কি কারনে নায়িকারা হারিয়ে যায়? এমন প্রশ্ন প্রায়-ই শোনা যায় দর্শকদের মুখে
সম্প্রতি তার-ই উত্তর জানার জন্য নায়িকা তৈরির কারিগর হিসেবে ব্যাপক
আলোচিত প্রযোজক খোরশেদ আলম খশরুর কাছে জানতে চাইলে তিনি বলেন, নায়িকা হওয়ার
আগেই আমাদের চলচ্চিত্র অঙ্গনের নারীরা কোটিপতি হতে চায়; যে কারনে নায়িকা
হলেও সে আর টিকতে পারে না
কেননা, নায়িকাকে কোটিপতি হওয়ার টেনশনে থাকতে দেখলে তাকে আর পরিচালকরা
ছবিতে নিতে চায় না কয়েকটি আলোচিত-সমালোচিত ছবি করার পরই তার পতন শুরু হয়
বাংলাদেশের চলচ্চিত্রাঙ্গনে নায়িকা হিসেবে ব্যাপক আলোচিত হওয়ার পরও যারা ঝরে পড়েছেন, তাদের তালিকায় আছেন নায়িকা মুনমুন, ময়ূরী, পলি, ঝুমকা, শাহনূর, শাহনাজ, নিপূণ, সাহারা, মেঘা, সোনালী, শাপলা, সোনিয়া, তিন্নিসহ শতাধিক নায়িকা যারা অভিনয় অঙ্গনে পা রাখতে না রাখতেই কোটিপতি হয়েছিলেন অবশ্য এদের অধিকাংশই অশ্লীল অভিনয়ের অভিযোগে ওয়ান ইলেভেনের সময় পলাতক হয়ে যান নিন্দুকেরা বলেন, নায়িকারা আসলে অভিনয়ের আড়ালে অন্য পেশায় আসার কারনে তারা আর টিকে থাকতে পারেন না প্রচুর টাকা হলেও অভিনয়ের রাস্তায় আর হাঁটতে পারেন না
0 comments:
Post a Comment