দুঃখ লিখে দুঃখ বিনাস


মনের মধ্যে জমা হওয়া দুঃখ-কষ্টের কথা লিখে ফেললে মন হাল্কা হয়। সেই সঙ্গে শারীরিক আঘাত-ক্ষতও জলদি মিলিয়ে যায়! নিউজিল্যান্ডের অকল্যান্ড বিশ্ববিদ্যালয়ের এক দল গবেষক পরীক্ষা করে এমন কথা জানিয়েছেন। সেই পরীক্ষা-নিরীক্ষার কথা আমেরিকান সাইকোসোমাটিক সোসাইটির জার্নালে সম্প্রতি ছাপা হয়েছে। গবেষক দলের প্রধান ‘হেলথ সাইকোলজি’ বিভাগের সিনিয়র লেকচারার এলিজাবেথ ব্রডবেন্ট দাবি করছেন, ভয়ঙ্কর কষ্টের কোনও অভিজ্ঞতার কথা কেউ যদি লিখে ফেলেন, তা হলে আরাম হয় শরীরেরও। লেখার পরে যে শান্তির অনুভূতি তৈরি হয়, তাতে শরীরের আঘাত বা ক্ষত তাড়াতাড়ি নিরাময় হতে পারে। গবেষকরা ৫০ জনের একটি দল নিয়ে এ গবেষণা করেন। ২৫ জনকে তারা বলেছিলেন, তাঁদের জীবনের সবচেয়ে মর্মান্তিক অভিজ্ঞতার কথা লিখে ফেলতে। বাকি ২৫ জনকে বলা হয়, আগামিকাল আপনার কী কী কাজ করার আছে, লিখে ফেলুন। লেখার দু’সপ্তাহ পরে ওই ৫০ জনের হাত থেকে অল্প একটু চামড়া তুলে নেয়া হল। হাতে থেকে গেল সামান্য ক্ষত। দেখা গেল যাঁরা কষ্টকর অভিজ্ঞতা লিপিবদ্ধ করেছিলেন, ওষুধ লাগানোর পরে তাঁদের মধ্যে ৭২ শতাংশের ক্ষত একেবারে সেরে গেছে ১১ দিনের মাথায়। অন্যদের ক্ষত সেরে উঠতে অনেক বেশি সময় নেয়। ওই সময়ে তাদের মাত্র ৪২ শতাংশের ক্ষত নিরাময় হল। ব্রডবেন্ট এই থেকেই সিদ্ধান্তে পৌঁছান, ব্যক্তিগত কষ্টের কথা লেখার মাধ্যমে শারীরিক আঘাতের দ্রুত নিরাময় সম্ভব। গবেষক জানান, শারীরবৃত্তীয় ক্ষেত্রে এই ধরনের বিশেষ মনস্তাত্ত্বিক পদ্ধতি কোনও প্রভাব ফেলে কি না, সেটা জানার উৎসাহ ছিল আমার। লেখার ফলে ক্ষত বা আঘাত দ্রুত সারছে, এটা বাহ্যিক ভাবে বোঝা গেল সহজে। ব্রডবেন্টের মতে, দুঃখের অভিজ্ঞতা লিখে ব্যক্ত করলে মনে অনেক কম চাপ পড়ে। উদ্বেগ কম থাকে। অর্থাৎ স্ট্রেস হরমোনের দাপটও কম থাকে। স্ট্রেস হরমোন কম থাকলে ওষুধ দ্রুত কাজ করে।

Related Posts:

  • চুমু চুম্বন হল দুই ঠোঁটের স্পর্শ দিয়ে কাউকে আদর করা বা স্নেহ প্রকাশ করা। সাধারণভাবে প্রেম, কাম, স্নেহ, অনুরাগ, শ্রদ্ধা, সৌজন্য অথবা শুভেচ্ছা প্রক… Read More
  • শুধু একবার বল ‍"ভালবাসি শুধু একবার বল ‍"ভালবাসি"! একটা তাজমহল হয়তো বানাতে পারব না, তবু গড়বো বাবুই পাখির মত ছোট্ট সুখের এক নীড়। শুধু একবার হাসো আমার পানে চেয়ে! আকা… Read More
  • অশ্রু ভেজা চিঠি একটা ছেলে প্রতিদিন রাস্তার পাশে দাড়িয়ে থাকত আর এক নজরে তাকিয়ে থেকে একটা মেয়েকে দেখতো। কিন্তু মেয়েটা তাকে পাত্তা দিত না । একবছর পরে মেয়েট… Read More
  • আলতো একটা চুমু দিয়ে বলব ভেবেছিলাম তোমায় সাথে করে ভাঙ্গা রাস্তাটির পাশ ধরে হাঁটব, সাথে করে মানালী যাব বেড়াতে, বরফের কুচি ছুঁড়ে মারব তোমার শরীরে; ভেবেছিলাম তোমার হাতে হা… Read More
  • যৌনাবেগ লিয়াকত, এইদিকে আসো -- ইয়েস স্যার আমি যা দেখি তুমি কি তাই দেখো? -- ইয়েস স্যা । স্যার ঘাড় কি ডাইনে নাকি বাইয়ে ঘুরামু? ডাইনে ঘ… Read More

0 comments:

Post a Comment

" কিছু স্বপ্ন আকাশের দূর নীলিমাক ছুয়ে যায়, কিছু স্বপ্ন অজানা দূরদিগন্তে হারায়, কিছু স্বপ্ন সাগরের উত্তাল ঢেউ-এ ভেসে যায়, আর কিছু স্বপ্ন বুকের ঘহিনে কেদে বেড়ায়, তবুও কি স্বপ্ন দেখা থেমে যায় ? " সবার স্বপ্নগুলো সত্যি হোক এই শুভো প্রার্থনা!