জীবনের ৭টি বছর বাথরুমে!


পৃথিবীতে অজানা তথ্যের অভাব নেই। আর এ তথ্যগুলোই মানুষকে ভাবার খোরাক জোগায়। সচরাচর যা ঘটে না বা যে বিষয়গুলো সাধারণত চোখ এড়িয়ে যায়, সেগুলো জানার আগ্রহটা তাই খুবই সহজাত।


আপনি শুনে অবাক হবেন যে, গড়ে একজন মানুষ তার জীবনে ৭টি বছর বাথরুমেই কাটান। অর্থাৎ, আপনি দিনের যে সময়টুকু বাথরুমের জন্য ব্যয় করেন, তার সম্মিলিত যোগফল ও গড় হিসাবটা এরকমই।


হয়তো কবি,সাহিত্যিক বা বিজ্ঞানীরা বাথরুমে বসেই কোন কিছু রচনা বা আবিষ্কার করে ফেলতে পারেন। তবে সাধারণ মানুষের জন্য এ সময়টি খুব বেশি।

0 comments:

Post a Comment

" কিছু স্বপ্ন আকাশের দূর নীলিমাক ছুয়ে যায়, কিছু স্বপ্ন অজানা দূরদিগন্তে হারায়, কিছু স্বপ্ন সাগরের উত্তাল ঢেউ-এ ভেসে যায়, আর কিছু স্বপ্ন বুকের ঘহিনে কেদে বেড়ায়, তবুও কি স্বপ্ন দেখা থেমে যায় ? " সবার স্বপ্নগুলো সত্যি হোক এই শুভো প্রার্থনা!