একটা মেয়ে রাস্তা দিয়ে হেটে যাচ্ছে।
সে বুঝতে পারলো একটা ছেলে থাকে অনুসরণ করছে।
কিছুক্ষণ যাওয়ার পর মেয়েটা দাড়িয়ে রইল
এবং পিছনে ফিরে দেখল যে ছেলেটাও দাড়িয়ে আছে।
মেয়েটা ছেলেকে ডেকে আনল এবং জিজ্ঞাসা করলোঃ তুমি আমার পিছু নিয়েছ কেনো?
ছেলেটা বললঃ আমি তোমাকে ভালোবাসি।
এটা শুনে মেয়ে বললঃ তোমার পিছনে দেখো আমার
থেকে সুন্দর একটা মেয়ে আসছে!! তখন
ছেলেটা পিছন ফিরে তাকাল এবং দেখল যে কেউ
নেই!!!!!
মেয়েটা তখন বললঃ তুমি যদি সত্যি আমাকে ভালবাসতে তাহলে তুমি সুন্দর
ওই মেয়েকে দেখার জন্য পিছনে ফিরে তাকাতে না।
তুমি আমার দিকে তাকিয়ে থাকতে! তোমার
যেটা হয়েছে সেটা ভালোবাসা না সেটা ভালোলাগা।
Related Posts:
শুধু একবার বল "ভালবাসি
শুধু একবার বল "ভালবাসি"! একটা তাজমহল
হয়তো বানাতে পারব না, তবু গড়বো বাবুই
পাখির মত ছোট্ট সুখের এক নীড়।
শুধু একবার হাসো আমার পানে চেয়ে!
আকা… Read More
চুমু
চুম্বন হল দুই ঠোঁটের স্পর্শ দিয়ে কাউকে আদর করা বা স্নেহ প্রকাশ করা। সাধারণভাবে প্রেম, কাম, স্নেহ, অনুরাগ, শ্রদ্ধা, সৌজন্য অথবা শুভেচ্ছা প্রক… Read More
তখন ঝিলমিল রাত
তারপর একসময় বৃষ্টি ধরে এল। একসময় মানে, শহরে সন্ধে নামার রাতকলি মুহূর্তে। বৃষ্টির বোলচাল বদলে এখন ঘনঘন রিমঝিম থেকে টিপিস-টিপিস। সে তেহাই দিচ্ছে… Read More
আলতো একটা চুমু দিয়ে বলব
ভেবেছিলাম তোমায় সাথে করে ভাঙ্গা রাস্তাটির পাশ ধরে হাঁটব,
সাথে করে মানালী যাব বেড়াতে,
বরফের কুচি ছুঁড়ে মারব তোমার শরীরে;
ভেবেছিলাম তোমার হাতে হা… Read More
যৌনাবেগ
লিয়াকত, এইদিকে আসো
-- ইয়েস স্যার
আমি যা দেখি তুমি কি তাই দেখো?
-- ইয়েস স্যা । স্যার ঘাড় কি ডাইনে নাকি বাইয়ে ঘুরামু?
ডাইনে ঘ… Read More
" কিছু স্বপ্ন আকাশের দূর নীলিমাক ছুয়ে যায়, কিছু স্বপ্ন অজানা দূরদিগন্তে হারায়, কিছু স্বপ্ন সাগরের উত্তাল ঢেউ-এ ভেসে যায়, আর কিছু স্বপ্ন বুকের ঘহিনে কেদে বেড়ায়, তবুও কি স্বপ্ন দেখা থেমে যায় ? " সবার স্বপ্নগুলো সত্যি হোক এই শুভো প্রার্থনা!
0 comments:
Post a Comment