মোবাইলে প্রেম, ছেলেটি বুঝতে পারেনি অপূর্ব কন্ঠ স্বরের মেয়েটি এত কুৎসিত!


কদিন রং নাম্বারে ছেলেটির পরিচয় হয় মেয়েটির সাথে। পরিচয় থেকে গাঢ় বন্ধুত্ব। এক পর্যায়ে তা গভীর প্রেমে রুপ নেয়। দিনের পর দিন, মাসের পর রাত জেগে জেগে কথা বলত দু’জনে। ছেলেটি মাঝে মাঝে মেয়েটির মোবাইলে মোটা অংকের টাকা ফ্লাক্স্রি করে দিত। এতে মেয়েটি কৃত্রিম অভিমান করত। এভাবে চলতে থাকে দীর্ঘ ৪ বছর। এর মাঝে ছেলেটি মেয়েটির সাথে দেখা করতে চেয়েছে অসংখ্যবার। কিন্তুু নানা অজুহাতে এড়িয়ে গেছে মেয়েটি। ছেলেটি তাতে কিছু মনে করেনি। মন্ত্র মুগ্ধের মত বুদ হয়ে থাকত মেয়েটির মধু মাখা অর্পূব স্বরের যাদু মাখা কথার ফুলঝুরিতে। 

শয়নে স্বপনে শুধুই তার মাথায় থাকত মেয়েটির চিন্তা। কবে তাকে বিয়ে করে ঘরে তুলবে। ছোট্র একটা সংসার হবে। তাদের ছোট্র সংসারে একদিন আগমন ঘটবে একটা ছোট্র সোনামনির। এমনি আরও কত কিছু। কিন্তুু ভাবতে পারেনি এক নির্মম পরিনতি তার জন্য অপেক্ষা করে আছে। গত বুধবার ছিল মেয়েটির বাড়ি ফেরার কথা। ঐদিন ছেলেটির পীড়াপীড়িতে মেয়েটি ছেলেটির সাথে দেখা করতে রাজী হয়। সকাল বেলা পরিবহন থেকে নেমে মেয়েটি ছেলেটির নির্দেশিত স্থানে গিয়ে অপেক্ষা করতে থাকে। এদিকে ছেলেটি দুরু দুরু বক্ষে মেয়েটির অপেক্ষায় থাকে। 

এক সময় দেখে কালো কুৎসিত চলি�শোর্ধ কিম্ভুত কিমাকার এক মহিলা তারই নির্দেশিত স্থানে এসে অপেক্ষায়রত। ছেলেটি হতভম্ব হয়ে পড়ে। বিমর্ষ মনে মোবাইল বন্দ করে মেয়েটির অজ্ঞাতে স্থান ত্যাগ করে। এক সময় মেয়েটিও ফিরে যায়। এরপর ছেলেটি মার্মান্তি মানষিক আঘাত প্রাপ্ত হয়ে নিশ্চুপ হয়ে যায়। ঘটনাটি সে এই প্রতিনিধির নিকট খুলে বলে এবং তার পরিচয় গোপন রাখার জন্য অনুরোধ করে। ছেলেটির বাড়ি পাইকগাছা উপজেলার রেজাকপুর গ্রামে। সে একজন পাদুকা ব্যবসায়ী। ব্যবসা করে তার জীবিকা নির্বাহ হতো। একদিকে টাকার শোক অন্যদিকে ব্যর্থ প্রেম তাকে নির্বাক করে দিয়েছে। তাইতো বারংবার সে বলেছে মোবাইলে প্রেম তার সব স্বপ্ন তছনছ করে দিয়েছে। মোবাইলে মেয়েদের মধু মাখা অর্পূব স্বরের যাদু মাখা কথার প্রেম থেকেও সাবধান করেছে মোবাইলে প্রেমিকদের।

Related Posts:

  • স্বামী-স্ত্রীর মিলনের যতো সুফল ঢাকা: স্বামী-স্ত্রীর পরস্পরের প্রতি ভালোবাসা প্রকাশের এক গুরুত্বপূর্ণ দিক শারীরিক মিলন৷ আবার এটি শারীরিক প্রয়োজনীয়তার এক প্রকার বহিঃ… Read More
  • আপনার আসল বয়স জানার শেষ নেই। মানুষ যত শেখে, নিজের জ্ঞানকে তার ততই সীমিত মনে হতে থাকে। কারণ, জ্ঞানের প্রতিটি নতুন দরজাই মানুষের সামনে অকল্পনীয় দিগন্ত খুলে … Read More
  • রক্ষিতা ও স্ত্রী’ র মধ্যে কোন ভেদ নেই ঢাকা : অধিকারের প্রশ্নে কারও বৈধ বা অবৈধ স্ত্রীর মধ্যে আদালত কোনো রকম বৈষম্য করতে পারে না। এখন থেকে রক্ষিতাও আইনের চোখে স্ত্রীর সমমর্যাদার… Read More
  • প্রিয় বান্ধবীই হতে পারে সর্বনাশের কারণ প্রিয় বোন সাবধান থাকুন, কারণ প্রিয় বান্ধবীই হতে পারে আপনার সর্বনাশের কারণ(সচেতন হোন ), ধরুন হঠাৎ আপনার বান্ধবী বলল, এক ফ্রেন্ডের জন্মদিন আছে,… Read More
  • সুন্দর দম্পতিদের মেয়ে হয় বেশি প্রথম বাচ্চাটি কী চান, ছেলে নাকি মেয়ে? কেউবা ছেলে আবার কেউবা মেয়ে চান৷ তবে সুন্দর দম্পতিদের জন্য মেয়ে হওয়ার সম্ভাবনাই নাকি বেশি৷ সম্প্রতি এ… Read More

0 comments:

Post a Comment

" কিছু স্বপ্ন আকাশের দূর নীলিমাক ছুয়ে যায়, কিছু স্বপ্ন অজানা দূরদিগন্তে হারায়, কিছু স্বপ্ন সাগরের উত্তাল ঢেউ-এ ভেসে যায়, আর কিছু স্বপ্ন বুকের ঘহিনে কেদে বেড়ায়, তবুও কি স্বপ্ন দেখা থেমে যায় ? " সবার স্বপ্নগুলো সত্যি হোক এই শুভো প্রার্থনা!