(১)
এ জীবনে শুধু তুমি
এ ভুবনে শুধু তুমি
এই অন্তরে শুধু তুমি
ভালোবাসা শুধু তুমি ।
(২)
যৌবনে শুধু তুমি
বৃদ্ধকালে শুধু তুমি
পরপারেও শুধু তুমি
ভালোবাসা শুধু তুমি ।
(৩)
আশার আলোয় শুধু তুমি
নিরাশায়ও শুধু তুমি
কল্পনাতেও শুধু তুমি
ভালোবাসা শুধু তুমি ।
(৪)
জোছনা রাতে শুধু তুমি
অমাবস্যায় শুধু তুমি
স্বত্ত্বা জুড়ে শুধু তুমি
ভালোবাসা শুধু তুমি ।
(৫)
চোখের তারায় শুধু তুমি
মুখের কথায় শুধু তুমি
নিঃশ্বাসে শুধু তুমি
ভালোবাসা শুধু তুমি ।
(৬)
অতীত স্মৃতি শুধু তুমি
ভাবি দিনেও শুধু তুমি
স্বপ্নালোকে শুধু তুমি
ভালোবাসা শুধু তুমি ।
Related Posts:
সে তো তুমি
দূরের আকাশে যাকে খুঁজি, সে তো তুমি
দিগন্ত নিলীমায় যার ছবি আঁকি, সে তো তুমি
সাগরের তরঙ্গে যাকে খুঁজি, সে তো তুমি
নদীর বাঁকে বাকেঁ যাকে খুঁজি , … Read More
কুমারিত্বের বিসর্জন
১.
মাত্র ২ সপ্তাহ হলো নতুন বাসায় উঠেছে অর্নব। নিচতলায় এক রুমের একটি ছোট্ট বাসা। পড়ালেখা একটি প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের বিবিএতে। নতুন বাসার উ… Read More
সত্যি মরে যাব
ডান পায়ের জুতোটা ছিড়ে গেছে । হাঁটতে গিয়ে টের পেলাম । এই যাহ্ ! এমনিতেই মাসের শেষ । তার উপর ২ দিন পর সুমির জন্মদিন । আমি ৩ টা টিউশন করে তার পড়… Read More
ভালবাসা নয়, ভাললাগা
একটা মেয়ে রাস্তা দিয়ে হেটে যাচ্ছে।
সে বুঝতে পারলো একটা ছেলে থাকে অনুসরণ করছে।
কিছুক্ষণ যাওয়ার পর মেয়েটা দাড়িয়ে রইল
এবং পিছনে ফিরে দেখল যে ছেলেট… Read More
শাস্তি
জীবিত বা মৃত কারো সংগে গল্পের কোন চরিত্রের মিল নেই। মিলে গেলে কাকতাল মাত্র।
খাঁটি বাংলাতে বললে, চরম এক ছেঁকা খেয়ে নিলয় পাগল প্রায়। উচ্চ শ… Read More
" কিছু স্বপ্ন আকাশের দূর নীলিমাক ছুয়ে যায়, কিছু স্বপ্ন অজানা দূরদিগন্তে হারায়, কিছু স্বপ্ন সাগরের উত্তাল ঢেউ-এ ভেসে যায়, আর কিছু স্বপ্ন বুকের ঘহিনে কেদে বেড়ায়, তবুও কি স্বপ্ন দেখা থেমে যায় ? " সবার স্বপ্নগুলো সত্যি হোক এই শুভো প্রার্থনা!
0 comments:
Post a Comment