আপসোস এই শব্দটা কখনও কারো মন থেকে দূর হয়না । আপনি যত সুখী আর সম্পদশালী হোন না কেন আপসোস আপনার মন থেকে দূর হবেনা । পরের টাকা, পরের ক্ষমতা, পরের সুন্দরী বউ, সুন্দর বর আমার কেন নাই, আহারে আমার যদি থাকতো !
আপসোস কম বেশী সবার মনে আছে, সে হোক নারী কিংবা পুরুষ । নারীরা চিন্তা করে - আহারে ঐ ছেলেটা কত সুন্দর, শিক্ষিত, ভাল জব করে, রোমান্টিক, দায়িত্বশীল, কেয়ারিং, হেলফফুল, কি সুন্দর গুছিয়ে কথা বলে, হাসিহাসি মুখ, মন জুরানো কথা, আধুনিক আর কত রুচীশীল, আর আমার স্বামীটা কত ক্ষ্যাত, কত কৃপন, তার মাঝে গা থেকে সস্তা সিগারেটের গন্ধ ..........আহারে আমার স্বামীটা যদি এরকম হতো! সংসারটা আনন্দে ভরে যেত । কি একটা হাবাগোবা আর মফিজ একটা বলদ মার্কা স্বামী আল্লাহ আমার কপালে জোটাইছে । প্রথমদিন থেকেই জীবনটা শেষ করে দিছে, একটা দিনের জন্য শান্তি পেলামনা । তারমাঝে মানসিক আর আর্থিক অত্যাচারতো আছেই । শারীরিক সম্পর্ক একটা শিল্প, তাতো বোঝেইনা, মনে হয় প্রতিরাতেই অত্যাচার করছে ।
পুরুষের আপসোস -
"আহারে মেয়েটা কত সুন্দর, শিক্ষিতা তার মাঝে ভাল জব করে, আহ কি রোমান্টিক, কি সুন্দর করে কথা বলে, কন্ঠ যেন কোকিল ডাকছে, কি সুন্দর ঠোট সারাক্ষণ যেন হাসি লেগেই থাকে, কি সুন্দর চুল ঠিক লাউয়ের ডগার মতো গালের উপরে ঝুলে আছে, কি সুন্দর ড্রেস-আপ, পরীর মতো ফিগার, এরকম একটা বউ থাকলে জীবনে আর কিছুই চাইতামনা
"। আমার বিয়ার আগে এরা কই ছিল?? আর আমার বউ -
"কাজের বুয়ার মতো দেখতে, কি মুটকি, গা থেকে সারাক্ষণ হলুদ-পিয়াজের গন্ধ, ঘরে ফিরলেই সারাক্ষণ ঘ্যান ঘ্যান, জীবনটা একেবারে নরক বানাইয়া দিছে ।
এই ধরনের আপসোস নারী পুরুষ সবার মাঝে পৃথিবীর শেষদিন পর্যন্ত থাকবে । কিন্তু বিশেষ কথা হলো, আপনি যাকে দেখে আপসোস করছেন তার স্বামী/স্ত্রী'ও কিন্তু এই একই আপসোস করছেন । তাহলে আপনার এই আপসোসকৃত মানুষটাও শতভাগ পরিপূর্ণ নয় । হয়ত সে আপনার নয়, তাই তার প্রতি আপনার এমন দূর্বলতা। কারণ প্রতিটা মানুষই পরের জিনিস/মানুষের প্রতি দূর্বল । এটা আমাদের জন্মগত বদ স্বভাব ।
বিশ্বাস না হলে আজ আপনি যাকে দেখে আপসোস, তাকে পাওয়ার পরও কিন্তু আপনার আপসোস শেষ হবেনা । কাল হয়ত অন্য আর একজনকে দেখে এই আপসোস এর জন্ম নেবে । এর প্রধান কারণ আপনি তার সম্পর্কে জানেন না, কারণ
"কারো সম্পর্কে যখন আমাদের সবটুকু জানা হয়ে যায়, তখন তার সম্পর্কে আমাদের আগ্রহ কমে আসে ।"
এটা অজানা আর নিষিদ্ধ জিনিসের প্রতি আমাদের দূর্বলতা ।
মোট কথা হলো মানুষের স্বভাবত একটা বদ অভ্যাস হলো পরের বা নিষিদ্ধ জিনিসের প্রতি আর্কষন । যেমন মদ যদি পাড়ার মোড়ের বাসু কাকার দোকানে বিক্রি হতো, তাহলে মানুষের মদের প্রতি এত আগ্রহ থাকতোনা । আর নেশাও হতোনা । তাই বউ যতই ভালবাসা দেউক তা মূল্যহীন ও একগুঁয়েমি লাগে, বান্ধবীরটায় সতেজ ও নতুনত্ব আছে ।
যেমন, আজ আপনি যাকে দেখে আপসোস করছেন, তার সম্পর্কে আপনি এখনও তেমন কিছুই জানেন না, হয়ত দেখা যাচ্ছে সে আপনার বন্ধু /বান্ধবী । নিশ্চয়ই তার সাথে এখনও একই ছাদের নীচে কিংবা একই রুম শেয়ার করছেন না । হয়ত সপ্তাহে/দিনে এক/দুই ঘন্টার জন্য আপনার কাছে আসে বা আপনার সাথে দেখা হয় । কিন্তু এই এক ঘন্টা কি একজন মানুষকে জানার জন্য যথেষ্ট? নিশ্চয়ই নয়। আর সে যখন এক ঘন্টার জন্য আপনার কাছে আসে/দেখা হয়, তখন ভাল ড্রেসটা, ভাল করে সেজে, ভাল করে শরীরে বিদেশি সেন্ট স্প্রে করে, গুছিয়ে কথা বলে, মেপে মেপে হাসে, রাস্তা পার হওয়ার সময় হাত ধরে, খাবারের বিল দেওয়ার জন্য ছেলেদের দিকে তাকিয়ে থাকেনা, বাসার খোঁজ খবর রাখে, রোমান্টিক গল্প করে, এই এক ঘন্টার মধ্যে তার খারাপ দিকগুলো লুকিয়ে রাখে । (যে দিকগুলো দেখে আপনি আপনার বর্তমান সঙ্গীকে অপছন্দ করেন) । আপনি যখন এই আপসোসকৃত মানুষটার সাথে একই ছাদের নীচে বসবাস করা শুরু করবেন, তখন দেখবেন তার খারাপ দিকগুলো বেড়িয়ে আসে, যা সে এক ঘন্টার মধ্যে/প্রেমের সময় লুকিয়ে রেখেছিল । তখন তাকে ভাললাগবেনা । যেমন আজকের সঙ্গীনীকে লাগছেনা । তারমানে এগুলো আপনার চোখের / মনের অসুখ । বুঝবেন আপনার মনে গুনোপোকা ধরেছে ।
যদি আপনার মনেও এধরনের গুনেপোকা বাসা বেধে থাকে, তাহলে এক কাজ করুন, আপনার বর্তমান সঙ্গীর মাঝে কি কি ভাল গুন আছে, খুঁজে বের করুন । দেখবেন অনেক ভাল গুন আছে যা আপসোসকৃত মানুষটির মাঝে নেই । আর ভেবে দেখুন ফেলে আসা দিনে সে আপনার জন্য কি কি করেছে যখন আপনি আজকের অবস্থানে ছিলেন না, আর এই ভাবনাগুলোই আপনার মনের মধ্যের গুনে পোকাগুলো মেরে ফেলার জন্য কার্যকরী ভূমিকা পালন করবে ।
আর আপনার চোখের আর মনের গুনোপোকাগুলো দূর হলে দেখবেন নিজের জীবনতো বটেই, সংসারেও শান্তি আসবে । মানসিক অশান্তি থেকে সংসার মুক্ত থাকবে, অন্যায় আর অবিচার থেকে বাচবে সমাজ ও দেশ ।
0 comments:
Post a Comment