প্রেমের ফাঁদে ফেলে যৌনপল্লীতে বিক্রি


ঢাকা : যশোরের মনিরামপুরে প্রেমের ফাঁদে ফেলে ব্লাকমেইল করে এক কলেজছাত্রীকে যৌনপল্লীতে বিক্রি করে দিয়েছে কথিত প্রেমিক। পুলিশের অভিযানে ওই কলেজছাত্রীকে উদ্ধারের পর প্রতারক প্রেমিকসহ ৩ জনের বিরুদ্ধে মামলা হয়েছে।

সোমবার মনিরামপুর থানায় এ মামলা করেছেন ঘটনার শিকার কলেজছাত্রীর বাবা। মামলার আসামিরা হলো, প্রতারক প্রেমিক মনিরামপুর উপজেলার ডাঙ্গা মহিষদিয়া গ্রামের ছালাম মোল্লার ছেলে খুলনা বিএল কলেজের ছাত্র সাবি্বর হোসেন শিমুল, তার সহযোগী একই গ্রামের রোস্তম আলীর ছেলে রানা এবং পার্শ্ববর্তী পাড়িয়ালী গ্রামের প্রণব দাসের ছেলে লোকনাথ দাস।

মনিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশাররফ হোসেন জানান, ওই কলেজছাত্রীর সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলে প্রতারক শিমুল। গত ১০ সেপ্টেম্বর যশোরের একটি নার্সিং হোমে চাকরি দেয়ার কথা বলে সে ওইমেয়েকে ফুসলিয়ে যশোর শহরে নিয়ে আসে।

এরপর সেখান থেকে তাকে খুলনার দৌলতপুরে নিয়ে যায়। দৌলতপুরের একটি কাজী অফিসে নিয়ে ৫০ হাজার টাকা কাবিনে বিয়েও করে তাকে। এরপর স্বামী-স্ত্রী হিসেবে এক সঙ্গে থাকার কথা বলে ১১ সেপ্টেম্বর তাকে নিয়ে যায় ফুলতলার যৌনপল্লীতে। এরপর দুই বন্ধুর সহযোগিতায় তাকে ২০ হাজার টাকায় বিক্রি করে দেয় শিমুল। ঘটনা জানার পর ছাত্রীর বাবা অভিযোগে স্থানীয়রা প্রশাসনের সহযোগিতায় ফুলতলা থানা পুলিশ ১৯ সেপ্টেম্বর অভিযান চালিয়ে ওই পল্লী থেকে তাকে উদ্ধার করে। উদ্ধার হওয়া ওই ছাত্রী পুলিশের কাছে তাকে নিয়ে যেভাবে প্রতারণা করা হয়েছিল তার বর্ণনা দেয়। সোমবার এ ঘটনায় ওই মেয়ের বাবা বাদী হয়ে মামলা করেছেন।

Related Posts:

  • লাল রঙের ব্রা নিষিদ্ধ! লন্ডনে অবস্থিত আন্তর্জাতিক আইন সংস্থা বারউইন লেইটন পেইসনারে প্রশিক্ষণরত মহিলা আইনজীবীদের জন্য লাল রঙের ব্রা নিষিদ্ধ করা হয়েছে।এটিকে অতি মাত্রা… Read More
  • সমকামিতা: কেবলই কি বিকৃত যৌনতা?   ঢাকা : পৃথিবীর অনেক দেশেই সমকামিতাকে দেয়া হয়েছে বৈধতা, সমকামী প্রেমিক যুগলদের বিয়ের জন্য আইনও পাশ হয়েছে দেশে দেশে। এখনও অনেক দেশে আন্… Read More
  • পোশাক দুধের তৈরি!   আন্তর্জাতিক: আশ্চর্য হলেও সত্য। সম্প্রতি দুধের তৈরি পোশাক পরে ক্যামেরায় পোজ দিয়েছেন কয়েকজন মডেল। ছবি তুলেছেন লন্ডনের ফটোগ্রাফার জারোস্লে… Read More
  • ঢাকায় লিভ টুগেদার বাড়ছে   ঢাকা : ঢাকায় লিভ টুগেদার বাড়ছে। মধ্যবিত্ত ঘরের যুবক-যুবতীরা লিভ টুগেদারে আগ্রহী হয়ে উঠছে। এ কারণে বাড়ছে খুনের মতো অপরাধও। গ্রাম থেক… Read More
  • ডিজিটাল যৌন ব্যবসার কিছু অজানা কথা!   ডিজিটাল যৌন ব্যবসার কিছু অজানা কথা। যে কথা হয়ত কখনই জানা হয়ে ওঠেনা।হয়ত মানুষ সেভাবে ভাবেও না। ব্যস্ত এই শহরের পর্দার বাইরের খবর আমরা ক… Read More

0 comments:

Post a Comment

" কিছু স্বপ্ন আকাশের দূর নীলিমাক ছুয়ে যায়, কিছু স্বপ্ন অজানা দূরদিগন্তে হারায়, কিছু স্বপ্ন সাগরের উত্তাল ঢেউ-এ ভেসে যায়, আর কিছু স্বপ্ন বুকের ঘহিনে কেদে বেড়ায়, তবুও কি স্বপ্ন দেখা থেমে যায় ? " সবার স্বপ্নগুলো সত্যি হোক এই শুভো প্রার্থনা!