ভেবেছিলাম তোমায় সাথে করে ভাঙ্গা রাস্তাটির পাশ ধরে হাঁটব,
সাথে করে মানালী যাব বেড়াতে,
বরফের কুচি ছুঁড়ে মারব তোমার শরীরে;
ভেবেছিলাম তোমার হাতে হাত রেখে হেঁটে বেড়াব সিসিলির পথ,
দেখব ভূমধ্যসাগর;
দেখব দুচোখ ভরে যেখানে সমুদ্র মিশেছে পাহাড়ের পাদদেশে।
ভেবেছিলাম কই মাছ কাটতে গিয়ে হাতে কাটা বিঁধে গেলে তোমার ছাই মাখা হাত ধুইয়ে
আলতো একটা চুমু দিয়ে বলব- তুমি ঘরে যাও, আমি কেটে দিচ্ছি তোমার মাছ;
ভেবেছিলাম তোমার অধর-তলের চিকচিক করা ঘাম নিজ হাতে মুছে দিব;
ভেবেছিলাম (তুমি বকবে জেনেও) সেলারির সব টাকা দিয়ে তোমার জন্যে কিনে আনব একটা দামি শাড়ি,
তুমি অবাক চোখে তাকিয়ে থাকবে আমার ঘামে ভেজা মুখপানে।
0 comments:
Post a Comment