আমি আজ অবগুন্ঠন খুলে নীল জোৎস্নায় দাঁড়াব



আজ সারাবেলা তোমার সঙ্গে থাকব
সূর্যের আলো গায়ে মেখে, দেখব
কতটা মাতাল হতে পারো!
কিভাবে মাতোয়ারা হয়
উদাসী দুপুর,
বাতাসের বীণা হাতে কি করে
বেজে ওঠে তনুমন;
মান্স তরুনী ছিলাম
স্পর্শে জাগিয়ে তুলেছো স্নায়ুগুচ্ছ
 আজ,
তবু ভালোলাগে,
 ম্লান আলো;
নিঃশ্বাস আয়াস খুলে দাও 
দরজা কালো চুলের বিলির মাঝে রাত্রি নামুক,
অনুঢ়া আমি যেন দীর্ঘ প্রতিক্ষার শেষে 
আজ দেখা পেল কাংখিত শুভ্র সুন্দরের।  
খুলে দাও বরফের আলপনা আঁকা  
হৃদয়ের সমস্ত জানালা,  
খুলে দাও আমার আবরন আমাকে 
আবৃত করে আজ শুধু তুমি ঝর সারাদিন, 
সারাদিন... আমি আজ কোথাও যাবোনা, 
কোথাও যাবোনা আজ শুধু তোমার সাথে খেলব।
 পথের পীচের মত ঢেকে দাও তুমি আমাকে,  
আমাকে তুমি উন্মোচিত কর;  
আমার হৃদয় আজ আন্দোলিত কাচের জানালা,  
আমার হৃদয়ে আজ শুধু তুমি, তুমি, তুমি সারাদিন, 
সারাদিন... তুমি,এসো আমার উন্মুক্ত বক্ষে, 
তৃষ্ণিত হৃদয়ে আমি আজ অবগুন্ঠন খুলে নীল জোৎস্নায় দাঁড়াব;  
তুমি স্বপ্নের মত, 
কুয়াশার মত আমাকে আবৃত কর, আমাকে জড়াও;
ঐ সবুজ দূর্বাঘাসের মত ঢেকে দাও।
 আজ সারাদিন তুমি ভালোবাসার বৃষ্টি ঝরাও,  
বরফ বৃষ্টির আগুনে ভিজিয়ে দাও আমার শরীর ;
আজ সারাদিন বৃষ্টি ঝরুক, 
বরফ ঝরুক সারাদিন,সারাদিন...

Related Posts:

  • ভালবাসা নয়, ভাললাগা একটা মেয়ে রাস্তা দিয়ে হেটে যাচ্ছে। সে বুঝতে পারলো একটা ছেলে থাকে অনুসরণ করছে। কিছুক্ষণ যাওয়ার পর মেয়েটা দাড়িয়ে রইল এবং পিছনে ফিরে দেখল যে ছেলেট… Read More
  • শাস্তি জীবিত বা মৃত কারো সংগে গল্পের কোন চরিত্রের মিল নেই। মিলে গেলে কাকতাল মাত্র। খাঁটি বাংলাতে বললে, চরম এক ছেঁকা খেয়ে নিলয় পাগল প্রায়। উচ্চ শ… Read More
  • সত্যি মরে যাব ডান পায়ের জুতোটা ছিড়ে গেছে । হাঁটতে গিয়ে টের পেলাম । এই যাহ্‌ ! এমনিতেই মাসের শেষ । তার উপর ২ দিন পর সুমির জন্মদিন । আমি ৩ টা টিউশন করে তার পড়… Read More
  • একটি ভালবাসার গল্প শুরু যেভাবে . . . একটি মেয়েকে বারে বারে ভালবাসার প্রস্তাব দিয়ে, প্রত্যাক্ষিত হয় একটি ছেলে . . . মেয়েটি বলে . . . শোন, তোমার এক মাসের বেতন আ… Read More
  • ভালবাসার গল্পের শেষের অংশ তনু হাটতে হাটতে একটা কাঁচে ঘেরা ফাষ্ট ফুডের দোকানের দিকে এগিয়ে যাচ্ছে। কম করে হলেও তিনশত টাকা দরকার। কিন্তু আমার পকেটে আছে মাত্র একশত পনেরো টা… Read More

0 comments:

Post a Comment

" কিছু স্বপ্ন আকাশের দূর নীলিমাক ছুয়ে যায়, কিছু স্বপ্ন অজানা দূরদিগন্তে হারায়, কিছু স্বপ্ন সাগরের উত্তাল ঢেউ-এ ভেসে যায়, আর কিছু স্বপ্ন বুকের ঘহিনে কেদে বেড়ায়, তবুও কি স্বপ্ন দেখা থেমে যায় ? " সবার স্বপ্নগুলো সত্যি হোক এই শুভো প্রার্থনা!