সুন্দরী সেক্রেটারি স্ত্রীদের শত্রু !


ঢাকা: ইন্দোনেশিয়ার নর্দার্ন সুলায়েসি দ্বীপের গোরনতালো প্রদেশের গভর্নর রাসলি হাবিবি। অফিসের কাজে চানকর্মকর্তাদের পূর্ণ মনোযোগ। আর অফিসের পরিবেশকেও রাখতে চান নিস্কুলুষ। তাই তিনি জারি করেছেন আজব এক নিষেধাজ্ঞা। তিনি সরকারী অফিসগুলোতে বড় কর্মকর্তাদের ব্যক্তিগত সহকারী হিসেবে নারীদেরকে বাদ দিতে আদেশ দিয়েছেন। তারা মনেকরেন, সুন্দরী সেক্রেটারিরাই বসের সংসারের বারোটা বাজান। এই গভর্নরের দাবি, অফিসগুলোতে অনেক কর্মকর্তাই সেক্রেটারির সাথে সম্পর্কে জড়িয়ে পড়ছেন। যার ফলে তাদের স্ত্রীর সাথে তৈরি হচ্ছে দুরুত্ব। এই কর্মকর্তারা অফিশিয়াল ট্রিপে তাদের স্ত্রীকে না নিয়ে সেক্রেটারিকে নিয়ে যেতে আগ্রহী।


সেক্রেটারিকে উপহার দেন দামী দামি সব পারফিউম, ব্র্যান্ডের ব্যাগ। কিন্তু তাদের স্ত্রীরা কিছুই পান না। তিনি আরো বলেন, এই ধরণের কর্মকাণ্ড বন্ধ করার লক্ষে তিনি ‘আদেশ জারি’ করেছেন যেন তারা নারী সেক্রেটারির জায়গায় পুরুষ সহকারী নিয়োগ দেন। আর নারী সহকারী যদি প্রয়োজন পড়েই তাহলে তাকে হতে হবে বয়স্ক, যাদের প্রতি পুরুষরা আকৃষ্ট হয় না। ইন্দোনেশিয়ার এই প্রদেশটিতে অন্তত ৫০ জন কর্মকর্তার নারী সেক্রেটারি রয়েছেন। গভর্নর হাবিবি বলেন ''এই নির্দেশ পালন না করলে কাউকে শাস্তি দেয়া হবে না তবে আমার বিশ্বাস তারা আমার কথা অমান্য করবেন না।'' গত বছর রাসলি হাবিবির প্রশাসন প্রায় ৩২০০ চাকুরের মাসিক বেতন তাদের স্ত্রীদের একাউন্টে পাঠানোর নিয়ম চালু করেছিলেন, যেন এইসব পুরুষ স্ত্রীদের প্রতি অনুগত থাকে এবং অন্য নারীর সাথে সম্পর্কে না জড়ান।

Related Posts:

  • মেয়েরা ব্রেক আপে যায় যে ৫টি কারণে   আপনার ব্যবহারের কারণেই আপনার বান্ধবী ব্রেক আপের সিদ্ধান্ত নিতে পারে। কাজেই দীর্ঘস্থায়ী সম্পর্কে জড়াতে চাইলে কয়েকটি বিষয়ের ওপর আ… Read More
  • স্ত্রীদের না বলা কথা  বেশীরভাগ পুরুষেরই বলে নারীর খুবি ভয়কর কারন  তাদেরকে বুঝে উঠা প্রায়শই খুব কষ্টকর হয়ে যায়। এমনকি সেই নারীকেও যার সাথে সে বহু বছর বি… Read More
  • সহবাসের দশটি উপকারিতা   সঙ্গী বা সঙ্গিনীর সঙ্গে ভালবাসার একান্ত সময় কাটাতে চাইছেন? এগিয়ে যান। কারণ নিয়মিত যৌনমিলন বা সহবাস মানসিক শান্তির সঙ্গেই আপনার ক্লান্… Read More
  • যৌনতা বৃদ্ধির অমৃত উপাদান   সৃষ্টির শুরু থেকে আজ অবধি মানবজাতির এক অপার কৌতূহলের বিষয় যৌনতা। কীভাবে যৌনতাকে আরও উৎকর্ষ করে তোলা যায়। এ প্রশ্ন সার্বজনীন। বিভ… Read More
  • যে কথাগুলো মেয়েদের কখনও বলবেন না…    আপনার পছন্দসই হোক বা না হোক- জীবনের বেশ কয়েকটি ধ্রুবসত্য আছে। যেমন: সূর্য পূর্ব দিকে ওঠে, সবার জীবনেই মৃত্যু আসবে ইত্যাদ… Read More

0 comments:

Post a Comment

" কিছু স্বপ্ন আকাশের দূর নীলিমাক ছুয়ে যায়, কিছু স্বপ্ন অজানা দূরদিগন্তে হারায়, কিছু স্বপ্ন সাগরের উত্তাল ঢেউ-এ ভেসে যায়, আর কিছু স্বপ্ন বুকের ঘহিনে কেদে বেড়ায়, তবুও কি স্বপ্ন দেখা থেমে যায় ? " সবার স্বপ্নগুলো সত্যি হোক এই শুভো প্রার্থনা!