রঙিন ওড়না

 

ওড়না...সে তো রঙিন হবেই। ফ্যাশনে যে রঙের জোয়ার। সেই জোয়ারে গা ভাসিয়ে তরুণীমন সেজেছে সাতরঙা ওড়নায়।

ফ্যাশন হাউস রঙ-এর অন্যতম পরিচালক বিপ্লব সাহা বলেন, ‘ফ্যাশনে এখন রঙিন ওড়নার কদর। ওড়নার বাহারি রঙে এক নান্দনিক সৌন্দর্যের দেখা মেলে। যেকোনো সাদামাটা সাজকে পূর্ণতা দিতে পারে একটি রঙিন ওড়না।’
প্রবর্তনার পরিচালক শাহিদ হোসেন বলেন, ‘একই ওড়নায় নানা রঙের ব্যবহার এখন বেশ জনপ্রিয়। কামিজের সঙ্গে মিলিয়ে নয়, বরং রঙিন ওড়নার সঙ্গে মিলিয়ে কামিজ পরার চলটা ফিরে এসেছে আবার। টাইডাই ও বাটিকের পাশাপাশি ভিন্ন আঙ্গিকের সুতি, খাদি ও সিল্কের শিবোরি ওড়নাগুলো ফ্যাশনে যোগ করেছে ভিন্ন মাত্রা।’

প্রাইডের পরিচালক সুম্বাল এ মোমেন বলেন, ‘নানান রঙের শেডের ওড়নাগুলো খুব সহজেই যেকোনো কামিজের সঙ্গে মানিয়ে যায়। কখনো কখনো একটি ওড়না দু-তিনটি পোশাকের সঙ্গেও মিলিয়ে পরা যায়। তাই এ সময় শেডের ওড়নার চাহিদা বেশি।’ রঙ যখন ছড়িয়েছে রঙিন ওড়না, সে রঙে সেজে উঠতে পারেন আপনিও। লাল, হলুদ, কমলা, সবুজ, নীল, আসমানি, গোলাপি, বেগুনিরা মিলেমিশে একাকার। সুতি, তাঁত, খাদি, শিফন, সিল্কের জমিনে চোখে পড়বে ব্লক, বাটিক ও জলছাপের নকশা। কোনোটি আবার সাদামাটা জমিনেই নজরকাড়া।

চাইলে নিজেও তৈরি করে নিতে পারেন কয়েক রঙের মিশেলে ওড়না। সে ক্ষেত্রে কয়েক রঙা কাপড় সুন্দর একখানি লম্বা লেইস দিয়ে জোড়া লাগিয়ে নিতে পারেন। অথবা কেবলই জোড়া দিয়ে সেখানে রং-তুলিতে এঁকে দিতে পারেন লম্বাটে কোনো নকশা। কাপড়ের মাপটা আড়াই গজ হলেই চলবে। অথবা একরঙা কাপড় কিনে নিজেই কয়েক রঙে রাঙিয়ে নিতে পারেন ওড়না। কয়েক রঙেই যে ওড়না হতে হবে, তা নয়; একটি রংকেও ক্রমেই গাঢ় থেকে হালকায় রাঙিয়ে নিতে পারেন। ঢাকার গাউছিয়া, নিউমার্কেটের ব্লক, বাটিকের দোকান থেকে রং কিনতে পারেন। ওড়নার সঙ্গে পোশাক মেলাতে অত ভাবাভাবির কিছু নেই। ওড়নার রং থেকে যেকোনো একটি রং নিয়ে তৈরি করে নিতে পারেন পছন্দের কামিজ। কামিজ কেবল নয়; ফতুয়া, কুর্তা, টপের সঙ্গেও পরতে পারেন নানা রঙের ওড়না। নিত্যকার বন্ধুদের আড্ডা থেকে শুরু করে জমকালো দাওয়াত সব উপলক্ষকেই রঙিন করতে পারে নানা রঙের ওড়না। তবে ওড়নার রংটা যখন গাঢ় হবে, কামিজ-কুর্তার রংটা কোমল হলেই ভালো লাগবে। একরঙা কামিজের সঙ্গে জমকালো নকশার কয়েক রঙের ওড়না বেছে নিতে পারেন। ওড়নার একটি রঙে কিংবা ওড়নার বিপরীত রঙেও কামিজ, কুর্তা বেছে নিতে পারেন।

কোথায় পাবেন, কেমন দাম

নানা রঙের ওড়না পেতে ফ্যাশন হাউসগুলোতে ঘুরে দেখতে পারেন। এ ছাড়া আজিজ সুপার মার্কেট, নিউমার্কেট, গাউছিয়া, চাঁদনী চকে পাবেন ওড়নার সুবিশাল সংগ্রহ। রঙ-এ খাদির শেডের ওড়না পাবেন ৩০০-৫০০ টাকায়, সুতির শেডের ওড়না ৩৩০-৬৫০ টাকায়, টাইডাই ওড়না ৩৩০-৪৫০ টাকায়, টাইডাইয়ের ওপর ব্লক ও স্ক্রিন প্রিন্টের ওড়না পাবেন ৪৫০-৬৫০ টাকায়। প্রবর্তনায় সুতির শিবোরি ওড়না পাবেন ৬৫০-৭৫০ টাকায়, সিল্কের শিবোরি ওড়না পাবেন ৭৫০-১৬০০ টাকায়। দেশালে শেডের সুতি ও খাদির ওড়না পাবেন ২২০-৩৫০ টাকায়। প্রাইডে সুতির রঙিন শেডের ওড়না পাবেন ২৭০-২৯০ টাকায়, শেডের ব্লকের ওড়না ৪০০-৫৫০ টাকায়। চাঁদনী চক, গাউছিয়ায় সুতি শেডের ওড়না পাবেন ১৫০-২৫০ টাকায়, শিফনের শেডের ওড়না পাবেন ২০০-২২০ টাকায়।

Related Posts:

  • শাড়িতে আড়াল হোক ভারী গড়ন শাড়ি... ১২হাত লম্বা সেলাইবিহীন এই পরিধেয় বস্ত্র বাঙালি নারীদের কাছে আজ আর শুধু পোশাক হিসেবে নয়, বরং ঐতিহ্য হিসেবেই বিবেচিত … Read More
  • সৌন্দর্যের জন্য যে ৫টি কাজ ঘুমানোর আগে করবেন সুন্দর ত্বক তো সবাই চায়। উজ্জ্বল ব্রণ মুক্ত ত্বক পেতে প্রতিদিন রাতে ঘুমাতে যাওয়ার আগে ত্বকের কিছু যত্ন নেয়া প্রয়োজন। খুব বেশি কঠিন কোনো যত্ন ন… Read More
  • ফ্ল্যাট স্যান্ডেলে স্বাস্থ্য ঝুঁকি! সাবরিনা আমান রিভি বর্তমান সময়ে সকলের পায়ে দেখা যায় ফ্লিপ ফ্লপ বা ফ্ল্যাট স্যান্ডেল। সহজে চলাফেরা করার জন্য এবং দীর্ঘ সম… Read More
  • স্লিম থাকার উপায় খাবারটা যে নিয়ম মেনে খেতে হয় তা অনেকেই মনে করেন না। ইচ্ছামতো খাওয়ার ফলে শরীরটা যে নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে সেদিকেও খেয়াল থাকে না। ফলে শরীর… Read More
  • হাল ফ্যাশনে এখন নিয়ন রঙ! সেই একই হালকা আর অনুজ্জ্বল রঙের পোশাক পরতে পরতে বিরক্ত হয়ে গিয়েছেন? তাহলে এখনই সময় রঙিন হওয়ার। মনের রঙ লাগিয়ে নিন আপনার পোশাকেও।… Read More

0 comments:

Post a Comment

" কিছু স্বপ্ন আকাশের দূর নীলিমাক ছুয়ে যায়, কিছু স্বপ্ন অজানা দূরদিগন্তে হারায়, কিছু স্বপ্ন সাগরের উত্তাল ঢেউ-এ ভেসে যায়, আর কিছু স্বপ্ন বুকের ঘহিনে কেদে বেড়ায়, তবুও কি স্বপ্ন দেখা থেমে যায় ? " সবার স্বপ্নগুলো সত্যি হোক এই শুভো প্রার্থনা!