অনার্য মেয়ে


বন্ধুর পথ বেয়ে যখন হাঁটো__ ধানক্ষেতের মতোন নিতম্ব দোলে__

বক্ষে এক জোড়া ব্যাঙ ক্রমাগত নাচে__আদিবাসি ধাঁচে।

অনার্য মেয়েদের কথা মনে হয়__মনে হয় আবহমান বাংলা রূপ

প্রেমের জন্য অনিবার্য ছিলো ধুঁপ

আজ মানুষ কেমন বেশ্যা আর বেশ্যার দালাল হয়ে উঠেছে।

তোমার চোখে মুখে চুলে স্তনে হাতের আঙুলে মুত্তিকার ঘ্রাণ

তুমি কৃত্রিমতাহীন এক স্বতঃস্ফূর্ত মানবী__

মনে হয় মাটির তল থেকে আমিআঁটির মতোন ভোগা চেলে অঙ্কুরিত হয়েছো :

আধুনিক প্রসাধনীর ঘ্রাণ একদম ভালো লাগেনা আমার__

তুমি হেঁটে চলে উঁচুনিচু বনপথ__তোমার বুকের পরে নেচে নেচে যাক

হোলা ব্যাঙ__তাই দেখে ভরে যাক মন__দুরিভূত হোক আমার ঢ্যাঙ।

0 comments:

Post a Comment

" কিছু স্বপ্ন আকাশের দূর নীলিমাক ছুয়ে যায়, কিছু স্বপ্ন অজানা দূরদিগন্তে হারায়, কিছু স্বপ্ন সাগরের উত্তাল ঢেউ-এ ভেসে যায়, আর কিছু স্বপ্ন বুকের ঘহিনে কেদে বেড়ায়, তবুও কি স্বপ্ন দেখা থেমে যায় ? " সবার স্বপ্নগুলো সত্যি হোক এই শুভো প্রার্থনা!