পৃথিবীর সব মানুষেরই তো বন্ধু আছে। পরিবারের পর বন্ধুই যেন সবচেয়ে আপনজন। যারা পরিবার থেকে দূরে থাকেন তাদের জন্য বন্ধুরাই পরিবারের মত। বন্ধুদের সাথে তো বেশ আনন্দেই কাটে আপনার সময়গুলো। কিন্তু অনেক সময়েই ছোট্ট একটা কথায় কিংবা ভুলের কারণে বন্ধুত্বের এতো সুন্দর সম্পর্কটায় চির ধরে যায়। হয়তো না বুঝেই বলা একটা কথায় আপনার প্রিয় বন্ধুটির সাথে অনেক দূরত্ব তৈরী হয়ে যায় আপনার। তাই বলে বন্ধুদের সাথে কি আর এতো মেপে মেপে কথা বলা যায়? নাহ, তার প্রয়োজন নেই। কিন্তু কিছু কথা আছে যেগুলো এড়িয়ে গেলেই বন্ধুত্বের সম্পর্ক সুন্দর থাকে। আসুন দেখে নেয়া যাক বন্ধুদের সাথে কোন কথা গুলো এড়িয়ে যাওয়া উচিত।
আপনার সবচেয়ে কাছের বন্ধুটির প্রেমিক কিংবা প্রেমিকাটিকে আপনার ভালো নাও লাগতে পারে। কিন্তু তাই বলে মুখের উপর তার সম্পর্কে কোনো বদনাম করলে আপনার বন্ধুটি মনে কষ্ট পাবেন এবং আপনার সাথে তার দূরত্ব বেড়ে যাবে। আপনার বন্ধুর সঙ্গীকে হয়তো আপনার পছন্দ হচ্ছে না কিংবা বিরক্তিকর লাগছে। কিন্তু আপনার বন্ধু হয়তো তাঁকে খুবই ভালোবাসে। এই ক্ষেত্রে বন্ধুর সঙ্গীটি যতই খারাপ হোক কিংবা বিরক্তিকর হোক না কেন সরাসরি কিছু বলা উচিত নয়। তবে যদি আপনার কাছে বন্ধুর সঙ্গীর কোনো বিষয় আপনার বন্ধুর জন্য ক্ষতিকারক মনে হয়, সেটা তাঁকে বুঝিয়ে বলতে পারেন। তবে এক্ষেত্রে কৌশল অবলম্বন করে সরাসরি না বলে ইশারায় বুঝাতে পারলে সম্পর্ক খারাপ হওয়ার আশঙ্কা থাকবে না।
সম্পর্ক ভাঙ্গা গড়া পুরোপুরিই আপনার বন্ধুর ব্যক্তিগত ব্যাপার। সম্পর্ক ভাঙ্গা গড়ার ব্যাপারে অন্য কারো নাক না গলানোই ভালো। কারণ আপনার বন্ধুটি নিশ্চয়ই জেনে বুঝেই সম্পর্ক ভেঙ্গেছে। নিজের ভালোর জন্যই হয়তো সে সরে এসেছে একটা সম্পর্ক থেকে। তাই তার ব্যাপারটা তাকেই বুঝতে দিন। তার ব্যক্তিগত ব্যাপারে আপনি নাক গলালে শুধু শুধু বন্ধুত্বটাই নষ্ট হবে।
প্রথম পাতা |
ফটো স্টুডিও |
আমার প্রতিদিন |
অনুভুতি |
উপদেশ |
স্বাস্থ্য |
তোমাদের ছবি |
শাড়ীতেই নারী |
আজকের বার্ত |
তোমার রুপ |
বাবা তোমায় ছালাম |
কবিতা |
সাহিত্য |
যে ৫ প্রকার কথা চিরতরে নষ্ট করে দিতে পারে বন্ধুত্বের সম্পর্ক
Related Posts:
দাম্পত্য কলহ যখন শ্বশুর-শাশুড়ির দীর্ঘদিন একসাথে থাকার পর জীবনসায়াহ্নে এসে অনেককেই দেখা যায় জীবনসাথীর সাথে ঝগড়া করতে! হয়তো তাঁরা আগে কখনোই ঝগড়া করেননি, শেষ বয়সে এসে করছে… Read More
সহকর্মীর সাথে সুসম্পর্ক বজায় রাখতে জীবনে সফল হতে কর্মক্ষেত্রে দক্ষতার পরিচয় দেওয়া অত্যন্ত জরুরি। আপনার কাজের ধরন, দক্ষতা এবং কর্মক্ষেত্রের পরিবেশ - এ সব কিছুর সুষ্ঠু সমন্বয়ই … Read More
সময় দিন সন্তানকে সব বাচ্চাই মা-বাবার সান্নিধ্য চায়। মা-বাবারাও চান সন্তানের সাথে সময় কাটাতে। কিন্তু সব সময় সেটা হয়ে ওঠে না। বিশেষ কর্মজীবিদের ক্ষেত্রে। অথচ… Read More
বজায় রাখুন কর্মক্ষেত্র ও সংসারের ভারসাম্য সময়ের সাথে সাথে বদলে যাচ্ছে আমাদের চেনা পরিচিত সমাজ ও সংসার। এক সময় কর্মজীবী বলতে সংসারের পুরুষ মানুষটিকেই বোঝানো হত। কিন্তু এখন স্বামীর পাশ… Read More
পাত্র/পাত্রী নির্বাচনে ভেবে দেখুন বিয়ে... তা নিজের ইচ্ছাতেই হোক কিংবা পরিবারের, জীবনসঙ্গী নির্বাচনের ক্ষেত্রে নারী-পুরুষ উভয়েরই কিছু পছন্দ অপছন্দ থাকেই। আর সাথে পারিবারিক চাহ… Read More
" কিছু স্বপ্ন আকাশের দূর নীলিমাক ছুয়ে যায়, কিছু স্বপ্ন অজানা দূরদিগন্তে হারায়, কিছু স্বপ্ন সাগরের উত্তাল ঢেউ-এ ভেসে যায়, আর কিছু স্বপ্ন বুকের ঘহিনে কেদে বেড়ায়, তবুও কি স্বপ্ন দেখা থেমে যায় ? " সবার স্বপ্নগুলো সত্যি হোক এই শুভো প্রার্থনা!
0 comments:
Post a Comment