প্রেম-প্রতারণা বাড়াচ্ছে প্রযুক্তি

 
 ঢাকা : প্রযুক্তির উন্নতি সাথে পাল্লা দিয়ে বাড়ছে সম্পর্কের প্রতারণার হার। প্রযুক্তির আশীর্বাদের অপব্যবহার বৃদ্ধি পাচ্ছে দিন দিন।

স্মার্ট ফোন আর ল্যাপটপের ব্যবহারের প্রায় সমান্তরালে বাড়ছে সামাজিক নেটওয়ার্ক সাইটের ব্যবহার। সহজ হয়েছে যোগাযোগ, বেড়ে গেছে প্রতারণার হারও।

‘মাই চিটিং’ নামের একটি প্রতিষ্ঠান এই তথ্য প্রকাশিত করেছে। প্রতিষ্ঠানটি মানুষকে তাদের সঙ্গী প্রতারণা করছে কিনা সেটা খুঁজে বের করতে সহায়তা করে।

মাই চিটিং এর গবেষণায় দেখা গেছে-

২০১১ সালে প্রতি তিনটির মধ্যে একটি বিবাহ বিচ্ছেদের জন্য ফেসবুককে দায়ী করা হয়েছে।

প্রতি মাসে ৬.৩ মিলিয়ন মানুষ অনলাইন ডেটিং সাইটে লগ ইন করে।

প্রতি ৫ জনের মধ্যে একজন যুগল অনলাইনে পরিচিত হয়ে সামনা সামনি দেখা করে। এবং বাকি ৪ জনই মিথ্যা বলে সম্পর্ক করে।

বিশ্বাস ঘাতকতার স্বীকার ৬০% যুগলই এতো কিছুর পরেও সম্পর্ক টিকিয়ে রাখার চেষ্টা করে।

এরপর আবারো প্রতারিত হওয়ার সম্ভাবনা থাকলে, অধিকাংশ ক্ষেত্রেই বিবাহ বিচ্ছেদ ঘটে।

মাই চিটিং এর কো-ফাউন্ডার ভিক্টোরিয়া কক্সেনের মতে, প্রযুক্তির অপব্যবহারে বিবাহ বহির্ভূত সম্পর্ক রাখার প্রবণতা বেড়ে গেছে।

প্রযুক্তির ব্যবহারে যেমন লাভ হতে পারে, ঠিক তেমনি ক্ষতিও হতে পারে।

প্রযুক্তির মাধ্যমে যেসব সম্পর্ক হচ্ছে ইদানিং তার বেশিরভাগই শুধুই প্রতারণা। নিজের সামাজিক ও পারিবারিক তথ্য গোপন করে অনেকেই নিষিদ্ধ এসব সম্পর্ক নিয়ে মেতে ওঠে এবং ক্ষতিগ্রস্ত হয়। অনেকেই কিছু বুঝে ওঠার আগেই বিপদে পরে। সেজন্য আমাদেরই সাবধানে থাকা প্রয়োজন।

Related Posts:

  • জীবন জুড়ে নারী নারী... কখনো জননী, কখনো জায়া, কখনো কন্যা, কখনো ভগ্নী! জীবনটা যদি হয় রঙ্গমঞ্চ, একজন নারীকে অভিনয় করতে হয় নানান ধরনের চরিত্রে। প্রতিটি চরিত্… Read More
  • চর্চা করুন অন্তরঙ্গতা প্রতিদিন পৃথিবী এগিয়ে চলেছে, আর পৃথিবীর সাথে আমরাও। তীব্র গতিময় জীবনে দৌড়ে চলেছি সবাই। এক মুহূর্ত বিশ্রামের অবকাশ নেই, এক মুহূর্ত থামার অবক… Read More
  • সন্তানকে নিয়ে বেড়াতে গেলে শিশুরা ফুলের মতোই কোমল হয়। ফুল যেমন অনুকূল পরিবেশ না পেলে সময়ের আগেই ঝরে যায়, তেমনি শিশুরা বেড়ে ওঠার প্রয়োজনীয় পরিবেশ না পেলে তাদের বিকা… Read More
  • পারস্পরিক সম্পর্কে মনে রাখুন... আমাদের চিন্তা, দৃষ্টিভঙ্গি, ভাবনাগুলো আমাদেরকেই উপস্থাপন করে। আমাদের কথাবার্তা আর অন্যের সম্পর্কে মন্তব্য করার আগে তাই অবশ্যই চিন্তা করা উচিত … Read More
  • ভালো থাকুন দাম্পত্যে বিয়ে... যতটা মানবিক অনুভূতির বন্ধন, ঠিক ততটাই সামাজিক সম্পর্কও। ভালোবেসে করা বিয়ে হোক, কিংবা হোক পারিবারিক সম্মতিতে- দাম্পত্য জীবনে সুখী হবা… Read More

0 comments:

Post a Comment

" কিছু স্বপ্ন আকাশের দূর নীলিমাক ছুয়ে যায়, কিছু স্বপ্ন অজানা দূরদিগন্তে হারায়, কিছু স্বপ্ন সাগরের উত্তাল ঢেউ-এ ভেসে যায়, আর কিছু স্বপ্ন বুকের ঘহিনে কেদে বেড়ায়, তবুও কি স্বপ্ন দেখা থেমে যায় ? " সবার স্বপ্নগুলো সত্যি হোক এই শুভো প্রার্থনা!