একটি ভালবাসার গল্প


শুরু যেভাবে . . . একটি মেয়েকে বারে বারে ভালবাসার প্রস্তাব দিয়ে, প্রত্যাক্ষিত হয় একটি ছেলে . . . মেয়েটি বলে . . . শোন, তোমার এক মাসের বেতন আমার একদিনের হাত খরচ। তোমার সাথে সম্পর্ক করব আমি!? ভাবলে কি করে!?! আমি তোমাকে কখনই ভালবাসতে পারব না। করুনা করেও না। তাই তুমি ভুলে যাও আমাকে। তোমার যোগ্যতা অনুযায়ী কাউকে ভালবাসো!! আমাকে নয়!! ছেলেটি তারপরেও মেয়েটিকে ভুলতে পারে নাই।

গল্পটি এখানে শেষ হলেও হতে পারতো কিন্তু . . . ••• ১০ বছর পরে হঠাৎ একদিন ••• ঐ মেয়েটি আর ছেলেটির একদিন এক শপিংমলে দেখা হয়ে গেল। দেখে হবার পর মেয়েটি বলল … আরে তুমি!! কেমন আছ!? জানো? আমার বিয়ে হয়ে গেছে!! আর আমার স্বামীর বেতন কত জানো!?! প্রতি মাসে এক লাখ টাকা!!! তুমি কল্পনা করতে পারো?!? আর আমার স্বামী দেখতেও অনেক স্মার্ট।

একেবারে সেইরকম!! বুঝলে তুমি!?! আচ্ছা!! তোমার কপালে কেউ জুটেছে নাকি?!? মেয়েটির এমন কথা শুনে ছেলেটির চোখে পানি এসে গেল। . . . . এর কিছু সময় পরেই মেয়েটির স্বামী চলে আসলো। তখন মেয়েটি কিছু বলার আগেই ওর স্বামী বলতে লাগলো ছেলেটিকে দেখে , . . . . আর এ স্যার আপনি!! এখানে কি মনে করে!! তারপর মেয়েটিকে উদ্দেশ্য করে ওর স্বামী আরো বলতে লাগলো …. উনি আমাদের বস, আর স্যার বর্তমানে যে ২০০ কোটি টাকার প্রোজেক্ট হাতে নিয়েছেন সেটা আমিই স্যারের অধীনে কাজ করতেছি।

আর মজার ব্যাপার কি জানো!!! স্যার একটা মেয়েকে ভালোবাসতো। তাই এখনও পর্যন্ত বিয়েই করে নাই। মেয়েটি কি লাকি তাই না!!! কয়জন এমনভাবে ভালবাসতে পারে?!? গল্পটির এখানেই সমাপ্তি …।

এটাই সত্যিকারের ভালবাসা … জীবনটা এক অর্থে অনেক বড়। কাউকেই ছোট করে দেখতে নেই। সময়ে এর স্রোতে অনেক কিছু বদলে যায়ে। সবার ভালবাসা কেই সম্মান করা উচিত।

Related Posts:

  • একজন স্বপ্নবাজের কাল্পনিক ভালোবাসা তোমাকে বড় বেশি প্রয়োজন আমার, চাঁদরূপ জোছনার মায়া তুমি, অন্ধকার রাতে পথ চলতে গিয়ে যদিওবা কখনো হোঁচট খাই; আমাকে জানি তুমিই পথ দেখাবে। তাইতো তোম… Read More
  • রাজী থাকলে বল... কাজহীন দিনে একাকীত্বের কষ্টে ভুগী চোখে এসে যায় বিরহের প্লাবন মাথা করে টনটন আর মনপ্রান আনচান বন্ধুর কল্পিত রুপকে ছুয়ে ছুমে যেতে ইচ্ছা করে তোমার… Read More
  • ইতিহাস বিখ্যাত চুরি লিওনার্দো দা ভিঞ্চির অমর সৃষ্টি “মোনালিসা” এর কথা কে না জানে? অদ্ভুত সুন্দরী মোনালিসার প্রতিকৃতিটি বিখ্যাত হয়ে আছে কেবল তার অধরে মুচকি হাসির … Read More
  • পরকীয়া শরৎকালর আকাশ ঝক ঝক করছে মাথার উপর। আকাশে ছানা কাটা মেঘ বেশ সুসজ্জিত। কাশবন ভরে গেছে ফুলে ফুলে। ভাপসা গরম কিছুটা কমতে শুরু করেছে, তারপরও ফোঁটা… Read More
  • যৌবন-বন্দি খেলা দেরি করে সচেতন হলে লাভ নেই। শরীরে তারুণ্য আসার সঙ্গে সঙ্গেই তাকে আটকে রাখার ব্যবস্থা করুন। তা হলেই বলিরেখার দিন পিছু হটবে। বাইশ থেকে বিরাশি… Read More

0 comments:

Post a Comment

" কিছু স্বপ্ন আকাশের দূর নীলিমাক ছুয়ে যায়, কিছু স্বপ্ন অজানা দূরদিগন্তে হারায়, কিছু স্বপ্ন সাগরের উত্তাল ঢেউ-এ ভেসে যায়, আর কিছু স্বপ্ন বুকের ঘহিনে কেদে বেড়ায়, তবুও কি স্বপ্ন দেখা থেমে যায় ? " সবার স্বপ্নগুলো সত্যি হোক এই শুভো প্রার্থনা!