পার্টি পরিকল্পনায় করণীয়


বছরের প্রায়শই বাড়িতে একটা না একটা পার্টি থাকেই। বাচ্চার জন্মদিন থেকে শুরু করে নিজের পদন্নোতি সবকিছুতেই ছোটখাট পার্টির আয়োজন করা হয়ে থাকে বাড়িতে। তবে এসব ক্ষেত্রে বাড়ির লোকেরা একটু হয়ত বিরক্ত হন। কারণ হিসেবে থাকে ব্যাপক কর্মযজ্ঞ। এক্ষেত্রে সহজ পরিকল্পনা কমিয়ে আনতে পারে অহেতুক কাজের চাপ।


পরিকল্পনার প্রথম শর্ত পার্টি যেন বোরিং না হয়। আনন্দে পার্টি ভরপুর হবার জন্য প্রয়োজন মিউজিক আর খাওয়া দাওয়া। তবে সেক্ষেত্রে গান যেন পার্টি প্রাসঙ্গিক হয়।


বাচ্চারা পিৎজা, চিজ, চকলেট, চিকেন এসব খেতে বরাবরই ভালবাসে।তাই স্ন্যাকস থেকে শুরু করে ডিনারের মেনুতে ওদের পছন্দের দিকে নজর দিতে ভুলবেন না।


মেনুতে আইটেমের পরিমাণ অনেক বেশি হবার প্রয়োজন নেই। যেহেতু পার্টিটা ঘরোয়া। তবে ডেজার্টে দু’টো আইসক্রিমের পাশাপাশি অন্যকিছু রাখতে পারে।যেমন: মিষ্টি বা কাপকেক। কারণ আইসক্রিমে অনেকের ঠাণ্ডা লেগে যেতেপারে।


বাড়ি সাজানোর ক্ষেত্রে ছিমছাম পরিবেশই বজায় রাখুন। শুধু বাচ্চাদের জন্মদিনের পার্টি হলে একটু ব্যতিক্রমী চেষ্টা করে দেখতে পারেন। সেক্ষেত্রে তাদের প্রিয় কার্টুন চরিত্রগুলোকে থিম করে বাড়ি সাজিয়ে ফেলতে পারে।


এবার আসা যাক দাওয়াতিদের প্রসঙ্গে অর্থাৎ অতিথি। পার্টির প্রাণ হল অতিথি। তাই তাদের সাথে আনন্দের পরিমাণ বাড়াতে বেশকিছু খেলার আয়োজন করতে পারেন।আবার সবাই পুরনো বন্ধু হলে মুভিও দেখতে পারেন।


সবই তো হল, কিন্তু এই সুন্দর মূহুর্তগুলো ধরে রাখবেন না সেটা কি করে হয়। জন্মদিনের পার্টি হলে বাচ্চাদের সাথে অথবা পুলর্মিলনী হলে বন্ধুদের সাথে ছবি তুলে রাখুব। অন্তত এতটুকু বলা যায়, একদিন এগুলোই আনমনে দেখতে দেখতে হেসে উঠবেন আপনি।

Related Posts:

  • বিয়ের ক্ষেত্রে ৭টি সতর্কতা যে কোনো মানুষের জীবনে বিয়ে একটি গুরুত্বপূর্ণ বিষয়। সাধারণত আমরা অনেক আশা নিয়ে বিয়ের পিঁড়িতে বসি। কিন্তু সবার জীবনে এই বিয়ে নামক অধ্যায়টি … Read More
  • Biar Porer kon somoyta sob cheye sukher ... Read More
  • ক্যামেরা মোবাইল কেনার আগে ঢাকা: মোবাইল ফোন কেনার সময় অনেক ক্রেতাই এর ক্যামেরা দেখে আকর্ষিত হন। মুঠোফোন নির্মাতা প্রতিষ্ঠানগুলো সেটা বুঝতে পেরেছে বলেই এখন বাজার ধরতে উন… Read More
  • মেয়েদের পটানোর ১০ টি টিপস ঢাকা: সব ছেলেরা চায় মেয়েরা তার প্রতি আকর্ষিত হোক। তবে সবাই আকর্ষণ করতে পারে না। এই দশটি বিষয়ের প্রতি মনোযোগী হলে সহজেই নারীরা কারও প্রতি আকর… Read More
  • সেক্সুয়াল এনটাইটেলমেন্ট! পিতৃতন্ত্র পুরুষকে শিখিয়েছে সব বিষয়ে আপন চাহিদা পূরণে তার পৌরুষগত অধিকার প্রয়োগের বিষয়টি। এমনকি, যৌনতাও এক্ষেত্রে ব্যতিক্রম নয়। গবেষণার ম… Read More

0 comments:

Post a Comment

" কিছু স্বপ্ন আকাশের দূর নীলিমাক ছুয়ে যায়, কিছু স্বপ্ন অজানা দূরদিগন্তে হারায়, কিছু স্বপ্ন সাগরের উত্তাল ঢেউ-এ ভেসে যায়, আর কিছু স্বপ্ন বুকের ঘহিনে কেদে বেড়ায়, তবুও কি স্বপ্ন দেখা থেমে যায় ? " সবার স্বপ্নগুলো সত্যি হোক এই শুভো প্রার্থনা!