প্রতিশ্রুতি !

প্রতিশ্রুতি !
কোন কাজ করার পূর্বে বা কাউকে কথা বা প্রতিশ্রুতি দেওয়ার পূর্বে প্রয়োজনীয় বিষয়গুলো ভাল করে ভেবে দেখুন আরো একবার ভেবে দেখুন আপনার দেওয়া কথা রাখতে পারবেন না কিনা? হয়ত এমনও হতে পারে আপনার দেওয়া প্রতিশ্রুতি পেয়ে তার জীবনের সবটুকু দিয়ে সে আপনার উপর নিভর করতে শুরু করল, স্বপ্ন দেখতে শুরু করল, আর আপনি তখন আপনার দেওয়ার কথা রাখলেন না একবার ভেবে দেখুন তার অবস্থা কি হবে? আপনি তার জায়গায় হলে কি করতেন, সহ্য করতে পারতেন কি? আর এই জন্য স্বপ্ন ভাঙ্গার পরে মানুষটাও ভেঙ্গে পরে  জীবনে যারা একটা স্বপ্নই দেখে, তারা স্বপ্ন ভাঙ্গার পর অনেকেই আর স্বাভাবিকভাবে বাঁচতে পারেনা, পরিস্থিতি তাকে বাঁচতে দেয়না কারণ স্বপ্নের মাঝে এতটাই ডুবে থাকে, যে স্বপ্ন ভেঙ্গ যাওয়ার স্রোতে সেও ভেসে যায়, আর সোজা হয়ে দড়াতে পারেনা, সময় আর ইচ্ছা কোনটাই থাকেনা


তাই কাউকে মিথ্যা শান্তনা, মিথ্যা প্রতিশ্রুতি, মিথ্যা স্বপ্ন এগুলো দেখাইওনা কারণ এগুলো স্লো পয়জনিং এর মতো, কাউকে ধীরে ধীরে মেরে ফেলা, তার চেয়ে একবারে গলা টিপে মেরে ফেলাই বরং ভালো হ্যা ততটুকু কথা দাও, যতটুকু তোমার পক্ষে রক্ষা করা সম্ভব নয়ত প্রথমদিনই বলে দাও তুমি তার জন্য কি করতে পারবে কি পারবেনা

আমরা অনেক সময় মানুষকে বলিনা, কিন্তু বুঝিয়ে দেই আর পরে গিয়ে এই সুযোগটা কাজে লাগাই  যেমন ধর, তুমি একজনকে বোঝালে যে তুমি তাকে ভালবাসো, কিন্তু মুখ দিয়ে বললেনা তারপর সময় যেতে লাগল, সে তোমার উপর অনেকটা নিভর করতে শুরু করল, স্বপ্ন দেখতে লাগল, তারপর যেদিন তোমার সব পাওয়া হয়েগেল, তোমার একগুয়েমী লাগতে শুরু করল, তখন তুমি একদিন তাকে এড়িয়ে চলতে লাগলে, আর জিজ্ঞাসা করলে, “কই আমিতো বলিনি ভালবাসী, আমিতো ভাল বন্ধুর মতো দেখেছি।হ্যা তা হয়ত সত্যি যে তুমি বলোনি, তবে বুঝিয়েছো, বুঝতে বাধ্য করেছো কই তখনতো বলোনি, নিষেধও করোনি যে আমি ভুল বুঝচ্ছি ! তাহলে তখন কেন সঠিকটা বোঝাওনি, সে দায়িত্ব কি তোমার ছিলনা?

তাই মানুষের মন, স্বপ্ন, প্রত্যাশা, ভালবাসা এগুলো নিয়ে নাটক বা অভিনয় করোনা, হয়ত অন্য সবকিছুর মতো দুনিয়ার আদালতে এগুলোর হিসাব নেওয়া হয়না কিংবা হবেনা, তবে জবাবহিহিতা আর শাস্তির বিধান না থাকলেও অপরাধতো অপরাধই, তাইনা? আর কেউ না জানুক তুমি নিজেতো জানো, তুমি কি করেছো? যা আয়না তোমাকে ভুলতে দেবেনা আর প্রতিদিনিই আয়না তোমাকে মনে করিয়ে দেবে, তোমার ভেতরের কুতসিত চেহারাটাকে, যা তোমাকে কুড়ে কুড়ে খাবে, আর এটাই তোমার অপরাধের চরম শাস্তি যা হয়ত বাইরের কেউ দেখবেনা, আর তুমি দেখাতেও পারবেনা, কিংবা বোঝাতে ! যা প্রতিনিয়ত তোমাকে দম বন্ধ করে ফেলবে, কিন্তু মরবেনা তোমার স্বাভাবিক জীবন বাধাগ্রস্ত হবে, তবে কেউ দেখবেনা, সহমর্মিতাও জানাবেনা

0 comments:

Post a Comment

" কিছু স্বপ্ন আকাশের দূর নীলিমাক ছুয়ে যায়, কিছু স্বপ্ন অজানা দূরদিগন্তে হারায়, কিছু স্বপ্ন সাগরের উত্তাল ঢেউ-এ ভেসে যায়, আর কিছু স্বপ্ন বুকের ঘহিনে কেদে বেড়ায়, তবুও কি স্বপ্ন দেখা থেমে যায় ? " সবার স্বপ্নগুলো সত্যি হোক এই শুভো প্রার্থনা!