবাইকে দেয়া যায় না। যেমন, আপনার বোনের জন্য যে উপহারটি আপনি কিনবেন, সেটি নিশ্চয়ই আপনার সহকর্মীর জন্য প্রযোজ্য হবে না? উপহার নির্বাচনের সময় মাথায় রাখা উচিত, উপহারটি কাকে এবং কী উপলক্ষে দেবেন! সবচেয়ে ভালো হয়, মানুষটি কী পছন্দ করে তা জানা থাকলে। তাছাড়া এর সাথে বাজেটের ব্যাপারটিও রয়েছে! তাঁর পছন্দ এবং আপনার রুচি ও সাধ্যের ভেতরে থাকা বাজেটের সমন্বয়ই আপনার উপহারকে করে তুলতে পারে সার্থক।
রইলো উপহার নির্বাচন বিষয়ক কিছু পরামর্শ -
পরিবারের সদস্যদের জন্য :
- পরিবারের সদস্যদের পছন্দ-অপছন্দের ব্যাপারে জানাটা সহজ। যাঁর জন্য উপহার কিনবেন তাঁর পছন্দের কথা মাথায় রাখুন। উপহারের কার্যকারিতার কথাও ভেবে দেখুন। কাজে লাগবে, এমন জিনিস কিনলেই ভালো হয়।
- উপলক্ষ বিশেষ হলে সেটিও মাথায় রাখুন। তবে উপহার দিতে হলে যে বিশেষ দিন থাকতেই হবে, তার কোনো মানে নেই! স্বামী বা স্ত্রীর প্রমোশন, সন্তান বা ভাইবোনের ভালো রেজাল্ট ইত্যাদি আনন্দের মুহূর্তগুলো উদযাপন করতে পারেন উপহার দিয়ে। এছাড়া কোনো কারণ ছাড়াও উপহার এনে চমকে দিতে পারেন বাড়ির সদস্যদের।
- উপলক্ষ যদি জন্মদিন বা ম্যারেজ ডে হয়, তাহলে গোপনে কেক আনার ব্যবস্থা করে তাঁকে চমকে দিন।
- বাড়ির বড়দের জন্য উপহার হিসেবে বাড়ি সাজানোর সামগ্রী দিতে পারেন। শোপিস, ল্যাম্পশেড বা ডেকোরেটিভ মোমবাতি, ক্রোকারিজও দিতে পারেন উপহার হিসেবে।
- ভাই-বোনের উপহার বাছাই করার সময় অবশ্যই তাঁদের পছন্দের কথা মাথায় রাখুন। পছন্দের লেখকের বই, প্রিয় গায়কের গানের সিডি বা পোশাক হতে পারে তাঁদের জন্য আদর্শ উপহার। এছাড়া পারফিউম বা অন্যান্য প্রয়োজনীয় কসমেটিকসও উপহার হিসেবে দিতে পারেন।
- স্বামীকে সারপ্রাইজ দিতে কোনো হলিডে ট্রিপ প্ল্যান করতে পারেন। তবে তার আগে কৌশলে জেনে নিন তাঁর কাজের শিডিউল। শার্ট বা অন্য কোনো পোশাকও দিতে পারেন উপহার হিসেবে। বই পড়তে পছন্দ করলে কিনে দিতে পারেন অনেক দিন ধরে খুঁজতে থাকা কোনো বই। পারফিউম বা ঘড়িও উপহার দিতে পারেন।
- স্ত্রীর জন্য উপহার হিসেবে শাড়ি ও গয়নার দেয়ার প্রচলন রয়েছে সেই সুপ্রাচীনকাল থেকেই! এর বাইরে দিতে পারেন ঘর সাজানোর কোনো জিনিস বা প্রয়োজনীয় কোনো গেজেট। হতে পারে সেটা মাইক্রোওয়েভ ওভেন বা ব্লেন্ডার। স্ত্রী বাগান করার শখ থাকলে সংগ্রহ করে দিতে পারেন দুর্লভ কোনো গাছ।
বন্ধুর জন্য :
- আপনার এবং আপনার বন্ধুর কোনো স্মৃতিবিজড়িত ছবি থাকলে সেটা বড় করে বাঁধিয়ে তাঁকে দিতে পারেন। ছবিতে লিখতে পারেন তাঁর জন্য কোনো মেসেজ।
- শোপিস, প্রিয় লেখকের বইয়ের সংকলন বা প্রিয় গায়কের গানের সিডিও হতে পারে বন্ধুর জন্য উপহার।
- নিজের হাতে বানিয়ে দিতে পারেন কোনো উপহার। হতে পারে সেটা কোনো কার্ড বা ঘর সাজানোর কোনো কিছু।
- বন্ধু কফি খেতে ভালবাসলে তাঁকে দিতে পারেন তাঁর পছন্দের ব্র্যান্ডের কফির জার। কফির মগও হতে পারে সুন্দর উপহার।
- এছাড়াও কলম, কলমদানি, চাবির রিং, ডায়েরি, ফটোফ্রেম, চকলেট, এমনকি টেডি বিয়ারও হতে পারে বন্ধুর জন্য ভালো উপহার।
সহকর্মীর জন্য :
- কর্মসূত্রে পরিচয় বলে সহকর্মীকে খুব বেশি ব্যক্তিগত উপহার না দেয়াই ভালো। বিশেষ উপলক্ষে একগুচ্ছ ফুল হতে পারে খুব ভালো উপহার।
- অফিসের ডেস্ক অ্যাকসেসরিজ উপহার দিতে পারেন। যেমন, কলমদানি, কার্ড হোল্ডার, ডেস্কে রাখার মতো ঘড়ি ইত্যাদি।
- শোপিসও হতে পারে সহকর্মীর জন্য ভালো উপহার।
- বই বা ক্লাসিক সিনেমার কালেকশনও দিতে পারেন উপহার হিসেবে।
- চকলেটের সাথে একটা শুভেচ্ছা কার্ডও হতে পারে সুন্দর উপহার।
0 comments:
Post a Comment