সে তো তুমি


দূরের আকাশে যাকে খুঁজি, সে তো তুমি

দিগন্ত নিলীমায় যার ছবি আঁকি, সে তো তুমি

সাগরের তরঙ্গে যাকে খুঁজি, সে তো তুমি

নদীর বাঁকে বাকেঁ যাকে খুঁজি , সে তো তুমি

তোমার খোঁজে ঘুরি আঁকাশের নিলিমায়, সাগরের জলকণায় দিগবিদিকে।

প্রতিটি পলক যাকে নিয়ে, সে তো তুমি

প্রতিটি নিঃশ্বাসে যাকে নিয়ে, সে তো তুমি

প্রতিটি শ্রবণে যার ধ্বনি, সে তো তুমি

প্রতিটি উচ্চারণে যার বানী, সে তো তুমি

তোমায় খুঁজি অপলক নয়নে, ঘন নিঃশ্বাসে, শ্রবণে উচ্চারণে প্রতিটি ক্ষনে।

হাজার ভীড়ের মাঝে যাকে খুজি, সে তো তুমি

একাকি নীড়ের সাঁজে যাকে খুঁজি, সে তো তুমি

ক্লান্ত দুপুরে যাকে খুঁজি, সে তো তুমি

স্নিগ্ধ সকালে যাকে খুজি, সে তো তুমি

তোমায় খুঁজি একাকি পথে মুগ্ধ বিকাল, রাত্রি গভীর অন্ধকারে।

তৃষিত হৃদয়ে যাকে খুঁজি , সে তো তুমি

হৃদয় পটে যার ছবি আঁকি, সে তো তুমি

প্রতিটি আঁচড়ে যাকে অনুভবি, সে তো তুমি

স্মৃতির বাঁকে যাকে খুঁজি, সে তো তুমি

খুঁজি তোমায় তৃষিত হৃদয়ে স্মৃতির মাঝে, চিন্তা গুলির দৃশ্যপটে।

মিষ্টি রোদে খুঁজছি যারে, সে তো তুমি

চাঁদের আলোয় খুঁজছি যারে, সে তো তুমি

একলা পথে খুঁজছি যারে, যে তুমি

চুপটি করে ভাবছি যারে, সে তো তুমি

ভাবছি যাবো চলবো দূরে হাতের ফাঁকে হাত ঢুকিয়ে, মিষ্টি আলোয় সঙ্গোপনে।

শুনছি তোমার মিষ্টি ধ্বনি আপন মনে

দেখছি তোমার নয়ন জোড়া নিষ্পলকে

বিভোর তোমার হাসির দেশে তন্মযে

বাসবো ভালো তোমায় আমি হৃদয় দিয়ে

জড়িয়ে নিবো তোমায় আমি আপন করে।

Related Posts:

  • আমার ভুলের স্রোতে ভেসে যাওয়া তোমার ভালবাসা ভালবাসা ব্যাপারটা সম্ভবত একটা ছোট্ট শিশিতে ভরা থাকে।মাঝে মাঝে সেই শিশিটা খুলে দিলে হয়তো ঘ্রান সব জায়গায় ছড়িয়ে পরে।নীরার প্রতি আমার ভালবাসাটাও … Read More
  • আমি আর তুমি কাব্য আমিঃ একটা গল্প বলব ভাবছি তোমায় একটা ছেলে আর একটা মেয়ের গল্প, তুমিঃ হুম, বল। আমিঃ ছেলেটি আবেগহীন কিন্তু দুষ্টুমিতে সেরা আর মেয়ে… Read More
  • চুরি কেউ কোনোদিন কোনো সুন্দরীকে ‘না’ বলতে পেরেছেন? ঠাঁয় দাঁড়িয়ে তীর্থের যুবকেরা। সুন্দরীরা বড় আনমনা, আত্মভোলা হোন, তাঁরা চাটুকারিতা ভালোবাসেন; তাঁরা… Read More
  • বড় একা আমি " বড় একা আমি " আজ এই আকাশ কালো হয়ে বৃষ্টি ঝরে তোকেই ধরে ছন্নছাড়া হয়ে আমি খুঁজি তোরে আপন মনে(২) মাঝে মাঝে মনে পড়ে সেই সব দিন… Read More
  • তোড়া, আমি কাঁদছি_১ তোড়া, আমি কাঁদছি। আমার জীবনটা একটা মিথ্যে স্বপ্নের মতো। বলা যায়, আমি মিথ্যে মানুষ। কখনো আমি কাদিনি। কাদতে চাইনি। আজ যখন তোড়া তুমি বললে, তুমি স… Read More

0 comments:

Post a Comment

" কিছু স্বপ্ন আকাশের দূর নীলিমাক ছুয়ে যায়, কিছু স্বপ্ন অজানা দূরদিগন্তে হারায়, কিছু স্বপ্ন সাগরের উত্তাল ঢেউ-এ ভেসে যায়, আর কিছু স্বপ্ন বুকের ঘহিনে কেদে বেড়ায়, তবুও কি স্বপ্ন দেখা থেমে যায় ? " সবার স্বপ্নগুলো সত্যি হোক এই শুভো প্রার্থনা!