প্রেয়সী-বিকেল এবং আমি


আমি আজ প্রেয়সীর পাশে বসে অনর্গল স্পন্সর গুনে যাই জীবনের

আংগুলের আয়েশী নখের ভিতর জমে যাওয়া নীল কিছু দাগ

বার বার অনিশ্চয়তার হাই তোলে

তাই নিশ্চয়তার ক্লিপে শরীরে গেঁথে নিয়েছি এক জোড়া দীঘল কাজলিয়া চোখ।

তারপর টি এস সির দেয়ালে ছায়াহীন কিছু কথোপকথন ফিরে আসে

- তোমার এই শার্টটি কাল আমাকে ধার দিও, কর্পোরেট হাউসে নীল এক প্রজাপতি উড়ে যাবে, স্মার্ট

- আমার গায়ের গন্ধ মিশে আছে সুতোর বুননে, স্পর্শের গন্ধবাহী ঠোট তোমাকে আকুল চুমুতে ভিজিয়ে দেবে বৃদ্ধ গ্রীষ্মের দুপুরে।

- এত ভাবতে হবেনা তোমার, পারফিউমে ডুবিয়ে রাখবো প্রতিটি বাঁক-শরীর সানাই যেখানে বৃষ্টির জল বাজতে বাজতে মরে যায়।

আমি হেসে কবিতা লিখতে বসি

আংগুলে আংগুলে বিবাগী হাতে মুঠো ভরি আন্ত:নিশ্বাসে

ছায়াকে আরো ঠেলে দিয়ে মাথা গুঁজে দেই ঘাড়ে,মেঘের ভিতর।

পাশে কামনার ছেলে সাইকেলের টায়ার নিয়ে করিডোরের এমাথা থেকে ওমাথা দৌড়ে চলে

আমার বিপ্লব কোমর আঁকড়ে ধরে এক বুক চকোলেটের;

মেপে চলি কতটুকু দুধে এমন সুরভী ছড়াবে মায়া।

আমি প্রচন্ড ফেরারী হতে গিয়ে

ঘরে ফিরে এসেছি বারংবার

চোখের ভেতর বিছানা পেতে

ফেরারী হওয়া যায়না

Related Posts:

  • বেস্ট একটা গল্প ... টিফিন এর সময় সব ছেলে-মেয়ে টিফিন করতে বাইরে গেল । সবাই ক্লাস থেকে বের হয়ে কেউ কেউ গেল ক্যান্টিন এ আবার কেউ কেউ মাঠে খেলতে । কিন্তু এর থেকে … Read More
  • আমি ও কয়েকটি মেয়ে! মন খারাপ হলেই আমি সুরমা পারে চলে যাই। বয়ে চলা নদী দেখে খুব ভাল লাগে। মনে হয় আমার জীবনটাও যদি সব সময় গতিময় হতো। মাঝে মাঝে যখন জীবন থমকে দা… Read More
  • এ আমার পরাজয়ের মানচিত্র! আমি বলব না কতটুকু হেরে গিয়েছি, তুমি শুধু জয়ের অংকটা বুঝে নিও! বহু রাত নিভৃতে কাঁদা অশ্রুগুলোকে বুঝে নিও, প্রতারণার সমীকরণে তোমার আত্মতুষ্টি … Read More
  • ভালবাসার গল্পের শেষের অংশ তনু হাটতে হাটতে একটা কাঁচে ঘেরা ফাষ্ট ফুডের দোকানের দিকে এগিয়ে যাচ্ছে। কম করে হলেও তিনশত টাকা দরকার। কিন্তু আমার পকেটে আছে মাত্র একশত পনেরো টা… Read More
  • একটি করুণ প্রেমের গল্প ‘আমাদের মৃত্যুর জন্য কেউ দায়ী নয়। সবার কাছে আমাদের একটাই অনুরোধ। আমাদের দেহগুলো দয়া করে কাটতে দেবেন না। পাশাপাশিই আমাদের কবর দেবেন। আর সবাই… Read More

0 comments:

Post a Comment

" কিছু স্বপ্ন আকাশের দূর নীলিমাক ছুয়ে যায়, কিছু স্বপ্ন অজানা দূরদিগন্তে হারায়, কিছু স্বপ্ন সাগরের উত্তাল ঢেউ-এ ভেসে যায়, আর কিছু স্বপ্ন বুকের ঘহিনে কেদে বেড়ায়, তবুও কি স্বপ্ন দেখা থেমে যায় ? " সবার স্বপ্নগুলো সত্যি হোক এই শুভো প্রার্থনা!