ঈদ মোবারক!
মন খারাপ? জানি এই প্রশ্নের উত্তরে অনেকেই বলবেন,
"মনই নেই"। হ্যা জানি ঈদ যত আনন্দই বয়ে আনুন না কেন, সব মন কিংবা সব মানুষকে আনন্দ দিতে পারবেনা । কিছু কিছু মানুষ আছে যার জীবনে এমন কিছু ঘটনা বা আঘাত পেয়েছেন, তাদের মনের উপলব্ধি করার ক্ষমতাই হারিয়ে গেছে । শুধু ঈদ কেন, কোন আনন্দই তাদের মনের দোলা দিতে পারেনা । ভালবাসা, আনন্দ, বিশ্বাস এই শব্দগুলো তাদের কাছে অনর্থক । শুধু কোন একটা দায়বদ্ধতা কিংবা মরতে না পারার জন্য বেঁচে আছে, থাকতে হয় ।
কিন্তু কি করবেন সারাক্ষণতো নিজেকে একটা কষ্টের বরফের মধ্যে ডুবিয়ে রাখতে পারবেন না । যে দায়বদ্ধতার জন্য বেচে আছেন তার জন্য হলেও আপনাকে মাঝে মাঝে ভাল থাকার ভান করতে হয়, হবে । তাই ঈদ এর কদিন আর দায়বদ্ধতা ও কাছের মানুষগুলোর জন্য হলেও মিথ্যে করে হাসিখূসি আর আনন্দে থাকার ভান করুন । কারণ আপনি কি চান আপনার কষ্টগুলো অন্য কাউকে প্রভাবিত করুক । তাই মাঝে মাঝে লোক দেখানোর জন্য ভাল থাকার অভিনয় কিংবা ভান করে চলুন ।
মানুষের জীবনে কিছু কিছু কষ্ট থাকে, হয়ত অন্য কেউ সেগুলো শুনে মৌখিকভাবে সহমর্মিতা জ্ঞাপন করতে পারে কিন্তু ঐকষ্টগুলোকে দুর করতে পারেনা । কারণ কষ্ট এমন যে একবার মনে আঘাত করলে তা মনকে পচন ধরিয়ে দেয় । তাই আপনার মনের কষ্টগুলিকে মার্কিং করে কোন লাভ নেই । বরং যতবেশী বলবেন আর মনে করবেন ততবেশী আপনার মনে পচন ধরবে, আপনি ভুলতে পারবেন না । তাই ভুলে থাকার চেষ্টা করুন আর সুখে থাকার ভান করুন । কষ্ট দেওয়া মানুষটার খারাপ দিকগুলি মনে করে তাকে স্থায়ীভাবে ঘৃনা করার চেষ্টা করুন । তবে এতটা ঘৃণা করবেন না, যাতে তাকে মনে পুষে রাখতে হয় ।
0 comments:
Post a Comment