৫০০ বছর আগের অক্ষত কিশোরী

 
ছবি দেখে মনে হতে পারে চিকিৎসক হয়তো একজন বালিকাকে সেবা দিচ্ছেন। কিন্তু এমন ধারণা ভুল। বরং এই বালিকা সাধারণ কোনো জীবিত বালিকাও নয়। ৫০০ বছর আগে মারা যাওয়া পেরুর বিস্ময়কর ইনকা সম্প্রদায়ের ১৫ বছর বয়সী বালিকা ‘ল্য দোঞ্চেলা’।

এতোকাল আগের বালিকাকে এ রকম জীবন্ত মনে হওয়া অস্বাভাবিক ব্যাপার বটে, কিন্তু কীভাবে সম্ভব?

ইতিহাস বলছে, শিশু-কিশোরদেরকে সৃষ্টিকর্তাদের উদ্দেশে বলি দেওয়ার রেওয়াজ ছিল ইনকাদের। তারপর মারা যাওয়া শিশুদের স্রষ্টারই সম্মানে মমি করে রাখা হতো।

‘ল্য দোঞ্চেলা’ নামের এই বালিকার মমিটিকে ১৯৯৯ সালে বিস্ময়কর মাচুপিচু নগরীর লুলাইকো আগ্নেয়গিরির ৬,৭৩৯ মিটার (২২,১১০ ফুট) উঁচুতে আবিষ্কার করেন একজন আর্জেন্টাইন-পেরুভিয়ান অভিযাত্রী।

বিজ্ঞানী ও গবেষকরা বলেন, ল্য দোঞ্চেলার শরীরের অঙ্গ-প্রত্যঙ্গ এখনও অক্ষত রয়ে গেছে এবং মনে হচ্ছে সে কেবল কয়েকসপ্তাহ আগে মারা গেছে। তার অক্ষত অঙ্গ-প্রত্যঙ্গ দেখে বিশ্বাস করতে কষ্ট হয় যে কোনো ঔষুধ বা নেশা জাতীয় দ্রব্য খাইয়ে ‍তাকে হত্যা করা হয়েছে। তবে, চুল পরীক্ষা করেই তার মৃত্যুর সময় নির্ণয় করেন গবেষকরা।

ইতিহাস মতে, সৃষ্টিকর্তার উদ্দেশে বলি দেওয়া শিশুদের হত্যার আগে সুষম খাবার খাইয়ে মোটা-তাজা করা হতো এবং সমাধিস্থলে পৌঁছানোর আগে শিশুদের ভীতি ও ব্যথা নাশক উন্মাদক পানীয় পান করানো হতো, তারপর তাদের হত্যা করা হতো।

Related Posts:

  • রিয়েলিটি শো’তে অন্তরঙ্গ প্রেমিক যুগল ঢাকা: যুগ পাল্টেছে, এখন আর প্রকাশ্যে প্রেমে ভয় পান না প্রেমিক-প্রেমিকারা। প্রেম এখন অনেকটাই খোলামেলা। প্রেমের ক্ষেত্রে লুকোচুরির খোলস থেকে বেরি… Read More
  • ভালবাসার খোঁজে বিলবোর্ড! ঢাকা : ভালবাসা পাওয়ার জন্য মানুষ কী না করতে পারে! তারই প্রমাণ পাওয়া গেল শিকাগোর একটি বিলবোর্ডে। শিকাগোর স্টিভেনসন এক্সপ্রেসওয়ে ধরে এগোলে আপনা… Read More
  • নারী স্বর্ণের মতো ! ভারতের সমাজবাদী দলের নেতা আবু আজমী নারীদের স্বর্ণের সঙ্গে তুলনা করেছেন। তার মতে, ‘নারীরা স্বর্ণের মতো, এজন্যে তাদের প্রদর্শনেই ঘটে বিপত্তি। অর… Read More
  • এ যুগের বিদ্যাসাগর   ঢাকা: রাজু তার তিন ভাইবোন ও মা সহ থাকে ঢাকার উত্তরার সোনারগাঁ জনপথ রোডের পাশে একটি ঝুপড়ি ঘরে৷ রাজুরা ছিল সাত ভাইবোন৷ এর মধ্যে একজন মারা… Read More
  • নারীলতা একটি নগ্ন ফুলের নাম! নারীলতা একটি নগ্ন ফুলের নাম ! নারীদের মত দেখতে মনে হয় বলে এ ফুলের নাম দেয়া হয়েছে নারীলতা ফুল। পৃথিবীতে অনেক ফুলের নাম শুনছি এবং দেখছি। কিন্তু … Read More

0 comments:

Post a Comment

" কিছু স্বপ্ন আকাশের দূর নীলিমাক ছুয়ে যায়, কিছু স্বপ্ন অজানা দূরদিগন্তে হারায়, কিছু স্বপ্ন সাগরের উত্তাল ঢেউ-এ ভেসে যায়, আর কিছু স্বপ্ন বুকের ঘহিনে কেদে বেড়ায়, তবুও কি স্বপ্ন দেখা থেমে যায় ? " সবার স্বপ্নগুলো সত্যি হোক এই শুভো প্রার্থনা!