নারীর শরীরের স্পর্শকাতর অংশ!

 

এটা জানা খুব জরুরী যে শরীরের কোন স্থানে স্পর্শ করলে আপনার সঙ্গিনীর শরীরে শিহরন জাগবে। উত্তেজনায় জড়িয়ে ধরবে আপনাকে। আসুন আজকে জেনে নেই আমাদের সুখানুভূতিতে ভরা স্পর্শগুলো সম্পর্কে।- নারীর শরীরের অন্যতম স্পর্শকাতর অংশ হচ্ছে তার পিছন দিক। ঘর হাল্কা অন্ধকার করে নিয়ে যেকোনো হাল্কা সঙ্গীত ছাড়ুন। এরপর পিছন দিক থেকে জড়িয়ে ধরে তার হাল্কা ম্যাসেজ করুন। দেখুন এরপর কি হয়।

- খেলা করুন তার কানের সংগে। আপনার মুখ নিয়ে যান তার কানের কাছে, ঠোট দিয়ে তার কানের লতি ছুঁয়ে ফিসফিস করে কিছু বলুন, কি বলবেন? বলুন …

- তার ঘাড়ে হাল্কা সুড়সুড়ি দিতে পারেন। সাবধান সঙ্গে সঙ্গে জ্বলে উঠতে পারে আপনার সঙ্গিনী।

Related Posts:

  • রাজধানীতে দেহ ব্যবসা এবার অনলাইনে ইন্টারনেট আর মোবাইল ফোনের মাধ্যমে রাজধানীতে দেহ ব্যবসা চালিয়ে যাচ্ছে একটি চক্র। ওয়েবসাইট খুলে অবাধে চালিয়ে যাচ্ছে তাদের কার্যক্রম। মাদক বিক্রি… Read More
  • নারীর প্রভাবমুক্ত হতে অভিনব কৌশল নারীর প্রভাব মুক্ত হতে পাপুয়া নিউ গিনিতে পালিত হয় এক মজার উৎসব। তারা মনে করে পুরুষের মাঝে নারীর প্রভাব থাকলে সে প্রকৃত পুরুষ হয়ে উঠতে পারে … Read More
  • নারীর চোখেই যত ক্ষমতা! মানুষের মুখের ভাষা সীমিত কিন্তু চোখের ভাষার কোনো শেষ নেই। মনে হবে এই বুঝেছেন, আবার মনে হবে কিছুই বোঝেননি। সবচেয়ে রহস্যময়ী চোখ হল নারীদের। এজ… Read More
  • দীর্ঘ সময়ের ক্লান্তি কাটাতে সময়ের সাথে সাথে কাজের ধরণ বদলেছে। পেশাদারিত্বের চাপে দিনের অনেকটা সময় কাজেই ব্যস্ত থাকতে হয়। দীর্ঘ সময় কাজের কারণে ক্লান্ত হয়ে পড়াটাও অবাস্তব … Read More
  • ডেটিংয়ে যাওয়ার পর সঙ্গিনী যখন… আজকাল ভালোবাসা খুব সস্তা হয়ে গেছে। এ জাতীয় কথা প্রায়ই শোনা যায়। একজন সঙ্গী বা সঙ্গিনীর সঙ্গে টাইম পাস করা বা সময় কাটানোই এখন কারও কারও কা… Read More

0 comments:

Post a Comment

" কিছু স্বপ্ন আকাশের দূর নীলিমাক ছুয়ে যায়, কিছু স্বপ্ন অজানা দূরদিগন্তে হারায়, কিছু স্বপ্ন সাগরের উত্তাল ঢেউ-এ ভেসে যায়, আর কিছু স্বপ্ন বুকের ঘহিনে কেদে বেড়ায়, তবুও কি স্বপ্ন দেখা থেমে যায় ? " সবার স্বপ্নগুলো সত্যি হোক এই শুভো প্রার্থনা!