সুন্দরী সেক্রেটারি স্ত্রীদের শত্রু !


ঢাকা: ইন্দোনেশিয়ার নর্দার্ন সুলায়েসি দ্বীপের গোরনতালো প্রদেশের গভর্নর রাসলি হাবিবি। অফিসের কাজে চানকর্মকর্তাদের পূর্ণ মনোযোগ। আর অফিসের পরিবেশকেও রাখতে চান নিস্কুলুষ। তাই তিনি জারি করেছেন আজব এক নিষেধাজ্ঞা। তিনি সরকারী অফিসগুলোতে বড় কর্মকর্তাদের ব্যক্তিগত সহকারী হিসেবে নারীদেরকে বাদ দিতে আদেশ দিয়েছেন। তারা মনেকরেন, সুন্দরী সেক্রেটারিরাই বসের সংসারের বারোটা বাজান। এই গভর্নরের দাবি, অফিসগুলোতে অনেক কর্মকর্তাই সেক্রেটারির সাথে সম্পর্কে জড়িয়ে পড়ছেন। যার ফলে তাদের স্ত্রীর সাথে তৈরি হচ্ছে দুরুত্ব। এই কর্মকর্তারা অফিশিয়াল ট্রিপে তাদের স্ত্রীকে না নিয়ে সেক্রেটারিকে নিয়ে যেতে আগ্রহী।


সেক্রেটারিকে উপহার দেন দামী দামি সব পারফিউম, ব্র্যান্ডের ব্যাগ। কিন্তু তাদের স্ত্রীরা কিছুই পান না। তিনি আরো বলেন, এই ধরণের কর্মকাণ্ড বন্ধ করার লক্ষে তিনি ‘আদেশ জারি’ করেছেন যেন তারা নারী সেক্রেটারির জায়গায় পুরুষ সহকারী নিয়োগ দেন। আর নারী সহকারী যদি প্রয়োজন পড়েই তাহলে তাকে হতে হবে বয়স্ক, যাদের প্রতি পুরুষরা আকৃষ্ট হয় না। ইন্দোনেশিয়ার এই প্রদেশটিতে অন্তত ৫০ জন কর্মকর্তার নারী সেক্রেটারি রয়েছেন। গভর্নর হাবিবি বলেন ''এই নির্দেশ পালন না করলে কাউকে শাস্তি দেয়া হবে না তবে আমার বিশ্বাস তারা আমার কথা অমান্য করবেন না।'' গত বছর রাসলি হাবিবির প্রশাসন প্রায় ৩২০০ চাকুরের মাসিক বেতন তাদের স্ত্রীদের একাউন্টে পাঠানোর নিয়ম চালু করেছিলেন, যেন এইসব পুরুষ স্ত্রীদের প্রতি অনুগত থাকে এবং অন্য নারীর সাথে সম্পর্কে না জড়ান।

Related Posts:

  • ননদ ভাবীর বন্ধুতা বিয়ে মানেই একটি মেয়ের জীবনে আমূল পরিবর্তন! চিরচেনা অভ্যাসে ভরা একান্ত আপন বাবার বাড়ি ছেড়ে মেয়েটি যখন স্বামীর বাড়িতে যায়, তখন সে হয়তো… Read More
  • সন্দেহ- যে বিষ বাষ্পে ক্ষয়ে যায় সম্পর্ক দাম্পত্য হোক কিংবা প্রণয়, অথবা হতে পারে নিছক বন্ধুত্বের ক্ষেত্রেও- 'সন্দেহ' নামক মানবিক আবেগটি ওতপ্রোতভাবে জড়িয়ে আছে আমাদের মানবীয় সম্পর্ক… Read More
  • কম্পিউটারের গতি বাড়াতে কম্পিউটারের গুরুত্ব অনেক বেশি। প্রতিদিন নানা কাজে ব্যবহার হয়ে থাকে কম্পিউটার। আর এই প্রয়োজনীয় জিনিসটি নিয়মিত ব্যবহারের ফলে… Read More
  • যে ৫ ধরনের নারী হতে সাবধান থাকবেন পুরুষেরা! নারীদের প্রতি পুরুষের আকর্ষণ থাকাটাই স্বাভাবিক। আর এমনই আকর্ষন থেকেই প্রেম করেছিলেন হয়তো নিজের পরিচিত একটি মেয়ের সাথে। প্রথম প্রথম বেশ ভালোই… Read More
  • ভালো থাকুন ভালোবেসে ভালোবাসা ছাড়া কি মানুষ বাঁচতে পারে। হয়তো পারে, কিন্তু সুস্থভাবে বাঁচতে হলে ভালোবাসা অত্যন্ত জরুরি। কেন জানেন? ভালোবাসা পরম যত্নে আগলে রাখে আ… Read More

0 comments:

Post a Comment

" কিছু স্বপ্ন আকাশের দূর নীলিমাক ছুয়ে যায়, কিছু স্বপ্ন অজানা দূরদিগন্তে হারায়, কিছু স্বপ্ন সাগরের উত্তাল ঢেউ-এ ভেসে যায়, আর কিছু স্বপ্ন বুকের ঘহিনে কেদে বেড়ায়, তবুও কি স্বপ্ন দেখা থেমে যায় ? " সবার স্বপ্নগুলো সত্যি হোক এই শুভো প্রার্থনা!