আমি আজ অবগুন্ঠন খুলে নীল জোৎস্নায় দাঁড়াব



আজ সারাবেলা তোমার সঙ্গে থাকব
সূর্যের আলো গায়ে মেখে, দেখব
কতটা মাতাল হতে পারো!
কিভাবে মাতোয়ারা হয়
উদাসী দুপুর,
বাতাসের বীণা হাতে কি করে
বেজে ওঠে তনুমন;
মান্স তরুনী ছিলাম
স্পর্শে জাগিয়ে তুলেছো স্নায়ুগুচ্ছ
 আজ,
তবু ভালোলাগে,
 ম্লান আলো;
নিঃশ্বাস আয়াস খুলে দাও 
দরজা কালো চুলের বিলির মাঝে রাত্রি নামুক,
অনুঢ়া আমি যেন দীর্ঘ প্রতিক্ষার শেষে 
আজ দেখা পেল কাংখিত শুভ্র সুন্দরের।  
খুলে দাও বরফের আলপনা আঁকা  
হৃদয়ের সমস্ত জানালা,  
খুলে দাও আমার আবরন আমাকে 
আবৃত করে আজ শুধু তুমি ঝর সারাদিন, 
সারাদিন... আমি আজ কোথাও যাবোনা, 
কোথাও যাবোনা আজ শুধু তোমার সাথে খেলব।
 পথের পীচের মত ঢেকে দাও তুমি আমাকে,  
আমাকে তুমি উন্মোচিত কর;  
আমার হৃদয় আজ আন্দোলিত কাচের জানালা,  
আমার হৃদয়ে আজ শুধু তুমি, তুমি, তুমি সারাদিন, 
সারাদিন... তুমি,এসো আমার উন্মুক্ত বক্ষে, 
তৃষ্ণিত হৃদয়ে আমি আজ অবগুন্ঠন খুলে নীল জোৎস্নায় দাঁড়াব;  
তুমি স্বপ্নের মত, 
কুয়াশার মত আমাকে আবৃত কর, আমাকে জড়াও;
ঐ সবুজ দূর্বাঘাসের মত ঢেকে দাও।
 আজ সারাদিন তুমি ভালোবাসার বৃষ্টি ঝরাও,  
বরফ বৃষ্টির আগুনে ভিজিয়ে দাও আমার শরীর ;
আজ সারাদিন বৃষ্টি ঝরুক, 
বরফ ঝরুক সারাদিন,সারাদিন...

Related Posts:

  • জরায়ু ক্যানসার রোধে ব্যায়াম প্রতিদিন নিয়মিত ব্যায়াম, পরিমিত আহার ও সম্ভব হলে এক কাপ কফি পান করলে মহিলাদের জরায়ু ক্যানসারে আক্রান্ত হওয়ার ঝুঁকি অনেকাংশে কমে যায়। নতুন এক গব… Read More
  • নারীর বুকের শীত অ. চাকরির ইন্টারভিউ দিতে বের হওয়ার সময় মবিন দরজায় উষ্টা খায়। মবিন গ্রামের প্রায় অসচ্ছল পরিবারের একমাত্র ছেলে। জন্মসূত্রে সেতারবাদক, ত… Read More
  • মিশরীয় প্রেমের রহস্য মিশর রহস্যর সন্তুর প্রেমিকা ত্রিধাকে এবার নিজের প্রেমিকা বানিয়ে ফেললেন অগ্নিদেব-পুত্র আকাশ চট্টোপাধ্যায়! শোনা যাচ্ছে, টলিউডে নবাগতা ত্রিধা চৌ… Read More
  • প্রতিভার জাদুতে তারুণ্যের উচ্ছ্বাসের মাঝেই তার নিত্য বসবাস। শৈশব থেকেই মিডিয়ার প্রতি আগ্রহ ছিল। একটা সময় স্বপ্ন দেখতেন পারফর্মিং মিডিয়ায় কাজ করার। নিজে… Read More
  • নিষিদ্ধ জগতের নারী কাহিনী গ্ল্যামার, একশন, লাইট, সেট, কাট এসবই এই জগতের পরিচিত শব্দ। লোক দেখানো লৌকিকতায় নারী এখনো পণ্য। সেই জগতের হাতছানিতেই মডেল হবার স্বপ্ন কাজ করে … Read More

0 comments:

Post a Comment

" কিছু স্বপ্ন আকাশের দূর নীলিমাক ছুয়ে যায়, কিছু স্বপ্ন অজানা দূরদিগন্তে হারায়, কিছু স্বপ্ন সাগরের উত্তাল ঢেউ-এ ভেসে যায়, আর কিছু স্বপ্ন বুকের ঘহিনে কেদে বেড়ায়, তবুও কি স্বপ্ন দেখা থেমে যায় ? " সবার স্বপ্নগুলো সত্যি হোক এই শুভো প্রার্থনা!