অনার্য মেয়ে


বন্ধুর পথ বেয়ে যখন হাঁটো__ ধানক্ষেতের মতোন নিতম্ব দোলে__

বক্ষে এক জোড়া ব্যাঙ ক্রমাগত নাচে__আদিবাসি ধাঁচে।

অনার্য মেয়েদের কথা মনে হয়__মনে হয় আবহমান বাংলা রূপ

প্রেমের জন্য অনিবার্য ছিলো ধুঁপ

আজ মানুষ কেমন বেশ্যা আর বেশ্যার দালাল হয়ে উঠেছে।

তোমার চোখে মুখে চুলে স্তনে হাতের আঙুলে মুত্তিকার ঘ্রাণ

তুমি কৃত্রিমতাহীন এক স্বতঃস্ফূর্ত মানবী__

মনে হয় মাটির তল থেকে আমিআঁটির মতোন ভোগা চেলে অঙ্কুরিত হয়েছো :

আধুনিক প্রসাধনীর ঘ্রাণ একদম ভালো লাগেনা আমার__

তুমি হেঁটে চলে উঁচুনিচু বনপথ__তোমার বুকের পরে নেচে নেচে যাক

হোলা ব্যাঙ__তাই দেখে ভরে যাক মন__দুরিভূত হোক আমার ঢ্যাঙ।

Related Posts:

  • মোবাইল প্রেমের একটা কাহিনী সময়টা ২০০৫ বা তার কাছাকাছি , গাইবান্ধা সরকারী কলেজের মাঠে কতগুলো ছেলে গোল হয়ে আড্ডা দিচ্ছে । এখন ১ বা দেড় টাকায় যেখানে ১ মিনিট কথা বলাযায়… Read More
  • একটি সত্যি ভালোবাসার গল্প সপ্না আর নিলয় ছোট বেলা থেকেই একসাথে বড় হয়। সপ্নার বাবা ট্যাক্সি চালায়, আর নিলয়ের বাবা একজন হোমিওপ্যাথি ডাক্তার। দুই ফ্যামিলির মধ্যে সম্পর… Read More
  • পরকীয়া আর আত্নহত্যা মাত্র এক সাপ্তাহের ব্যাবধানে ৪ টি তাজা প্রান অকালে প্রান হারালো সামাজিক বেশ্যাবৃত্তির কারনে। শিশু সামিউল মায়ের বেশ্যাগীরির কারনে দুনিয়া থেকে … Read More
  • গল্পঃ পরকীয়া শরৎকালর আকাশ ঝক ঝক করছে মাথার উপর। আকাশে ছানা কাটা মেঘ বেশ সুসজ্জিত। কাশবন ভরে গেছে ফুলে ফুলে। ভাপসা গরম কিছুটা কমতে শুরু করেছে, তারপরও ফোঁটায… Read More
  • কল্পনা এবং তুমি আমি ডুব দিয়ে তোমায় হাতড়ে খুঁজি জীবন নদীর বুকে , তুমি কল্পনারই ছলে আসো বাস্তবতার মাঝে । আমি হারাই আবার বিভোর হয়ে ভাবতে বসি তারে , সে আলোর ম… Read More

0 comments:

Post a Comment

" কিছু স্বপ্ন আকাশের দূর নীলিমাক ছুয়ে যায়, কিছু স্বপ্ন অজানা দূরদিগন্তে হারায়, কিছু স্বপ্ন সাগরের উত্তাল ঢেউ-এ ভেসে যায়, আর কিছু স্বপ্ন বুকের ঘহিনে কেদে বেড়ায়, তবুও কি স্বপ্ন দেখা থেমে যায় ? " সবার স্বপ্নগুলো সত্যি হোক এই শুভো প্রার্থনা!