মন খারাপ?

ঈদ মোবারক! 

মন খারাপ? জানি এই প্রশ্নের উত্তরে অনেকেই বলবেন, "মনই নেই" হ্যা জানি ঈদ যত আনন্দই বয়ে আনুন না কেন, সব মন কিংবা সব মানুষকে আনন্দ দিতে পারবেনা কিছু কিছু মানুষ আছে যার জীবনে এমন কিছু ঘটনা বা আঘাত পেয়েছেন, তাদের মনের উপলব্ধি করার ক্ষমতাই হারিয়ে গেছে শুধু ঈদ কেন, কোন আনন্দই তাদের মনের দোলা দিতে পারেনা ভালবাসা, আনন্দ, বিশ্বাস এই শব্দগুলো তাদের কাছে অনর্থক শুধু কোন একটা দায়বদ্ধতা কিংবা মরতে না পারার জন্য বেঁচে আছে, থাকতে হয়


কিন্তু কি করবেন সারাক্ষণতো নিজেকে একটা কষ্টের বরফের মধ্যে ডুবিয়ে রাখতে পারবেন না যে দায়বদ্ধতার জন্য বেচে আছেন তার জন্য হলেও আপনাকে মাঝে মাঝে ভাল থাকার ভান করতে হয়, হবে তাই ঈদ এর কদিন আর দায়বদ্ধতা কাছের মানুষগুলোর জন্য হলেও মিথ্যে করে হাসিখূসি আর আনন্দে থাকার ভান করুন কারণ আপনি কি চান আপনার কষ্টগুলো অন্য কাউকে প্রভাবিত করুক তাই মাঝে মাঝে লোক দেখানোর জন্য ভাল থাকার অভিনয় কিংবা ভান করে চলুন


মানুষের জীবনে কিছু কিছু কষ্ট থাকে, হয়ত অন্য কেউ সেগুলো শুনে মৌখিকভাবে সহমর্মিতা জ্ঞাপন করতে পারে কিন্তু ঐকষ্টগুলোকে দুর করতে পারেনা কারণ কষ্ট এমন যে একবার মনে আঘাত করলে তা মনকে পচন ধরিয়ে দেয় তাই আপনার মনের কষ্টগুলিকে মার্কিং করে কোন লাভ নেই বরং যতবেশী বলবেন আর মনে করবেন ততবেশী আপনার মনে পচন ধরবে, আপনি ভুলতে পারবেন না তাই ভুলে থাকার চেষ্টা করুন আর সুখে থাকার ভান করুন কষ্ট দেওয়া মানুষটার খারাপ দিকগুলি মনে করে তাকে স্থায়ীভাবে ঘৃনা করার চেষ্টা করুন তবে এতটা ঘৃণা করবেন না, যাতে তাকে মনে পুষে রাখতে হয়

0 comments:

Post a Comment

" কিছু স্বপ্ন আকাশের দূর নীলিমাক ছুয়ে যায়, কিছু স্বপ্ন অজানা দূরদিগন্তে হারায়, কিছু স্বপ্ন সাগরের উত্তাল ঢেউ-এ ভেসে যায়, আর কিছু স্বপ্ন বুকের ঘহিনে কেদে বেড়ায়, তবুও কি স্বপ্ন দেখা থেমে যায় ? " সবার স্বপ্নগুলো সত্যি হোক এই শুভো প্রার্থনা!