মিথ্যে বলা


রাজনীতি মানেই কি

মিথ্যে বলা!

নীতিহীন হয়ে নাকি

পথ চলা!

পথসভা, জনসভা

যেখানেই যাই,

মিথ্যে প্রতিশ্রুতি

নীতি একটাই।

অন্যের দোষটাকেই

শুধু তুলে ধরে,

সাধু সেজে রাজনীতি

করে যায় ওরে।

দেশ নিয়ে ভাবে

এখন ক’জন!

ভোট এলে তৈরি

হয় যে স্বজন।

ভোট যদি চলে যায়

নবপথ চলা,

জনতাকে শুধু শুধু

মিথ্যে বলা।

0 comments:

Post a Comment

" কিছু স্বপ্ন আকাশের দূর নীলিমাক ছুয়ে যায়, কিছু স্বপ্ন অজানা দূরদিগন্তে হারায়, কিছু স্বপ্ন সাগরের উত্তাল ঢেউ-এ ভেসে যায়, আর কিছু স্বপ্ন বুকের ঘহিনে কেদে বেড়ায়, তবুও কি স্বপ্ন দেখা থেমে যায় ? " সবার স্বপ্নগুলো সত্যি হোক এই শুভো প্রার্থনা!