বৈধ পথ

ঈদ মোবারক  

মানুষ যখন কোন কিছু বৈধ পথে পাওয়ার চেষ্টা করে ব্যর্থ হয়, তখন বিকল্প পথ অবলম্বন করে, এবং যা খুসি করতে পারে আর এই বিকল্প পথটা কখনও কখনও এতটা ভয়ংকর হয়, যে মূল জীবনটাই বরবাদ করে দেয় আর তখন পাওয়ার পরও জিনিসটা অপ্রয়োজনীয় হয়ে যায়


আর এই অবৈধ পথ অবলম্বন করার পদ্ধতি পুরুষের তুলনায় নারীরটা বেশী ভয়ংকর কারণ তারা যখন মেধা আর যোগ্যতা দিয়ে তাদের লক্ষ্য অর্জনে ব্যর্থ হয়, তখন তারা তাদের সেই ভয়ংকর অস্ত্রটাই কাজে লাগায় যেটা দুনিয়ার সব অস্ত্রের চেয়ে কার্যকরী, মারাত্মক দুনিয়ার তাবদ পুরুষ তার কাছে দুর্বল আর অসহায়

সাবধান মেয়েদের এই বিকল্প রাস্তাটা একমুখী, যা ভয়ংকর বিপদ আর মৃত্যুর মুখে গিয়ে থেমেছে রাস্তায় একবার হাটা শুরু করলে ফিরে আসার বিকল্প কোন বাইপাস পথ পাওয়া যায় না

তাই কারো সম্পর্কের মূল্য দিতে গিয়ে তার দেখানো বিকল্প পথে হেঁটে, তোমার জীবনের সাথে জড়ানো মানুষগুলোকে নিঃসঙ্গ আর অসহায় করে দিওনা কারণ তোমার জীবনে হয়ত এমন কেউ কেউ আছে যাদের কাছে তুমিই পৃথিবী তাই তুমি যাকে চাও, তার চাওয়া-পাওয়ার মূল্য দিতে গিয়ে যে শুধু তোমাকে চায় তার স্বপ্নগুলো ভেঙ্গে দিওনা, অবলম্বনটুকু শেষ করে দিওনা


Related Posts:

  • তোকে খুব মিস করছি । তুই হয়ত বুঝবিনা আর কোনদিন দেখতেও পাবিনা, আমি কতটা কষ্টে আছি । সারাদিনে তুই শতশত মানুষের সাথে হাজার ধরনের কথা বলিস । কিন্তু আমার জন্য তোর কাছে একটা… Read More
  • কষ্ট দাও কষ্ট দাও এমন মানুষকে - যার কষ্ট তোমার কষ্ট মনে হয় । তাহলে বুঝবে কষ্ট কাকে বলে? আঘাত কর এমন মানুষ কে - যার যন্ত্রণা তোমার যন্ত্রণা মনে হয় । তাহলে অ… Read More
  • ঝরনা আর পাহাড় ঘেরা চা’বাগান । তোমার জীবন থেকে শুধু একটা নিঃশব্দ দুপুর কি আমাকে দিতে পারনা? ব্যস্ততম পৃথিবীর কোলাহল থেকে সেদিন হারিয়ে যাবো অনেক অনেক দূরে, কেউতো খুঁজে পাবেনা । … Read More
  • কথা ও অর্থ । ডিকশনারিতে প্রতিটা শব্দের দুটো করে হয়ত বিপরীত অর্থ নেই । কিন্তু মানুষের মস্তিস্কের ডিকশনারিতে অবশ্যই আছে । ওখানে প্রতিটা শব্দেরই দুটো করে অর্থ সে… Read More
  • প্রাইভেট জব যারা প্রাইভেট কোম্পানীতে জব করেন, হয়ত এরকম ছবি দেখে তাদের মনে কোন ফিলিংস’ই আসেনা । কারণ তারা ফিলিংস কে ব্রেইনে পাত্তা দেননা । যদি ফিলিংসটা ব্রেইন আর… Read More

0 comments:

Post a Comment

" কিছু স্বপ্ন আকাশের দূর নীলিমাক ছুয়ে যায়, কিছু স্বপ্ন অজানা দূরদিগন্তে হারায়, কিছু স্বপ্ন সাগরের উত্তাল ঢেউ-এ ভেসে যায়, আর কিছু স্বপ্ন বুকের ঘহিনে কেদে বেড়ায়, তবুও কি স্বপ্ন দেখা থেমে যায় ? " সবার স্বপ্নগুলো সত্যি হোক এই শুভো প্রার্থনা!