একটি ভালবাসার গল্প


শুরু যেভাবে . . . একটি মেয়েকে বারে বারে ভালবাসার প্রস্তাব দিয়ে, প্রত্যাক্ষিত হয় একটি ছেলে . . . মেয়েটি বলে . . . শোন, তোমার এক মাসের বেতন আমার একদিনের হাত খরচ। তোমার সাথে সম্পর্ক করব আমি!? ভাবলে কি করে!?! আমি তোমাকে কখনই ভালবাসতে পারব না। করুনা করেও না। তাই তুমি ভুলে যাও আমাকে। তোমার যোগ্যতা অনুযায়ী কাউকে ভালবাসো!! আমাকে নয়!! ছেলেটি তারপরেও মেয়েটিকে ভুলতে পারে নাই।

গল্পটি এখানে শেষ হলেও হতে পারতো কিন্তু . . . ••• ১০ বছর পরে হঠাৎ একদিন ••• ঐ মেয়েটি আর ছেলেটির একদিন এক শপিংমলে দেখা হয়ে গেল। দেখে হবার পর মেয়েটি বলল … আরে তুমি!! কেমন আছ!? জানো? আমার বিয়ে হয়ে গেছে!! আর আমার স্বামীর বেতন কত জানো!?! প্রতি মাসে এক লাখ টাকা!!! তুমি কল্পনা করতে পারো?!? আর আমার স্বামী দেখতেও অনেক স্মার্ট।

একেবারে সেইরকম!! বুঝলে তুমি!?! আচ্ছা!! তোমার কপালে কেউ জুটেছে নাকি?!? মেয়েটির এমন কথা শুনে ছেলেটির চোখে পানি এসে গেল। . . . . এর কিছু সময় পরেই মেয়েটির স্বামী চলে আসলো। তখন মেয়েটি কিছু বলার আগেই ওর স্বামী বলতে লাগলো ছেলেটিকে দেখে , . . . . আর এ স্যার আপনি!! এখানে কি মনে করে!! তারপর মেয়েটিকে উদ্দেশ্য করে ওর স্বামী আরো বলতে লাগলো …. উনি আমাদের বস, আর স্যার বর্তমানে যে ২০০ কোটি টাকার প্রোজেক্ট হাতে নিয়েছেন সেটা আমিই স্যারের অধীনে কাজ করতেছি।

আর মজার ব্যাপার কি জানো!!! স্যার একটা মেয়েকে ভালোবাসতো। তাই এখনও পর্যন্ত বিয়েই করে নাই। মেয়েটি কি লাকি তাই না!!! কয়জন এমনভাবে ভালবাসতে পারে?!? গল্পটির এখানেই সমাপ্তি …।

এটাই সত্যিকারের ভালবাসা … জীবনটা এক অর্থে অনেক বড়। কাউকেই ছোট করে দেখতে নেই। সময়ে এর স্রোতে অনেক কিছু বদলে যায়ে। সবার ভালবাসা কেই সম্মান করা উচিত।

Related Posts:

  • বিয়ের রাতেই এমন প্রতারণা তাই বলে তুমি বিয়ের রাতেই এমন প্রতারণা করলে? খুব অভিমানী স্বরে শিমু অন্তরকে কথাটি বললো। অন্তর আর শিমু স্বামী-স্ত্রী।স্বামী স্ত্রী বলতে একদিন … Read More
  • মোবাইল প্রেমের একটা কাহিনী সময়টা ২০০৫ বা তার কাছাকাছি , গাইবান্ধা সরকারী কলেজের মাঠে কতগুলো ছেলে গোল হয়ে আড্ডা দিচ্ছে । এখন ১ বা দেড় টাকায় যেখানে ১ মিনিট কথা বলাযায়… Read More
  • একটি সত্যি ভালোবাসার গল্প সপ্না আর নিলয় ছোট বেলা থেকেই একসাথে বড় হয়। সপ্নার বাবা ট্যাক্সি চালায়, আর নিলয়ের বাবা একজন হোমিওপ্যাথি ডাক্তার। দুই ফ্যামিলির মধ্যে সম্পর… Read More
  • যৌবনের সুবাস ভাসতে শুরু করেছে মাত্র গত দুমাস ধরে রুবি আমার সামনে মুলা ঝুলিয়ে রেখেছিল নববর্ষের প্রথম দিনে সব হবে। দুদিন ধরে সবকিছু করার প্রস্ততি নিচ্ছি আমি। রুবেলদের বাসায় ডেটিঙ… Read More
  • আকর্ষনীয় লেডি ডক্টরের গল্প আরে সেই জন্যই তো ফোনটা করলাম। আনেক মজার ঘটনা বলার আছে আর তার সাথে কিছু দরকারী কথাও আছে। ওমা তাই নাকি? কি হয়েছে বালোনাগো। বলছি বলছি, সব বল… Read More

0 comments:

Post a Comment

" কিছু স্বপ্ন আকাশের দূর নীলিমাক ছুয়ে যায়, কিছু স্বপ্ন অজানা দূরদিগন্তে হারায়, কিছু স্বপ্ন সাগরের উত্তাল ঢেউ-এ ভেসে যায়, আর কিছু স্বপ্ন বুকের ঘহিনে কেদে বেড়ায়, তবুও কি স্বপ্ন দেখা থেমে যায় ? " সবার স্বপ্নগুলো সত্যি হোক এই শুভো প্রার্থনা!