Happy New Year 2014 / হ্যাপি নিউ ইয়ার ২০১৪


আগামী দিনের সূর্যোদয় হোক, তোমার চোখে চোখ রেখে !
হাতে হাত রেখে শুরু হোক আগামী দিনের পথ চলা !
নির্ভাক ঠোটের ইশারায় প্রকাশিত হোক, দু রিদয়ের অপ্রকাশিত ভাষাগুলো !
সে ভাষা ছন্ধময় হোক, দু রিদয়ের উষ্ণ নিঃশ্বাসে !
 সে ভাষা লেখা হোক, আমাদের বুকের কর্দমাক্ত ঘামের দেয়ালে !
এমনি সুখের স্পর্শে অতিবাহিত হোক, তোমার আগামী বছরের প্রতিটি মুহূর্ত,
পুরাতন বছরের বিদায়ীলগ্নে এই শুভ কামনা রইলো !

শুভ নববর্ষ - ২০১৪

0 comments:

Post a Comment

" কিছু স্বপ্ন আকাশের দূর নীলিমাক ছুয়ে যায়, কিছু স্বপ্ন অজানা দূরদিগন্তে হারায়, কিছু স্বপ্ন সাগরের উত্তাল ঢেউ-এ ভেসে যায়, আর কিছু স্বপ্ন বুকের ঘহিনে কেদে বেড়ায়, তবুও কি স্বপ্ন দেখা থেমে যায় ? " সবার স্বপ্নগুলো সত্যি হোক এই শুভো প্রার্থনা!

Follow me