আলতো একটা চুমু দিয়ে বলব


ভেবেছিলাম তোমায় সাথে করে ভাঙ্গা রাস্তাটির পাশ ধরে হাঁটব,

সাথে করে মানালী যাব বেড়াতে,

বরফের কুচি ছুঁড়ে মারব তোমার শরীরে;

ভেবেছিলাম তোমার হাতে হাত রেখে হেঁটে বেড়াব সিসিলির পথ,

দেখব ভূমধ্যসাগর;

দেখব দুচোখ ভরে যেখানে সমুদ্র মিশেছে পাহাড়ের পাদদেশে।

ভেবেছিলাম কই মাছ কাটতে গিয়ে হাতে কাটা বিঁধে গেলে তোমার ছাই মাখা হাত ধুইয়ে

আলতো একটা চুমু দিয়ে বলব- তুমি ঘরে যাও, আমি কেটে দিচ্ছি তোমার মাছ;

ভেবেছিলাম তোমার অধর-তলের চিকচিক করা ঘাম নিজ হাতে মুছে দিব;

ভেবেছিলাম (তুমি বকবে জেনেও) সেলারির সব টাকা দিয়ে তোমার জন্যে কিনে আনব একটা দামি শাড়ি,

তুমি অবাক চোখে তাকিয়ে থাকবে আমার ঘামে ভেজা মুখপানে।

Related Posts:

  • ভালবাসা নয়, ভাললাগা একটা মেয়ে রাস্তা দিয়ে হেটে যাচ্ছে। সে বুঝতে পারলো একটা ছেলে থাকে অনুসরণ করছে। কিছুক্ষণ যাওয়ার পর মেয়েটা দাড়িয়ে রইল এবং পিছনে ফিরে দেখল যে ছেলেট… Read More
  • একটি ভালবাসার গল্প শুরু যেভাবে . . . একটি মেয়েকে বারে বারে ভালবাসার প্রস্তাব দিয়ে, প্রত্যাক্ষিত হয় একটি ছেলে . . . মেয়েটি বলে . . . শোন, তোমার এক মাসের বেতন আ… Read More
  • ভালবাসার গল্পের শেষের অংশ তনু হাটতে হাটতে একটা কাঁচে ঘেরা ফাষ্ট ফুডের দোকানের দিকে এগিয়ে যাচ্ছে। কম করে হলেও তিনশত টাকা দরকার। কিন্তু আমার পকেটে আছে মাত্র একশত পনেরো টা… Read More
  • সত্যি মরে যাব ডান পায়ের জুতোটা ছিড়ে গেছে । হাঁটতে গিয়ে টের পেলাম । এই যাহ্‌ ! এমনিতেই মাসের শেষ । তার উপর ২ দিন পর সুমির জন্মদিন । আমি ৩ টা টিউশন করে তার পড়… Read More
  • শাস্তি জীবিত বা মৃত কারো সংগে গল্পের কোন চরিত্রের মিল নেই। মিলে গেলে কাকতাল মাত্র। খাঁটি বাংলাতে বললে, চরম এক ছেঁকা খেয়ে নিলয় পাগল প্রায়। উচ্চ শ… Read More

0 comments:

Post a Comment

" কিছু স্বপ্ন আকাশের দূর নীলিমাক ছুয়ে যায়, কিছু স্বপ্ন অজানা দূরদিগন্তে হারায়, কিছু স্বপ্ন সাগরের উত্তাল ঢেউ-এ ভেসে যায়, আর কিছু স্বপ্ন বুকের ঘহিনে কেদে বেড়ায়, তবুও কি স্বপ্ন দেখা থেমে যায় ? " সবার স্বপ্নগুলো সত্যি হোক এই শুভো প্রার্থনা!