জলকন্যার উল্কিতে রাত নামে
রাত্রির ছড়ানো ইন্দ্রজাল
টুকরো সুখের মেঘমালায় প্রজাপতি
অন্ধকারের কাঞ্চনমালা।
শরীরে রাখা জলকন্যার উল্কিতে ডুব
ঠোঁটের মধুজলে শুষে নেয়া যন্ত্রণা যত
গহীণ আবেশে বর্ষার মাটির ঘ্রাণ।
টুকরো টুকরো মেঘগুলো ভেসে বেড়ায়
জ্বলে ওঠা দাবানলে বৃষ্টির হাতছানি
মেঘবুক থেকে জাগে ঘুমন্ত অঙ্কুর।
স্নিগ্ধ বারিবর্ষণে ঢেউ খেল সবুজ মাঠে
আগ্নেয়গিরির পাশেই থাকে নীলাকাশ
সবুজ অস্থিরতা অতল জলে।
পৃথিবীর প্রাচীন দিনলিপির
প্রাচীনতম উপাখ্যান আর
তোমার অস্থিরতায় মরণ আমার।
0 comments:
Post a Comment