তোর মনে আছে -

তোর মনে আছে -
যেদিন তোকে দেখতে গিয়ে সিড়ি দিয়ে পরে গিয়েছিলাম, খুব ব্যাথা আর শরীরের দু এক জায়গায় ক্ষত হয়ে গিয়েছিল কিন্তু খুব অল্প দিনেই ডাক্তারদের সুচিকিত্সা আর সুন্দরী নার্সদের মমতাময়ী সেবার কারণে সুস্থ হয়ে উঠেছিলাম আর তুই' হয়ত আমার সেই পরে যাওয়া, আঘাত পাওয়ায় খুব মন খারাপ করেছিলি আর দিনে দিনে সেই মন খারাপ থেকে একদিন 'মন খারাপের মেয়ে' হয়ে গেলি


কিন্তু তুই যেদিন চলে গেলি, আর বললি "আমি আর তোমাকে ঠকাতে পারবনা, তাই আজ আর আসতে পারলাম না, ক্ষমা করে দিও একই দোকানের ফুসকা, একই দোকানের সস্তা আইসক্রিম, আর তোমার ঠোঁটের সিগারেটের গন্ধ, খেতে খেতে আমি বোরিং হয়ে গেছি... আর ভাললাগে না, তাই আমি আইসক্রিম শেয়ার করার জন্য নতুন একজনকে খুঁজে নিয়েছি......তুমি বোকার মতো আমার ফিরে আসার অপেক্ষায় থেকোনা "

কথাগুলো আমি প্রথম বুঝতে পারিনি শুধু বুঝলাম আমি কিছু বলতে চাই, কিন্তু কে যেন আমার গলা চেপে ধরেছে, হয়ত এটাই বাকরুদ্ধতা আমি জানি তুই ফিরবিনা, তবুও তোর ফিরে আসার অপেক্ষায় নিরন্তর কান পেতে রই এই বুকের ভেতর

বিশ্বাস কর, সিড়ি থেকে পরে যাওয়ার ক্ষত বাইরে থেকে দেখা যায় তাই মানুষ সহমর্মিতা দেখায় কিংবা কষ্টগুলো উপলব্ধি করার চেষ্টা করে আর তা সারিয়ে তোলার জন্য ডাক্তার আছে, সেবা দেওয়ার জন্য নার্স আছে কিংবা পরিবারের লোকজন কিন্তু মস্তিস্ক আর মনের ভেতরে আঘাতের যে ক্ষত হয়ে আছে, তাতো বাইরে থেকে দেখা যায় না, কাউকে বোঝানো যায় না সে ক্ষত কতটা গভীর, কতটা যন্ত্রণা দিয়ে শেষ করে দিচ্ছে ভেতরটাকে বলতে পার কি করে সারবে সে ক্ষত?

বিশ্বাস কর আমি মনে করতাম, আমি চোখ দিয়ে যা দেখি সেটাই সত্যি, এর চেয়ে বড় সত্যি আর হতে পারেনা তাইতো তোকে চোখ বন্ধ করেই বিশ্বাস করেছি, ভালবেসেছি কারণ চোখ খুললেই তোকে সারাক্ষণ সামনে পেয়েছি কিন্তু আমি জানতাম না, চোখ দিয়ে শুধু মানুষের গতিবিধির উপরে নজর রাখা যায়, মনের উপর নয় চোখ দিয়ে আমি শুধু সিসি ক্যামেরার মতো তোর বাইরেটায় নজর রেখেছি, আমি বুঝেছি তুই বাইরে থেকে আমাকে যা বুঝিয়েছো, যেটা বুঝতে বাধ্য করছো কিন্তু তোর ভেতরের মানুষটা যে ভেতরে ভেতরে অন্য কিছু ভেবেছে, সেটা বুঝবো কি করে বল?

আজ আর কারো জন্য অপেক্ষা করিনা, হ্যা আবার অপেক্ষা করব সেদিন, যেদিন এমন কোন যন্ত্র আবিষ্কার হবে যা দিয়ে মানুষের ভেতরের আর বাইরের অবস্থা এবং চিন্তা-ভাবনা সব বোঝা যাবে প্রতারণার পূর্বাবাস পাওয়া যাবে

তবে যন্ত্র আবিষ্কার না হওয়া পর্যন্ত -
ভালবাসা, কবিতা, পূর্ণিমার আলো, সমুদ্রের ঢেউ, ভাঙা রিক্সা, ফুটপাতের সস্তা আইসক্রিম আর ফুসকা, টং দোকানের ধোঁয়া ওঠা চা, শেষ বিকেলের নৌকা ভ্রমন, এগুলো যখন কারো কাছে একগুঁয়েমি আর অসহ্য লাগবে, তখন বুঝবেন তার মাঝ থেকে রোমান্টিকতা মরে গিয়ে শুধু দায়িত্ববোধটাই বেচে আছে তখনই বুঝবেন এটা বিপদের পূর্বাভাস, সম্পর্কের লিমিট অল্প দিনের মধ্যেই শেষ হয়ে যাবে, সম্পর্কের ইতি টানার এখনই সময়, যা দুজনের জন্যই মঙ্গল


Related Posts:

  • বিবাহ বার্ষিকী “বিবাহ বার্ষিকী” এই শব্দটা নিয়ে লিখতে কেমন যেন আলাদা ভাললাগা সৃষ্টি হয় মনের ভেতরে । সেই প্রথম দিনটার কথা মনে পড়ে যায় । আমি ছিলাম একটু বোকা বোকা, সেও… Read More
  • তোর মনে আছে - তোর মনে আছে - যেদিন তোকে দেখতে গিয়ে সিড়ি দিয়ে পরে গিয়েছিলাম, খুব ব্যাথা আর শরীরের দু এক জায়গায় ক্ষত হয়ে গিয়েছিল । কিন্তু খুব অল্প দিনেই ড… Read More
  • তোকে খুব মিস করছি । তুই হয়ত বুঝবিনা আর কোনদিন দেখতেও পাবিনা, আমি কতটা কষ্টে আছি । সারাদিনে তুই শতশত মানুষের সাথে হাজার ধরনের কথা বলিস । কিন্তু আমার জন্য তোর কাছে একটা… Read More
  • প্রতিশ্রুতি ! প্রতিশ্রুতি ! কোন কাজ করার পূর্বে বা কাউকে কথা বা প্রতিশ্রুতি দেওয়ার পূর্বে প্রয়োজনীয় বিষয়গুলো ভাল করে ভেবে দেখুন । আরো একবার ভেবে দেখুন আপনার দে… Read More
  • দেখতো আমার পিঠে কি হয়েছে? দেখতো আমার পিঠে কি হয়েছে? সত্যিই আজকাল তোমাকে খুব মিস করি ! সন্ধ্যেবেলা যখন বাসায় ফিরি, তখন । গভীর রাতে বেহায়া আলোগুলো যখন জানালা দিয়ে উকি মেরে আমা… Read More

0 comments:

Post a Comment

" কিছু স্বপ্ন আকাশের দূর নীলিমাক ছুয়ে যায়, কিছু স্বপ্ন অজানা দূরদিগন্তে হারায়, কিছু স্বপ্ন সাগরের উত্তাল ঢেউ-এ ভেসে যায়, আর কিছু স্বপ্ন বুকের ঘহিনে কেদে বেড়ায়, তবুও কি স্বপ্ন দেখা থেমে যায় ? " সবার স্বপ্নগুলো সত্যি হোক এই শুভো প্রার্থনা!