যুবক-যুবতীদের উতলা মন!

 
বর্তমানে একটি বড় সামাজিক অবক্ষয়। মেঘলা মেঘলা দিনে এমনিতেই মন উতলা। তার উপরে যদি বৃষ্টি হয় তাহলে তো কোন কথায় নেই। উড়ু উড়ু মন তো পঙ্খিরাজ। ইদানিং দেখা যায় সি,এন,জি অটো রিক্সার ভিতর, রিক্সার ভিতর, পার্কের ভিতর নির্জন স্থানে অপ্রীতিকর অবস্থায় যুবক-যুবতীদের মেলামেশা করতে। একটি গল্প বলা যাক। গতকাল সন্ধ্যার সময়। মেঘলা আকাশের কল্যাণে সন্ধ্যে একটু আগে ভাগেই চলে এসেছে। গন্তব্য শান্তিনগর থেকে মিরপুর। এমন সময় নজরে এল আমার সি,এন,জি অটো রিক্সার সামনের সি,এন,জি অটো রিক্সার মধ্যে এক জোড়া কপোত-কপোতী। সি,এন,জি অটো রিক্সার পিছনের জানালা দিয়ে যতটুকু দেখা যায় আরকি! মোটামুটি ১৫” টিভি তে লাইভ টেলিকাস্ট। পূর্ণিমার রাতে সর্প যুগলের লীলা দেখেছেন কখনো? ঠিক তেমনি। একজন আরেকজনের মুখে যেন ছোবল মারছে। আস্টে পিষ্টে ধরে আছে, সর্প লীলার মতন।

আমার সি,এন,জি অটো রিক্সা যখন চন্দ্রিমা উদ্যান ওরফে জিয়া উদ্যান এর সামনে দিয়ে পার হচ্ছে, দেখলাম সব রিক্সার সামনেই পরদা লাগান। তা তো হবেই। বৃষ্টি যে হচ্ছে। যারা একা বা দুটি বন্ধু বা দুটি বান্ধবী যাচ্ছে, তারাও বেশ ভাল ভাবেই আছে। জুটিও যে ভাল ভাবে নেই তা নয়। তবে তার মধ্যে বেশ কিছুই আছে নাজুক ভাবে। আগারগাঁও সিগন্যালে দাঁড়ানো সময় যা দেখালাম, তা আর বলার মতো নয়। কোনটা যে কার হাত, কার হাত কোথায়, বোঝা বড়ই মুশকিল। এত ছোট বেড রুম, ক্ষতি কি আকাশ তো বড় !!!

আরও আছে, সিনেমা হল, পার্কের নির্জন জায়গা, এমনকি বাসের সবচেয়ে পিছনের সিট।

সমস্যা হচ্ছে, ছোট ছোট বাচ্চাদের মনে অনেক প্রশ্ন জাগে। আর তাদের অবুঝ মন যখন বড়দের কাছে এই নিয়ে প্রশ্ন করে তখন উত্তর দেওয়া তো দুরের কথা লজ্জা ঢাকার উপায়ও খুঁজে পাওয়া যায় না।

Related Posts:

  • বয়স নিয়ে ভাবনা? আর না আর না ”বয়ষ্ক মানুষেরাই জগতের বেশিরভাগ সুখি মানুষ। তাই বয়স বাড়ার সাথে সাথে মৃত্যু ঘনিয়ে আসছে ভেবে মন খারাপ করার কোনোই অর্থ হয় না”খুব সম্প্রতি ১৮… Read More
  • বিয়ে হলেও বাসর হয় না! বিয়ে মহান আল্লাহ তায়ালার এক অপূর্ব বন্ধন। সমাজের প্রতিটি মানুষ বয়:সন্ধিক্ষণে এই অপূর্ব ও পবিত্র বন্ধনে আবদ্ধ হন। এই বন্ধনের মাধ্যমে একজন প… Read More
  • রাজধানীর ৪ ক্যাটাগরির কলগার্ল! ঢাকা : রাজধানীর পতিতা নেটওয়ার্ক। পতিতারাও মানুষ। কলগার্লরা পতিতালয় নির্ভর নয়। তারা চলমান এবং অদৃশ্য। দেখা যায়, কিন্তু জানা যায় না। ঢাকার … Read More
  • শ্রেণিকক্ষেই 'প্রেমের ক্লাস'! কলকাতা : কলকাতার প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয় 'লাভ' অর্থাৎ প্রেম-ভালবাসার ওপর একটি কোর্স চালু করছে। জানুয়ারি মাস থেকে সমাজবিজ্ঞান বি… Read More
  • যে ধরনের লোক সুখী জীবনযাপন করে   ঢাকা: গবেষণায় দেখা গেছে, তিন ধরনের লোক সুখী জীবনযাপন করেন। এক. যারা মনে করেন তাদের জীবনে সুখকর অনেক কিছুই আছে, যা তাদের বেঁচে থাকতে প্রেরণ… Read More

0 comments:

Post a Comment

" কিছু স্বপ্ন আকাশের দূর নীলিমাক ছুয়ে যায়, কিছু স্বপ্ন অজানা দূরদিগন্তে হারায়, কিছু স্বপ্ন সাগরের উত্তাল ঢেউ-এ ভেসে যায়, আর কিছু স্বপ্ন বুকের ঘহিনে কেদে বেড়ায়, তবুও কি স্বপ্ন দেখা থেমে যায় ? " সবার স্বপ্নগুলো সত্যি হোক এই শুভো প্রার্থনা!