কথা ও অর্থ ।


ডিকশনারিতে প্রতিটা শব্দের দুটো করে হয়ত বিপরীত অর্থ নেই কিন্তু মানুষের মস্তিস্কের ডিকশনারিতে অবশ্যই আছে ওখানে প্রতিটা শব্দেরই দুটো করে অর্থ সেট করা আছে কান যখন কোন শব্দ বা বাক্য আমাদের মস্তিস্কে পৌছে দেয় সে তখন ভাবে 'কান' শব্দটি বা বাক্যটি কার কাছ থেকে শুনলো, সে তখন চোখের সাহায্য নেয় যখন দেখে প্রিয় মানুষ, পছেন্দর মানুষ, আপনজন, অন্তরঙ্গ বন্ধু এদের কাছে শুনেছে তখন একটি অর্থ খুঁজে নেয় আর যখন দেখে অপছেন্দর কারো কাছ থেকে শুনেছে তখন বিপরীত বা অন্য অর্থটা খুঁজে নেয় এটাই আমাদের মস্তিস্কের বৈশিষ্ট্য

যেমন ধরুন; আপনি যখন আপনার প্রিয়জনকে বলবেন "কালতো তোমার পরীক্ষা, আজ আর ফোন নিয়ে বসার দরকার নেই, আজ বরং বইটা একটু দেখ। কাল কথা হবে, শুভ রাত্রি " সে তখন বলবে " আমাকে ফোন দিতে নিষেধ করো, আমার সাথে কথা বলতে চাওনা সেটা সোজাসুজি বললেইতো হয় ইদানীং দেখছি তুমি আমাকে এরিয়ে চলছো, বলে দিলেই পার আর বিরক্ত করবনা আর আমি ফেইসবুকে না আসলেতো তোমার সুবিধা, ইচ্ছে মতো চ্যাটিং, ফিটিং দিতে পারো আচ্ছা কাল থেকে আমি আর অনলাইনে আসবোনা তোমাকে দেখবোওনা আর বিরক্তও করবনা, তোমার যা ইচ্ছা কর বাই "

আর এই একই কথা যদি আমি আপনার প্রিয়জনকে বলি "কালতো আপনার পরীক্ষা, আজ আর ফোন নিয়ে বসার দরকার নেই, আজ বরং বইটা একটু দেখুন। কাল কথা হবে, শুভ রাত্রি " সে তখন বলবে "দেখছো ভাইয়াটা কত ভালো, কত দায়িত্বশীল, ওর মতো ভাদাইম্মা না, ভবিষ্যত নিয়ে কত সচেতন "

ঠিক এমনিভাবে কোন কোন সময় কেউ যদি আমাদের সত্যি কথাটাও বলে, আমরা তখন ইচ্ছে মতো অর্থ খুঁজে নেই হয়ত তখন সে মুর্খের মতো চেচিয়ে বা গলা ফাটিয়ে প্রতিবাদ করেনা বা সত্যিটা বোঝানোর চেষ্টা করেনা নিরাবতার প্রতিবাদ জানিয়ে দূরে সরে যায় তাই আমাদের উচিত মানুষ যেটা বলতে চায় বা বোঝাতে চায় সেটা বোঝা, নিজের ইচ্ছে মতো নয় হয়ত অনেকে এটার প্রতিবাদ করেনা, তারমানে এটা ধরে নিয়োনা যে, সে এটা মেনে নিয়েছে, কিংবা তাকে ভুল বুঝিয়ে তুমি জিতে গেছো বরং এটাই সত্যি যে, সে তোমার বোঝার ক্ষমতাটুকু অনুমান করে তোমাকে এরিয়ে গেছে কারণ সে চায়নি তোমার সাথে তর্ক করে তোমার পর্যায় নেমে আসতে

মানুষকে বোঝার চেষ্টা করো, চোখ দিয়ে নয়, মাথা দিয়ে আর এটা ভুলোনা, আমাদের চোখ শুধু মানুষের বাইরেটা দেখতে পায়, মনের ভেতরের চিন্তা ভাবনা আর ইচ্ছেগুলো নয় তাই সব সময় মানুষের বাইরেটা দেখে সবকিছু তুমি তোমার মতো করে ভাবলে চলবেনা কারণ এমনো হতে পারে তার মানসিকতা, চিন্তাধারা তোমার ভাবনার অনেকটাই উপরে তুমি কোনদিনই সেখানে পৌছাইতে পারবেনা

Related Posts:

  • আপসোস । আপসোস এই শব্দটা কখনও কারো মন থেকে দূর হয়না । আপনি যত সুখী আর সম্পদশালী হোন না কেন আপসোস আপনার মন থেকে দূর হবেনা । পরের টাকা, পরের ক্ষমতা, পরের সু… Read More
  • পরকীয়া ........! আমাদের অনেকের কাছে বিষয়টি খুবই পরিষ্কার যে, নিজের বাসার মাংস থেকে পাশার বাসার ভাবীর কচু তরকারীও মজা । কারণ মানুষের একটা জন্মগত সভাব হচ্ছে অজানাকে জা… Read More
  • ভালবাসা দিবস আজ ভালবাসা দিবস আমার সকল বন্ধু-বান্ধবীরা / আত্নীয়-স্বজন / এই ব্লগের সকল ভিজিটরগন ! ভালবাসার কি কোন দিন বা সময় আছে ? প্রতিদিন কিংবা প্রতি ম… Read More
  • ভালবাসা আমার মনে হয় ভালবাসা বলে কিছু নেই। এটা একটা জাল বা ফাদ। আমরা এই জালে বা ফাদে আটক করে মানুষকে বন্ধী করে রাখি । আমরা এক একজন এই জালকে একেকভাবে ব্যবহার … Read More
  • শুক্রবার, এগার ডিসেম্বর, পনের । শুক্রবার, এগার ডিসেম্বর, পনের । কেন তা জানিনা, তবে অন্যান্য দিনের চেয়ে খুব সকালেই ঘুম ভাঙল । সকাল নটার দিকে সিদ্ধান্ত হলো তোমাকে নিয়ে নিউমার্কেট যে… Read More

0 comments:

Post a Comment

" কিছু স্বপ্ন আকাশের দূর নীলিমাক ছুয়ে যায়, কিছু স্বপ্ন অজানা দূরদিগন্তে হারায়, কিছু স্বপ্ন সাগরের উত্তাল ঢেউ-এ ভেসে যায়, আর কিছু স্বপ্ন বুকের ঘহিনে কেদে বেড়ায়, তবুও কি স্বপ্ন দেখা থেমে যায় ? " সবার স্বপ্নগুলো সত্যি হোক এই শুভো প্রার্থনা!