আমি আজ অবগুন্ঠন খুলে নীল জোৎস্নায় দাঁড়াব



আজ সারাবেলা তোমার সঙ্গে থাকব
সূর্যের আলো গায়ে মেখে, দেখব
কতটা মাতাল হতে পারো!
কিভাবে মাতোয়ারা হয়
উদাসী দুপুর,
বাতাসের বীণা হাতে কি করে
বেজে ওঠে তনুমন;
মান্স তরুনী ছিলাম
স্পর্শে জাগিয়ে তুলেছো স্নায়ুগুচ্ছ
 আজ,
তবু ভালোলাগে,
 ম্লান আলো;
নিঃশ্বাস আয়াস খুলে দাও 
দরজা কালো চুলের বিলির মাঝে রাত্রি নামুক,
অনুঢ়া আমি যেন দীর্ঘ প্রতিক্ষার শেষে 
আজ দেখা পেল কাংখিত শুভ্র সুন্দরের।  
খুলে দাও বরফের আলপনা আঁকা  
হৃদয়ের সমস্ত জানালা,  
খুলে দাও আমার আবরন আমাকে 
আবৃত করে আজ শুধু তুমি ঝর সারাদিন, 
সারাদিন... আমি আজ কোথাও যাবোনা, 
কোথাও যাবোনা আজ শুধু তোমার সাথে খেলব।
 পথের পীচের মত ঢেকে দাও তুমি আমাকে,  
আমাকে তুমি উন্মোচিত কর;  
আমার হৃদয় আজ আন্দোলিত কাচের জানালা,  
আমার হৃদয়ে আজ শুধু তুমি, তুমি, তুমি সারাদিন, 
সারাদিন... তুমি,এসো আমার উন্মুক্ত বক্ষে, 
তৃষ্ণিত হৃদয়ে আমি আজ অবগুন্ঠন খুলে নীল জোৎস্নায় দাঁড়াব;  
তুমি স্বপ্নের মত, 
কুয়াশার মত আমাকে আবৃত কর, আমাকে জড়াও;
ঐ সবুজ দূর্বাঘাসের মত ঢেকে দাও।
 আজ সারাদিন তুমি ভালোবাসার বৃষ্টি ঝরাও,  
বরফ বৃষ্টির আগুনে ভিজিয়ে দাও আমার শরীর ;
আজ সারাদিন বৃষ্টি ঝরুক, 
বরফ ঝরুক সারাদিন,সারাদিন...

Related Posts:

  • নীল মেঘের ছাউনী আজ মেয়েটির জন্ম দিন। তবে মেয়েটির আজকে ভিষণ মন খারাপ। কেননা তার অতি প্রিয় মানুষটি তাকে এখনো জন্মদিনের শুভেচ্ছা পর্যন্ত জানায়নি। মনে হয় ভু… Read More
  • তবু ভালো থেকো... অনেক গুলো রাত বাক্সবন্দী করে রেখেছি, কোন এক দিন সহস্র জোনাকি আর মন খারাপ করা জোছনা দিয়ে ভরে দেব বলে পুরোটা আকাশ......... তোমার মনে পড়ে… Read More
  • সত্যিই কি ভূত আছে? আমি ভূত দেখিনি, কিন্ত্ত ভূতের ভয় পেয়েছিলাম৷ তোমরা ভাবছ এ আবার কেমন কথা৷ কী আশ্চর্যের কথা না! ভূত দেখিনি, অথচ ভূতের ভয়৷ তাহলে খুলেই বলি৷ গত জুল… Read More
  • নির্জন নির্লজ্জতায় নগ্নতা! প্রদীপখানি ফিরতে অনিচ্ছুক রক্তচক্ষুতে দেখছে স্বর্গীয়তা, প্রণয় প্রলেপ সর্বত্র বুলিয়ে সে কষ্টটুকুর সামান্য বহিঃপ্রকাশ! বিদায় লগ্নে তার পেছন ফি… Read More
  • মেয়ে তুমি শিউলি ফুল স্নিগ্ধ, শুভ্র কাজল কাল নয়ন তোমার, ঐ চাহনিতে ফুটে সহস্র শিউলি ফুল। ফুল ! সে তো ফুল নয়; শুধু ফুলই নয়, ওরা যেন তোমারই প্রতিবিম্ব। বলে কথা কেবলই … Read More

0 comments:

Post a Comment

" কিছু স্বপ্ন আকাশের দূর নীলিমাক ছুয়ে যায়, কিছু স্বপ্ন অজানা দূরদিগন্তে হারায়, কিছু স্বপ্ন সাগরের উত্তাল ঢেউ-এ ভেসে যায়, আর কিছু স্বপ্ন বুকের ঘহিনে কেদে বেড়ায়, তবুও কি স্বপ্ন দেখা থেমে যায় ? " সবার স্বপ্নগুলো সত্যি হোক এই শুভো প্রার্থনা!