ভাল লাগা, অনেকদিন পর ।
বিশ্বাস করো, আজ অনেকদিন পর খুব ভাল লাগছে এই জেনে যে, তুমি আমার সমালোচনা করছো ! আমাকে গালাগাল দিচ্ছো !
আজ অনেকদিন পর বুঝলাম সত্যিই তুমি আমার কতটা উপকার করছো । বিশ্বাস করো, এগুলো আমি আগেও অনেকবার তোমার মুখে শুনেছি কিন্তু ভেবে দেখিনি । যে তোমার সমালোচনা আমার ভুলগুলো ধরিয়ে দিচ্ছে । আর আমিও নিজেকে সংশোধন করতে পারছি । নাহলে হয়ত আমি জানতামই না আমি যা করছি তা সব ভুল । কিংবা এটা ঠিক, এটা ঠিক নয় । সবাই যদি আমার ভাল দিকগুলো নিয়েই শুধু প্রশংসা করে, তাহলে তোমার মতো আপন করে কে আমার খারাপ দিকগুলো ধরিয়ে দিবে । সত্যিকারের বন্ধুতো তুমি যে আমাকে ভাল বানানোর চেষ্টা করছো ।
আমাকে গালাগাল দিচ্ছো! এটা শুনে আমার খুব রাগ লাগতো যখন আমি ছোট ছিলাম । আজ বুঝলাম তুমি আমাকে সত্যিকারভাবে ভালবাসো, আর তাই তুমি চাওনা যে অন্য কেউ আমার সাথে মিশুক । আমাকে পছন্দ করুক । তুমি চাও যেন সবাই তোমার গালাগাল শুনে আমাকে খারাপ ভেবে আমার থেকে দূরে থাকুক, তাইনা? কারণ আমাকে ভালবাসার ক্ষেত্রে কেউ তোমার প্রতিদন্দি হয়ে না দাড়ায় ।
বিশ্বাস করো, সেদিন তুমি মাঝ পথে ছেড়ে গিয়েছিলে বলেই, আমি পথটাকে চিনতে পেরেছি । তুমি থাকলে হয়ত নিশ্চিন্তে পথটাকে পারি দিতে পারতাম কিন্তু রাস্তা চেনা হতোনা । সেদিন তুমি কষ্ট দিয়েছিলে বলেই, কষ্ট সহ্য করার ক্ষমতা অর্জন করতে পেরেছি । এখন আর আগের মতো বুকের বাম পাশটা ব্যাথা করেনা । তুমি সেদিন আমার হাত ছেড়ে দিয়েছিলে বলেই আজ আমার ছাতা নিয়ে বাইরে যাওয়ার অভ্যাস হয়েছে, আগের মতো ভিজতে হয়না । এগুলো তোমারি অবদান ।
বিশ্বাস করো, একদিন আমি খুব বোকা আর পরনির্ভরশীল ছিলাম । তোমার অপমান, এরিয়ে চলা, অসহযোগিতা আমার ভেতরের মানুষটাকে আঘাত করেছে, তাকে ঘুম থেকে ডেকে তুলেছে । আমি প্রতিনিয়ত শুনতে পাই কে যেন আমার কানের কাছে এসে বলছে, "তুমি পারবে নিজের পায়ে দাঁড়াতে । ভয় পেওনা, একবার চেষ্টা করে দেখো, হয়ত পরে যাবে । কিন্তু দশবারের বার পরবেনা । আর সেদিন কারো হাতও ধরতে হবেনা ।" "তোমার কি মনে হয়না, তুমি একা দাঁড়াতে পারছনা কিংবা চেষ্টাও করছনা, কারো হাত ধরার জন্য অপেক্ষা করছো, তার মানে তুমি পঙ্গু । এটা কি তোমার জন্য লজ্জা আর অপমানের নয়?"
ধন্যবাদ দিন ঐসব মানুষদের যারা আজ আপনাকে অসহযোগিতা, অপমান আর ঘৃণা করে দূরে সরিয়ে দিচ্ছে । কারণ ওদের জন্যই আপনি একদিন নিজের পায়ে দাঁড়াতে শিখবেন । একা চলতে পারবেন । আর নিজেকে গড়ার বা তৈরি হওয়ার সবটুকু অবদান একমাত্র আপনারই, কোন অংশিদার থাকবেনা । আপনার চোখে আঙুল দিয়ে কেউ বলতে পারবেনা, তোর আজকের অবস্থানে আসার জন্য আমারও অবদান আছে । কারণ অভাবইতো আমাদের উপার্জনে উত্সাহ যোগায় তাইনা? আর আপনিও নিশ্চয়ই উপার্জন না করে কোন প্রাপ্তি প্রত্যাশা করেননা? কারণ আপনি ভিক্ষারী নন।
0 comments:
Post a Comment