ভালোবাসা শুধু তুমি


(১)


এ জীবনে শুধু তুমি


এ ভুবনে শুধু তুমি


এই অন্তরে শুধু তুমি


ভালোবাসা শুধু তুমি ।


(২)


যৌবনে শুধু তুমি


বৃদ্ধকালে শুধু তুমি


পরপারেও শুধু তুমি


ভালোবাসা শুধু তুমি ।


(৩)


আশার আলোয় শুধু তুমি


নিরাশায়ও শুধু তুমি


কল্পনাতেও শুধু তুমি


ভালোবাসা শুধু তুমি ।


(৪)


জোছনা রাতে শুধু তুমি


অমাবস্যায় শুধু তুমি


স্বত্ত্বা জুড়ে শুধু তুমি


ভালোবাসা শুধু তুমি ।


(৫)


চোখের তারায় শুধু তুমি


মুখের কথায় শুধু তুমি


নিঃশ্বাসে শুধু তুমি


ভালোবাসা শুধু তুমি ।


(৬)


অতীত স্মৃতি শুধু তুমি


ভাবি দিনেও শুধু তুমি


স্বপ্নালোকে শুধু তুমি


ভালোবাসা শুধু তুমি ।

0 comments:

Post a Comment

" কিছু স্বপ্ন আকাশের দূর নীলিমাক ছুয়ে যায়, কিছু স্বপ্ন অজানা দূরদিগন্তে হারায়, কিছু স্বপ্ন সাগরের উত্তাল ঢেউ-এ ভেসে যায়, আর কিছু স্বপ্ন বুকের ঘহিনে কেদে বেড়ায়, তবুও কি স্বপ্ন দেখা থেমে যায় ? " সবার স্বপ্নগুলো সত্যি হোক এই শুভো প্রার্থনা!