জলকন্যার মধুজলে


 
জলকন্যার উল্কিতে রাত নামে

রাত্রির ছড়ানো ইন্দ্রজাল
  টুকরো সুখের মেঘমালায় প্রজাপতি
  অন্ধকারের কাঞ্চনমালা।


 
শরীরে রাখা জলকন্যার উল্কিতে ডুব
  ঠোঁটের মধুজলে শুষে নেয়া যন্ত্রণা যত
  গহীণ আবেশে বর্ষার মাটির ঘ্রাণ।


  টুকরো টুকরো মেঘগুলো ভেসে বেড়ায়

 
জ্বলে ওঠা দাবানলে বৃষ্টির হাতছানি
  মেঘবুক থেকে জাগে ঘুমন্ত অঙ্কুর।
  স্নিগ্ধ বারিবর্ষণে ঢেউ খেল সবুজ মাঠে
  আগ্নেয়গিরির পাশেই থাকে নীলাকাশ

 
সবুজ অস্থিরতা অতল জলে।
  পৃথিবীর প্রাচীন দিনলিপির
  প্রাচীনতম উপাখ্যান আর
  তোমার অস্থিরতায় মরণ আমার।





Related Posts:

  • আমি ও কয়েকটি মেয়ে! মন খারাপ হলেই আমি সুরমা পারে চলে যাই। বয়ে চলা নদী দেখে খুব ভাল লাগে। মনে হয় আমার জীবনটাও যদি সব সময় গতিময় হতো। মাঝে মাঝে যখন জীবন থমকে দা… Read More
  • পাহাড়ি কন্যা একটা মানুষের চেহারা, যদি হয় অপূর্ব লাবণ্যের প্রতীক, আর সে মানুষটা যদি হয় নারী, তাহলে তো মহাভাগ্যবতী! আবার মাঝে মাঝে সে লাবণ্যময়ী চেহারা নারীর … Read More
  • অনার্য মেয়ে বন্ধুর পথ বেয়ে যখন হাঁটো__ ধানক্ষেতের মতোন নিতম্ব দোলে__ বক্ষে এক জোড়া ব্যাঙ ক্রমাগত নাচে__আদিবাসি ধাঁচে। অনার্য মেয়েদের কথা মনে হয়__মনে … Read More
  • পরকীয়া প্রেম "ফারহানা কলি" মনের মাঝে খুব অসস্থি। দারুন অপরাধবোধ কাজ করছে। এই পাপবোধের জন্য মনে হয় ঘুম আসছেনা । রাত নিশি হচ্ছে ক্রমশঃ। কিন্তু কীসের যেন এক দূর্নিবার নিষি… Read More
  • বিভ্রম কখনো দেখিনি তোমায় তবুও নিশ্চুপ কোনো এক সন্ধ্যায় নিস্তব্ধতা ভেঙে দেয়া ঝিরিঝিরি বৃষ্টিতে আনমনে উদাসী দৃষ্টি যখন দুরে বাহিরপানে আবদ্ধ হয় আবছা আল… Read More

0 comments:

Post a Comment

" কিছু স্বপ্ন আকাশের দূর নীলিমাক ছুয়ে যায়, কিছু স্বপ্ন অজানা দূরদিগন্তে হারায়, কিছু স্বপ্ন সাগরের উত্তাল ঢেউ-এ ভেসে যায়, আর কিছু স্বপ্ন বুকের ঘহিনে কেদে বেড়ায়, তবুও কি স্বপ্ন দেখা থেমে যায় ? " সবার স্বপ্নগুলো সত্যি হোক এই শুভো প্রার্থনা!