বিবাহিত দম্পতিদের জন্য একই অফিসে একসঙ্গে কাজ করা অনেক কঠিন হয়ে পড়ে কিছু কিছু সমস্যার কারনে। কিছু ব্যক্তিগত সমস্যার কারনে একসাথে একই অফিসে কাজ করার সুবিধাগুলো আড়ালে থেকে যায়। বিবাহ পরামর্শদাতা ডঃ সঞ্জয়ের মতে, একই সাথে একই অফিসে কাজ করা বৈবাহিক সম্পর্কে চিড় ধরাতে পারে। একই ডিপার্টমেন্টে কাজ করলে তা প্রফেশনাল কাজে বাঁধা প্রদান করে থাকে। কাজ ও ব্যক্তিগত সম্পর্ক পৃথক রাখা অনেক কঠিন হয়ে যায়। এছাড়া প্রতিযোগিতার মনোভাবের কারণে পরস্পরের প্রতি বিরূপ মনোভাবের উৎপত্তি ঘটতে পারে।
যাইহোক, এই দ্বন্দ্ব সত্বেও, সফলভাবে একসাথে কাজ এবং কাজ ও ব্যক্তিগত সম্পর্ক পৃথক রেখে সফলতা পাওয়ার অনেক উপায় আছে। আর উপায় গুলোই সুখী দাম্পত্যের রহস্য।
একই অফিসে কাজ করেন এই সুবাদে একসাথে থাকতে পারার ব্যাপারটা উপভোগ করুন কিন্তু সবসময় এক সাথে থাকতেই হবে এমন মনোভাব রাখবেন না। কিংবা একই সাথে থাকতে হবে এমন চাপ প্রয়োগ করবেন না পরস্পরকে। আলাদা ডিপার্টমেন্টে কাজ করলে দুপুরের খাবার একইসাথে খেতে হবে এমনটা করার চিন্তা বাদ দিন। দুজনের সময় মিললে একইসাথে বাসায় ফিরতে পারেন, কিন্তু তা না হলে একজনকে অপরের সমস্যা বুঝতে হবে।
প্রথম পাতা |
ফটো স্টুডিও |
আমার প্রতিদিন |
অনুভুতি |
উপদেশ |
স্বাস্থ্য |
তোমাদের ছবি |
শাড়ীতেই নারী |
আজকের বার্ত |
তোমার রুপ |
বাবা তোমায় ছালাম |
কবিতা |
সাহিত্য |
" কিছু স্বপ্ন আকাশের দূর নীলিমাক ছুয়ে যায়, কিছু স্বপ্ন অজানা দূরদিগন্তে হারায়, কিছু স্বপ্ন সাগরের উত্তাল ঢেউ-এ ভেসে যায়, আর কিছু স্বপ্ন বুকের ঘহিনে কেদে বেড়ায়, তবুও কি স্বপ্ন দেখা থেমে যায় ? " সবার স্বপ্নগুলো সত্যি হোক এই শুভো প্রার্থনা!
0 comments:
Post a Comment