আমি একটু আমার সাথে কথা বলতে চাই !

আমাদের দৈনন্দিন হাজারো ব্যস্ততার মাঝে শুধু একান্ত নিজের জন্য কিছু সময় বের করে নেওয়া উচিত, যখন শুধু নিজের সাথে কথা বলতে হয়, বলা উচিত কারণ আমিওতো একটা মানুষ, আমারাওতো থাকতে পারে নিজের সাথে কিছু কথা, কিছু অপূন ইচ্ছা, কিছু না বলা গল্প, কিছু অভিমান অল্প, কিছু ঝগড়া, কিছু ভুলবোঝাবুঝি, কিছু কষ্ট দেওয়া, কিছু প্রতিশোধ, কিছু বারন, কিছু অভিযোগ-অনুযোগ, কিছু আদেশ-অনুরোধ !

সবাইতো আপনার সাথেই কথা বলে, কেউ কেউ এরিয়ে চলে, অনেকের অনেক অভিযোগ, কিন্তু আপনার কি নিজের সাথ কোন কথা থাকতে পারেনা? ইচ্ছে হয়না নিজের সাথে কিছু সময় কাটাতে ! জানতে ইচ্ছে করেনা, কেমন আছি? যা করছি ঠিক করছি কি? জীবনে আসলে কি চেয়েছিলাম আর কি পেলাম?

আমি জানি আমার কথা শুনে আপনার হাসি পাচ্ছে! এটা আবার কেমন কথা, এত ব্যস্ত অফিস, সংসার আর প্রিয় মানুষগুলো নিয়ে এর মাঝেতো সময়ই পাইনা কিন্তু সময় খুবই স্বাখপর, যখন আপনার একটু সময়ের খুব প্রয়োজন পরে, তখন সময়ের দাম বেরে যায়, সময় আপনাকে এরিয়ে চলবে আর সেই সময়ই একদিন আপনাকে একা করে দিয়ে, দিনের পুরোটা সময়ই অবসর করে দেয় তখন সময় এতটাই সস্তা হয়ে যায় যে সময়ের মূল্যই বিবেচনা করা হয়না তখন আপনি শুধু আপনার সাথেই কথা বলবেন, আপনার অতীতের সাথে কারণ বাকীদের সময় হবেনা আপনার কথা শোনার

তাই এখন ব্যস্ততম সময় থেকে নিজের জন্য ভাববার একটু সময় বের করুন নিজেকে তৈরি রাখুন সেই দিনের জন্য যেদিন আপনাকে সবাই একা করে দিবে, আপনি একা হয়ে পরবেন সেদিন যেনো আপনার কারো কাছে সহানুভুতি ভিক্ষা চাইতে না হয় বরং আপনার সঙ্গ পাওয়ার জন্য সবাই আপনার একটু সহনাভুতি কমনা করে আপনার সঙ্গ পাওয়ার জন্য আপনার কাছে সময় চায়, আজ যেমনটা আপনি চাইছেন
শুভ দুপুর


Related Posts:

  • কিছু তারিখ জেনে রাখা জরুরী । আপনার জীবনের কিছু প্রশ্নের উত্তর হয়ত আপনার জানা নেই, কিন্তু জানা উচিত । এসব প্রশ্নগুলি আপনার ভবিষ্যত জীবনকে আরো রোমাঞ্জিত করবে, মনের তারুন্যকে আরো স… Read More
  • অভিজ্ঞতা এগারো বছরের অভিজ্ঞতায় বুঝলাম প্রতিটা পুরুষের জীবনে দুজন নারী দরকার । একজন সংসার, বাচ্চা, বাবা-মায়ের দেখাশোনা করবে আর রাতের খোরাক জোগাবে । অন্যজন স… Read More
  • উপেক্ষা করছো ? ঘুমিয়ে পরেছো কি? আজকাল ব্যস্ত আছো নাকি এড়িয়ে যাচ্ছো? নাকি ঠিকানা খুঁজে পেয়েছো? নাকি আমার চেয়ে দামি আইসক্রিম শেয়ার করার মানুষ খুঁজে পেয়েছো? … Read More
  • ভাল থাকার ভান । ঈদ মোবারক। সবাই ভাল আছন নিশ্চয়ই । না থাকলেও ভান করে আছন ভাল থাকার । কিন্তু আপনি কি জানেন কখনও কখনও আপনার ভাল থাকা অন্যের মনে কষ্ট আর হিংসার এক… Read More
  • কথা ও অর্থ । ডিকশনারিতে প্রতিটা শব্দের দুটো করে হয়ত বিপরীত অর্থ নেই । কিন্তু মানুষের মস্তিস্কের ডিকশনারিতে অবশ্যই আছে । ওখানে প্রতিটা শব্দেরই দুটো করে অর্থ সে… Read More

0 comments:

Post a Comment

" কিছু স্বপ্ন আকাশের দূর নীলিমাক ছুয়ে যায়, কিছু স্বপ্ন অজানা দূরদিগন্তে হারায়, কিছু স্বপ্ন সাগরের উত্তাল ঢেউ-এ ভেসে যায়, আর কিছু স্বপ্ন বুকের ঘহিনে কেদে বেড়ায়, তবুও কি স্বপ্ন দেখা থেমে যায় ? " সবার স্বপ্নগুলো সত্যি হোক এই শুভো প্রার্থনা!