মধু ভাগ বুঝে না


ভেতরে একটা পশুর বসতি

হিংস্রতার মোড়কে যে পথ চলে,

মাঝে মাঝে লোক দেখানো নীতিকথার

বুলি আওড়ায়;

মধু ভাগ বুঝে না, শুধু নিজেরটাই বুঝে।

পদাঘাত যতই করনা কেন-

রাস্তা কি প্রতিবাদ করে!

কাঁদা মাটির রাস্তায় পথ চলার দক্ষতা

কাউকে শিখিয়ে দিতে হয় না

পথিক আপনা থেকে শিখে নেয়।

ধর্ম শিক্ষা তো শিশু আর বৃদ্ধের কাজ,

মাঝখানে বসতি সমাজ সংস্কারকদের

যারা লোকদেখানো কার্যাদি ভুলেনা কখনো।

সামনের পথ ছোট

অনেক, অনেক ছোট;

তাই আদি অন্ত সবটুকু বুঝ।

0 comments:

Post a Comment

" কিছু স্বপ্ন আকাশের দূর নীলিমাক ছুয়ে যায়, কিছু স্বপ্ন অজানা দূরদিগন্তে হারায়, কিছু স্বপ্ন সাগরের উত্তাল ঢেউ-এ ভেসে যায়, আর কিছু স্বপ্ন বুকের ঘহিনে কেদে বেড়ায়, তবুও কি স্বপ্ন দেখা থেমে যায় ? " সবার স্বপ্নগুলো সত্যি হোক এই শুভো প্রার্থনা!