কফি ঠান্ডা হয়ে যাচ্ছে



- আমার বিয়ে ঠিক হয়ে যাচ্ছে আর

তুমি পইড়া আছো কফি নিয়া !

বাইরে বৃষ্টি হচ্ছে । ক্যাফের

রাস্তামূখী কাঁচেরদেয়ালটাতে

বৃষ্টির ছাঁট এসে লাগছে ।

-চুলটা মোছ ,ঠান্ডা লেগে যাবে ।

-মুছতে হবে না চুল ।

যেটা বলতে এসেছ বল ।

-আমার না তোমার কিছু বলার কথা ।

তুমি আসতে বলস্ ।

-যা বলব সেটা তো জানই,নাকি?

আজকের কথা তো আর না ।এখন বল

ডিসিশান কি ।

বিয়া করতে পারবা কি না । হুম ?

এক মিনিটের নীরবতা । কিন্তু যেন

এক যুগের মনে হয় ছেলেটার কাছে ।

মনে হয় এই নীরবতা যেন আর

না ফুরায় । আর মেয়েটার ? অসহ্য

লাগে । অধ্যৈর্য প্রশ্ন মেয়েটার ,

- কি !! কথা বল না কেন ? তখন তো খুব

বলসিলা হেন করবা ,

পালায়া যাবা , তেন করবা । এখন !!!!

মেয়েটার উঁচু গলায় ক্যাফের সবাই

বিরক্ত চোখে তাকায় ।

-কিছু করতে পারবা না , এই তো?

আরেক মিনিটের নীরবতা সেশন ।

কফির মগ থেকে মৃদু ধোঁয়া উঠতেই

থাকে ।

- জানতাম । তোমার মত ছেলেদের

কাছে এটাই আশা করা যায় ।

জানতাম আমি ।

ক্ষোভে চোখে জল

চলে আসে মেয়েটার । ছেলেটার

মাথা নীচু ,যেমনটা শুরু থেকেই

ছিল । একবারের জন্যও মেয়াটার

চোখে তাকাতে পারেনা সে । এমন

সময় আসবে এটা দুজনেরই জানা ছিল

অনেক আগে থেকেই । তবু কেন এত কষ্ট

হচ্ছে বুঝতে পারেনা কেউই ।।

-আমারই ভূল

হয়েছে তোমাকে বিশ্বাস করা ।

ক্যাফে থেকে ছুটে বেরিয়ে যায়

মেয়েটা ।

এরকমই এক বর্ষার

দিনে দেখা হয়েছিল ওদের ।শুরু

হয়েছিল ভালোবাসার এই গল্প ।

চার বছর আগে সেটা । প্রথম প্রেমের

তীব্রতায় জাত-পাত

টাকাপয়সাকে ফিকে মনে হয়েছিল

তখন । কিন্তু চার বছর চোখ ফোটার

জন্য যথেষ্ট সময় । এই বর্ষায়

গল্পটা শেষ হল ।

কিছুক্ষন কফির মগ

নাড়াচাড়া করে ছেলেটাও

বেরিয়ে পড়ে বৃষ্টির মধ্যে । ভয় কি !

আজ রাতে কেউ বৃষ্টিতে ভেজার

অপরাধে ন্যাকা সূরে বকবে না।

২।

আধঘন্টা পর ।

একই ক্যাফে ।

একই টেবিল ।

দু’মগ কফি ।

আর সদ্য

কৈশোরে পা দেয়া দুটো ছেলেমেয়ে।

-আমার ভীষন ভয় করতেসে ।

মাসীমা জানতে পারলে আমাকে খুনই

করে ফেলবে ।

-এত ভয় পাও ক্যান ? আমি আছি না !

দরকার হলে পালায়া যাব । তোমার

জন্য আমি জাহান্নামে পুড়তেও

রাজি ।

দু’জনের ঠোঁটে হাসির আভা ।

মেয়েটার হাতে হাত

রাখে ছেলেটা । নিরাপত্তার

উষ্ণতা ঢেকে দেয় সব ভবিষ্যতের

দুশ্চিন্তা ।

বৃষ্টির ছাঁট পড়তেই

থাকে রাস্তামূখী কাঁচের

দেয়ালটায় । কফির ধোঁয়া ।

কে জানে , কোন বর্ষায় এই গল্পটাও

শেষ হয়ে যাবে হয়তো ।

0 comments:

Post a Comment

" কিছু স্বপ্ন আকাশের দূর নীলিমাক ছুয়ে যায়, কিছু স্বপ্ন অজানা দূরদিগন্তে হারায়, কিছু স্বপ্ন সাগরের উত্তাল ঢেউ-এ ভেসে যায়, আর কিছু স্বপ্ন বুকের ঘহিনে কেদে বেড়ায়, তবুও কি স্বপ্ন দেখা থেমে যায় ? " সবার স্বপ্নগুলো সত্যি হোক এই শুভো প্রার্থনা!