এই দুষ্টু ছেলে, কি দেখো?


এই দুষ্টু ছেলে, কি দোখো?- একটা মিষ্টি মেয়েকে দেখি!


- কে সে?


-তুমি!


-আচ্ছা, তুমি ক্লাস করো নাকি শুধু আমাকেই দেখো?


-কি জানি, তোমার দিকেই তাকিয়ে থাকি তো তাই বলতে পারবো না!


-কেন এসব করো?


-তোমাকে যে ভালোবাসি তাই!


-মিথ্যে কথা, এটা তোমার ছলনা!


-ছেলেরা ছলনা করতে জানে না,কারন ছেলেরা একটু মাথা মোটা হয়!


-হইছে, এখন ক্লাসে মনোযোগ দাও!


- নাহ, আমার মনোযোগ তুমি, কি হলো কথা বলবা না? ঠিক আছে!


কিছুক্ষন পর…..


-এই মেয়ে এদিক ওদিক কাকে খুজো?


-তোমাকে, তুমি সামনে থেকে পিছনে গেলে কেন?


-দেখলাম, তুমি আমাকে খুজো কি না!


-ফাজলামি করবা না, সামনে আসো, পিছনে ফিরলে স্যার বকা দিবে!


-ওকে, পিছনে ফিরতে হবে না!


-বাজে কথা বলবানা, তোমাকে পাশে না দেখলে ক্লাস করতেই ভালো লাগে না!


-তাই? এতো টান?


-সামনে আসবা কি না বলো?


-ওকে বাবা, আসতেছি!


ঘন্টা পরে গেলো….পাশ থেকে বন্ধু ধাক্কা দিয়ে বললো” দোস্ত, মেয়েটার সাথে আর কতো চোখে কথা বলবি?”


আমি বললাম” সারা জীবন এভাবে কথা বলার সুখটা পেতে চাই রে দোস্ত, চোখের ভাষা কতো যে মধুর হয় বলে হয়তো বুঝাতে পারবো না”!


ভালোবাসা এমনি….

Related Posts:

  • কুমারিত্বের বিসর্জন ১. মাত্র ২ সপ্তাহ হলো নতুন বাসায় উঠেছে অর্নব। নিচতলায় এক রুমের একটি ছোট্ট বাসা। পড়ালেখা একটি প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের বিবিএতে। নতুন বাসার উ… Read More
  • সে তো তুমি দূরের আকাশে যাকে খুঁজি, সে তো তুমি দিগন্ত নিলীমায় যার ছবি আঁকি, সে তো তুমি সাগরের তরঙ্গে যাকে খুঁজি, সে তো তুমি নদীর বাঁকে বাকেঁ যাকে খুঁজি , … Read More
  • শাস্তি জীবিত বা মৃত কারো সংগে গল্পের কোন চরিত্রের মিল নেই। মিলে গেলে কাকতাল মাত্র। খাঁটি বাংলাতে বললে, চরম এক ছেঁকা খেয়ে নিলয় পাগল প্রায়। উচ্চ শ… Read More
  • সত্যি মরে যাব ডান পায়ের জুতোটা ছিড়ে গেছে । হাঁটতে গিয়ে টের পেলাম । এই যাহ্‌ ! এমনিতেই মাসের শেষ । তার উপর ২ দিন পর সুমির জন্মদিন । আমি ৩ টা টিউশন করে তার পড়… Read More
  • ভালবাসা নয়, ভাললাগা একটা মেয়ে রাস্তা দিয়ে হেটে যাচ্ছে। সে বুঝতে পারলো একটা ছেলে থাকে অনুসরণ করছে। কিছুক্ষণ যাওয়ার পর মেয়েটা দাড়িয়ে রইল এবং পিছনে ফিরে দেখল যে ছেলেট… Read More

0 comments:

Post a Comment

" কিছু স্বপ্ন আকাশের দূর নীলিমাক ছুয়ে যায়, কিছু স্বপ্ন অজানা দূরদিগন্তে হারায়, কিছু স্বপ্ন সাগরের উত্তাল ঢেউ-এ ভেসে যায়, আর কিছু স্বপ্ন বুকের ঘহিনে কেদে বেড়ায়, তবুও কি স্বপ্ন দেখা থেমে যায় ? " সবার স্বপ্নগুলো সত্যি হোক এই শুভো প্রার্থনা!