(১)
এ জীবনে শুধু তুমি
এ ভুবনে শুধু তুমি
এই অন্তরে শুধু তুমি
ভালোবাসা শুধু তুমি ।
(২)
যৌবনে শুধু তুমি
বৃদ্ধকালে শুধু তুমি
পরপারেও শুধু তুমি
ভালোবাসা শুধু তুমি ।
(৩)
আশার আলোয় শুধু তুমি
নিরাশায়ও শুধু তুমি
কল্পনাতেও শুধু তুমি
ভালোবাসা শুধু তুমি ।
(৪)
জোছনা রাতে শুধু তুমি
অমাবস্যায় শুধু তুমি
স্বত্ত্বা জুড়ে শুধু তুমি
ভালোবাসা শুধু তুমি ।
(৫)
চোখের তারায় শুধু তুমি
মুখের কথায় শুধু তুমি
নিঃশ্বাসে শুধু তুমি
ভালোবাসা শুধু তুমি ।
(৬)
অতীত স্মৃতি শুধু তুমি
ভাবি দিনেও শুধু তুমি
স্বপ্নালোকে শুধু তুমি
ভালোবাসা শুধু তুমি ।
0 comments:
Post a Comment