দূরের আকাশে যাকে খুঁজি, সে তো তুমি
দিগন্ত নিলীমায় যার ছবি আঁকি, সে তো তুমি
সাগরের তরঙ্গে যাকে খুঁজি, সে তো তুমি
নদীর বাঁকে বাকেঁ যাকে খুঁজি , সে তো তুমি
তোমার খোঁজে ঘুরি আঁকাশের নিলিমায়, সাগরের জলকণায় দিগবিদিকে।
প্রতিটি পলক যাকে নিয়ে, সে তো তুমি
প্রতিটি নিঃশ্বাসে যাকে নিয়ে, সে তো তুমি
প্রতিটি শ্রবণে যার ধ্বনি, সে তো তুমি
প্রতিটি উচ্চারণে যার বানী, সে তো তুমি
তোমায় খুঁজি অপলক নয়নে, ঘন নিঃশ্বাসে, শ্রবণে উচ্চারণে প্রতিটি ক্ষনে।
হাজার ভীড়ের মাঝে যাকে খুজি, সে তো তুমি
একাকি নীড়ের সাঁজে যাকে খুঁজি, সে তো তুমি
ক্লান্ত দুপুরে যাকে খুঁজি, সে তো তুমি
স্নিগ্ধ সকালে যাকে খুজি, সে তো তুমি
তোমায় খুঁজি একাকি পথে মুগ্ধ বিকাল, রাত্রি গভীর অন্ধকারে।
তৃষিত হৃদয়ে যাকে খুঁজি , সে তো তুমি
হৃদয় পটে যার ছবি আঁকি, সে তো তুমি
প্রতিটি আঁচড়ে যাকে অনুভবি, সে তো তুমি
স্মৃতির বাঁকে যাকে খুঁজি, সে তো তুমি
খুঁজি তোমায় তৃষিত হৃদয়ে স্মৃতির মাঝে, চিন্তা গুলির দৃশ্যপটে।
মিষ্টি রোদে খুঁজছি যারে, সে তো তুমি
চাঁদের আলোয় খুঁজছি যারে, সে তো তুমি
একলা পথে খুঁজছি যারে, যে তুমি
চুপটি করে ভাবছি যারে, সে তো তুমি
ভাবছি যাবো চলবো দূরে হাতের ফাঁকে হাত ঢুকিয়ে, মিষ্টি আলোয় সঙ্গোপনে।
শুনছি তোমার মিষ্টি ধ্বনি আপন মনে
দেখছি তোমার নয়ন জোড়া নিষ্পলকে
বিভোর তোমার হাসির দেশে তন্মযে
বাসবো ভালো তোমায় আমি হৃদয় দিয়ে
জড়িয়ে নিবো তোমায় আমি আপন করে।
0 comments:
Post a Comment