ত্বকের যত্নে আলু


ত্বকে ব্রণ নিয়ে চিন্তিত নন, এমন নারী খুবই কম। বিশেষ করে তরুণীরা ব্রণের সমস্যায় বেশি ভোগেন।ব্রণের কারণে ত্বকের ‌সৌন্দর্য ঠিকমতো ফুটে উঠে না।



ত্বকে ব্রণের সমস্যা হয় সাধারণত বংশগত, হরমোনের পরিবর্তনে,জমে থাকা ধূলাময়লা,অপরিচ্ছন্ন তোয়ালে গামছা ব্যবহার, ভিটামিনের অভাব,অতিরিক্ত তৈলাক্ত ত্বক কিংবা অতিরিক্ত তৈলাক্ত খাবার খেলে।  ব্রণ থেকে মুক্তি পেতে আপনার হাতের নাগালে রয়েছে এমন কিছু যা হয়তো আপনি জানেন না। হ্যাঁ, আপনার হাতের নাগালে থাকা এক টুকরো আলু আপনাকে মুক্তি দিতে পারে ব্রণ থেকে।



হ্যাঁ, খাদ্যগুণের পাশাপাশি আলুর রয়েছে কিছু ঔষধিগুণও। বাইরে থেকে ঘরে ফিরে আলু গোল গোল করে কেটে মুখে লাগালে ত্বক সুন্দর হয়। আলুবাটার সঙ্গে মধু মিশিয়ে পেস্ট করে ত্বকে লাগালে তা দাগ দূর করে ত্বক উজ্জ্বল ও মসৃন করে।



আলু ও নিমপাতা বেটে পেস্ট করে নিয়মিত লাগালে ত্বকে ব্রণ ওঠে না।পুড়ে যাওয়া ত্বকে আলুর রস লাগালে প্রশান্তি পাওয়া যায়। সেইসঙ্গে তা পোড়া দাগ দূর করে। এছাড়া ব্রণ থেকে মুক্তি পেতে নিয়মিত পানি, শাকসবজি, ফলমূল খেতে হবে। সেইসঙ্গে পরিস্কার পরিচ্ছন্ন থাকতে হবে। ত্বকে ব্রণের বেশি সমস্যা হলে চিকিৎসকের পরামর্শ নিতে হবে।

Related Posts:

  • ধূমপান ছেড়ে দিলে বেড়ে যায় মেদ সাম্প্রতিক এক গবেষণায়  স্পষ্ট হয়েছে যে, ধূমপান ছেড়ে দিলে ওজন বেড়ে যায়৷এর মাধ্যমে দীর্ঘদিন যাবত বিরাজমান এ বিষয়ের  জল্পনা-কল্পনার অব… Read More
  • রয়েল টাইগার এনার্জি ড্রিংকে বিপজ্জনক রাসায়নিক এনার্জি ড্রিংক’নামে মানুষ যা খাচ্ছে তা কতটুকু স্বাস্থ্যকর? যারা বাজার থেকে এসব এনার্জি ড্রিংক পান করছেন তারা হয়তো ভাবছেন যেহেতু এ ধরনের পণ্যের… Read More
  • লিভার অকেজোর ১০ কারণ মানুষের শরীরের সবচেয়ে গুরুত্বপূর্ণ অভ্যন্তরীণ অঙ্গ-প্রত্যঙ্গের মধ্যে একটি হচ্ছে লিভার বা যকৃৎ। লিভারের সুস্থতার ওপর নির্ভর করে শারীরিক সুস্থতা… Read More
  • বাদামের যত পুষ্টি আমরা সাধারণত পার্কে বসে কিংবা অবসর সময়টা দ্রুততার সাথে কাটাতে সঙ্গী হিসেবে বাদামকেই বেশি প্রাধান্য দিই। মজার ব্যাপার হলো, অবসরের সঙ্গী এই বাদা… Read More
  • আয়রনের উৎসগুলো রক্তে অক্সিজেন পরিবহনব্যবস্থায় আয়রনের উপস্থিতি থাকায় রক্ত সংবহনতন্ত্রের একটি গুরুত্বপূর্ণ উপাদান আয়রন বা লৌহ। আয়রনের অভাবে অ্যানিমিয়া নামের রোগ… Read More

0 comments:

Post a Comment

" কিছু স্বপ্ন আকাশের দূর নীলিমাক ছুয়ে যায়, কিছু স্বপ্ন অজানা দূরদিগন্তে হারায়, কিছু স্বপ্ন সাগরের উত্তাল ঢেউ-এ ভেসে যায়, আর কিছু স্বপ্ন বুকের ঘহিনে কেদে বেড়ায়, তবুও কি স্বপ্ন দেখা থেমে যায় ? " সবার স্বপ্নগুলো সত্যি হোক এই শুভো প্রার্থনা!