অতিরিক্ত যোগ্য মেয়ের বিয়ে হয় না

‘লেখাপড়া করে যে, গাড়ি-ঘোড়া চড়ে সে’। চীনের মেয়েরা লেখাপড়ায় ভালো হলে, ভালো চাকরি করলে গাড়ি তো চড়েই আরও অনেক সুখই পায়। পায় না শুধু বর। বেশি যোগ্য নারীর বিয়ে হয় না!

ফাইল ছবি। অবিশ্বাস্য হলেও সত্য, চীনে নিজের যোগ্যতায় খুব সফল মেয়েদের বিয়ে হচ্ছে না। বয়স ৩৫ বছরের বেশি 
  
images

হলে মেয়ের আর বিয়ে হবে না- চীনে এটা মোটামুটি ধরেই নেওয়া যায়। অথচ লেখাপড়া শেষ করে ভালো একটা অবস্থান তৈরি করতে গেলে বয়স ৩৫ তো হতেই পারে! কিন্তু চীনের পিতৃতান্ত্রিক সমাজ ব্যবস্থা এবং এক সন্তান নীতির কারণে একদিকে যেমন মেয়ের সংখ্যা কমের দিকে, তেমনি বিয়ের ব্যাপারে পুরুষের বায়নাও বেড়েই চলেছে। 

পুরুষশাসিত সমাজে পুরুষ সাধারণত নিজেকে নারীর চেয়ে উন্নততর, অপেক্ষাকৃত ক্ষমতাবানের জায়গায় দেখতে চায়। পুরুষদের এমন চিন্তাই সমস্যায় ফেলছে চীনের পঁয়ত্রিশোর্ধ্ব শিক্ষিত মেয়েদের।দুশ্চিন্তা শুরু হয় আরও আগে থেকে।

0 comments:

Post a Comment

" কিছু স্বপ্ন আকাশের দূর নীলিমাক ছুয়ে যায়, কিছু স্বপ্ন অজানা দূরদিগন্তে হারায়, কিছু স্বপ্ন সাগরের উত্তাল ঢেউ-এ ভেসে যায়, আর কিছু স্বপ্ন বুকের ঘহিনে কেদে বেড়ায়, তবুও কি স্বপ্ন দেখা থেমে যায় ? " সবার স্বপ্নগুলো সত্যি হোক এই শুভো প্রার্থনা!