হীন চরিত্র আকর্ষণীয়?


যুক্তরাষ্ট্রের মিন গার্লস চলচ্চিত্রের একটি দৃশ্যহীন চরিত্রের মানুষ শারীরিকভাবে অন্যদের চেয়ে বেশি আকর্ষণীয় বলে ধারণা প্রচলিত রয়েছে। তবে আসল ব্যাপার হচ্ছে, তারা আমাদের বোকা বানানোর ব্যাপারে খুব দক্ষ।


আত্মনিমগ্নতা, স্বার্থপরতা, প্রতারণা ও নেতিবাচক অস্থিরতা প্রভৃতি বৈশিষ্ট্য একজন মানুষকে হীন করে তোলে। যুক্তরাষ্ট্রে সাম্প্রতিক এক গবেষণায় দেখা যায়, নেতিবাচক বৈশিষ্ট্য সত্ত্বেও হীন মানুষ তুলনামূলক বেশি আকর্ষণীয়।


সেন্ট লুইসে অবস্থিত ওয়াশিংটন বিশ্ববিদ্যালয়ের গবেষক নিকোলাস হল্টজম্যান ও মাইকেল স্ট্রাব বলছেন, হীন মানুষেরা সাধারণত নিজেদের ব্যতিক্রমী সাজসজ্জা বা পোশাক-পরিচ্ছদ দিয়ে অন্যদের প্রভাবিত করে। বাড়তি আকর্ষণ থেকে প্রাপ্ত আত্মবিশ্বাসের কারণে তারা নিয়মিত নিজেদের পোশাক-পরিচ্ছদ বা বাহ্যিক সাজসজ্জা পরিপাটি রাখে। তবে শারীরিক সৌন্দর্য এসব ক্ষেত্রে অবশ্যই কিছু বাড়তি সুবিধা দেয়।


গবেষকেরা বলছেন, বয়স বাড়ার সঙ্গে সঙ্গে শারীরিক সৌন্দর্য ম্লান হয়ে আসে। তখন আর বাহ্যিক পরিচ্ছদ দেখিয়ে কলুষিত মন বা হীন বৈশিষ্ট্যকে লুকানো আর সম্ভব হয় না। পপুলার সায়েন্স।

Related Posts:

  • নিশাচরের একরাত হয়তো আজই, মধ্য রাতের পর।। ঘড়ির কাটা যখন পেরিয়ে গেছে বারোর পরেরও কিছু সংখ্যা তখন জানলার কার্নিশ গলে আমার বিছানায় কোন জোছনা নেই। ওপাশে শুধু অন্ধক… Read More
  • হীন চরিত্র আকর্ষণীয়? যুক্তরাষ্ট্রের মিন গার্লস চলচ্চিত্রের একটি দৃশ্যহীন চরিত্রের মানুষ শারীরিকভাবে অন্যদের চেয়ে বেশি আকর্ষণীয় বলে ধারণা প্রচলিত রয়েছে। তবে আসল … Read More
  • সবুজ রমনীরা এইসব সাম্প্রতিক সময়!!! বড্ড অবাধ্য এই নাকের জল! জড়িয়ে যাবে সুস্মিতাদের উড়ে যাওয়া সবুজ ওড়নায়! একটু উষ্ণতার জন্য রাত বেড়ে মাঝ রাতে তপ্ত-উত… Read More
  • মধু ভাগ বুঝে না ভেতরে একটা পশুর বসতি হিংস্রতার মোড়কে যে পথ চলে, মাঝে মাঝে লোক দেখানো নীতিকথার বুলি আওড়ায়; মধু ভাগ বুঝে না, শুধু নিজেরটাই বুঝে। পদাঘাত যতই করন… Read More
  • নাতিশীতোষ্ণ শরীরে ভালোবাসার স্পর্শ দিতে গিয়ে নাতিশীতোষ্ণ শরীরে ভালোবাসার স্পর্শ দিতে গিয়ে যে অভ্যর্থনা পেয়েছিলাম তুমি কাছে নেই বলে অক্টোবরের সকাল বেশ লাগছে আজ প্রসবোত্তর এক শিশুর মতোন বড় পব… Read More

0 comments:

Post a Comment

" কিছু স্বপ্ন আকাশের দূর নীলিমাক ছুয়ে যায়, কিছু স্বপ্ন অজানা দূরদিগন্তে হারায়, কিছু স্বপ্ন সাগরের উত্তাল ঢেউ-এ ভেসে যায়, আর কিছু স্বপ্ন বুকের ঘহিনে কেদে বেড়ায়, তবুও কি স্বপ্ন দেখা থেমে যায় ? " সবার স্বপ্নগুলো সত্যি হোক এই শুভো প্রার্থনা!