জলকন্যার মধুজলে


 
জলকন্যার উল্কিতে রাত নামে

রাত্রির ছড়ানো ইন্দ্রজাল
  টুকরো সুখের মেঘমালায় প্রজাপতি
  অন্ধকারের কাঞ্চনমালা।


 
শরীরে রাখা জলকন্যার উল্কিতে ডুব
  ঠোঁটের মধুজলে শুষে নেয়া যন্ত্রণা যত
  গহীণ আবেশে বর্ষার মাটির ঘ্রাণ।


  টুকরো টুকরো মেঘগুলো ভেসে বেড়ায়

 
জ্বলে ওঠা দাবানলে বৃষ্টির হাতছানি
  মেঘবুক থেকে জাগে ঘুমন্ত অঙ্কুর।
  স্নিগ্ধ বারিবর্ষণে ঢেউ খেল সবুজ মাঠে
  আগ্নেয়গিরির পাশেই থাকে নীলাকাশ

 
সবুজ অস্থিরতা অতল জলে।
  পৃথিবীর প্রাচীন দিনলিপির
  প্রাচীনতম উপাখ্যান আর
  তোমার অস্থিরতায় মরণ আমার।





Related Posts:

  • সে তো তুমি দূরের আকাশে যাকে খুঁজি, সে তো তুমি দিগন্ত নিলীমায় যার ছবি আঁকি, সে তো তুমি সাগরের তরঙ্গে যাকে খুঁজি, সে তো তুমি নদীর বাঁকে বাকেঁ যাকে খুঁজি , … Read More
  • কুমারিত্বের বিসর্জন ১. মাত্র ২ সপ্তাহ হলো নতুন বাসায় উঠেছে অর্নব। নিচতলায় এক রুমের একটি ছোট্ট বাসা। পড়ালেখা একটি প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের বিবিএতে। নতুন বাসার উ… Read More
  • আমি তনি আর বৃষ্টি রাত থেকে প্রচুর বৃষ্টি হচ্ছে, কখনো কখনো মাত্রা উঠা নামা করছে কিন্তু থামার কোন সম্ভাবনা নাই। বৃষ্টির রাত্রে ঘুমটা একটু ভাল হয় ঠান্ডা ঠান্ডা ভা… Read More
  • সত্যি মরে যাব ডান পায়ের জুতোটা ছিড়ে গেছে । হাঁটতে গিয়ে টের পেলাম । এই যাহ্‌ ! এমনিতেই মাসের শেষ । তার উপর ২ দিন পর সুমির জন্মদিন । আমি ৩ টা টিউশন করে তার পড়… Read More
  • মমির অভিশাপঃ শুধুই কি অভিশাপ নাকি অন্য কিছু!! টাইটানিক মুভিতে দেখানো জ্যাক রোজের মিলনের সেই গাড়ীর কথা মনে আছে নিশ্চই! হ্যাঁ, টাইটানিক জাহাজের সেই বিখ্যাত গাড়ী আরো একটি কারণে কারণে বিখ্যা… Read More

0 comments:

Post a Comment

" কিছু স্বপ্ন আকাশের দূর নীলিমাক ছুয়ে যায়, কিছু স্বপ্ন অজানা দূরদিগন্তে হারায়, কিছু স্বপ্ন সাগরের উত্তাল ঢেউ-এ ভেসে যায়, আর কিছু স্বপ্ন বুকের ঘহিনে কেদে বেড়ায়, তবুও কি স্বপ্ন দেখা থেমে যায় ? " সবার স্বপ্নগুলো সত্যি হোক এই শুভো প্রার্থনা!