৫০০ বছর আগের অক্ষত কিশোরী

 
ছবি দেখে মনে হতে পারে চিকিৎসক হয়তো একজন বালিকাকে সেবা দিচ্ছেন। কিন্তু এমন ধারণা ভুল। বরং এই বালিকা সাধারণ কোনো জীবিত বালিকাও নয়। ৫০০ বছর আগে মারা যাওয়া পেরুর বিস্ময়কর ইনকা সম্প্রদায়ের ১৫ বছর বয়সী বালিকা ‘ল্য দোঞ্চেলা’।

এতোকাল আগের বালিকাকে এ রকম জীবন্ত মনে হওয়া অস্বাভাবিক ব্যাপার বটে, কিন্তু কীভাবে সম্ভব?

ইতিহাস বলছে, শিশু-কিশোরদেরকে সৃষ্টিকর্তাদের উদ্দেশে বলি দেওয়ার রেওয়াজ ছিল ইনকাদের। তারপর মারা যাওয়া শিশুদের স্রষ্টারই সম্মানে মমি করে রাখা হতো।

‘ল্য দোঞ্চেলা’ নামের এই বালিকার মমিটিকে ১৯৯৯ সালে বিস্ময়কর মাচুপিচু নগরীর লুলাইকো আগ্নেয়গিরির ৬,৭৩৯ মিটার (২২,১১০ ফুট) উঁচুতে আবিষ্কার করেন একজন আর্জেন্টাইন-পেরুভিয়ান অভিযাত্রী।

বিজ্ঞানী ও গবেষকরা বলেন, ল্য দোঞ্চেলার শরীরের অঙ্গ-প্রত্যঙ্গ এখনও অক্ষত রয়ে গেছে এবং মনে হচ্ছে সে কেবল কয়েকসপ্তাহ আগে মারা গেছে। তার অক্ষত অঙ্গ-প্রত্যঙ্গ দেখে বিশ্বাস করতে কষ্ট হয় যে কোনো ঔষুধ বা নেশা জাতীয় দ্রব্য খাইয়ে ‍তাকে হত্যা করা হয়েছে। তবে, চুল পরীক্ষা করেই তার মৃত্যুর সময় নির্ণয় করেন গবেষকরা।

ইতিহাস মতে, সৃষ্টিকর্তার উদ্দেশে বলি দেওয়া শিশুদের হত্যার আগে সুষম খাবার খাইয়ে মোটা-তাজা করা হতো এবং সমাধিস্থলে পৌঁছানোর আগে শিশুদের ভীতি ও ব্যথা নাশক উন্মাদক পানীয় পান করানো হতো, তারপর তাদের হত্যা করা হতো।

Related Posts:

  • ৫০০ বছর আগের অক্ষত কিশোরী   ছবি দেখে মনে হতে পারে চিকিৎসক হয়তো একজন বালিকাকে সেবা দিচ্ছেন। কিন্তু এমন ধারণা ভুল। বরং এই বালিকা সাধারণ কোনো জীবিত বালিকাও নয়। ৫০০ বছর… Read More
  • ফ্রান্সে তরুণীর স্তন ভাড়া!    বিজ্ঞাপনটা ব্যতিক্রমী। নিজের স্তন ভাড়া দেয়ার বিজ্ঞাপন তো ব্যতিক্রমীই। আর এই বিজ্ঞাপন দিয়েছেন ফ্রান্সের সিসিলিয়া নামে এক নার্স। মূলত প… Read More
  • আধুনিক পতিতাবৃত্তির নাম মডেলিং   পতিতাবৃত্তির আধুনিকায়ন হয়ে গেছে। একসময়ে সমাজে ঘৃণিত এই কর্মটি এখন আধুনিকতার ছোঁয়ায় জনপ্রিয় হয়ে উঠেছে। মডেল কন্যা,বিজ্ঞাপন কন্যা, লাক… Read More
  • দীক্ষকরাই যখন ভক্ষক   শিক্ষক মোরা শিক্ষক/মোরা মানুষের পরম আত্মীয়/ ধরণীর মোরা দীক্ষক। কবি গোলাম মোস্তফা শিক্ষকদের সম্পর্কে এরকম উচ্ছ্বসিত বাণী করেছেন। কিন্তু সেই … Read More
  • কুমারীত্ব হারাচ্ছে প্রেমের আড়ালে !   অবাধে মোবাইলে কপিরাইট হচ্ছে বাংলাদেশের পর্ণো ভিডিও,গান লোড এর আড়ালে চলছে পর্ণো ভিডিওর ব্যবসা ।পর্ণো ভিডিও দেখার প্রতি আসক্ত শিশুরাও । বিষয… Read More

0 comments:

Post a Comment

" কিছু স্বপ্ন আকাশের দূর নীলিমাক ছুয়ে যায়, কিছু স্বপ্ন অজানা দূরদিগন্তে হারায়, কিছু স্বপ্ন সাগরের উত্তাল ঢেউ-এ ভেসে যায়, আর কিছু স্বপ্ন বুকের ঘহিনে কেদে বেড়ায়, তবুও কি স্বপ্ন দেখা থেমে যায় ? " সবার স্বপ্নগুলো সত্যি হোক এই শুভো প্রার্থনা!