আমি ডুব দিয়ে তোমায় হাতড়ে খুঁজি
জীবন নদীর বুকে ,
তুমি কল্পনারই ছলে আসো
বাস্তবতার মাঝে ।
আমি হারাই আবার বিভোর হয়ে
ভাবতে বসি তারে ,
সে আলোর মাঝে খেলে
আবার আমায় ছুঁয়ে দেখে ।
আলতো হাওয়ায় কাঁপন উঠে
বুকের ভেতর আমার ,
তাকিয়ে দেখি বারান্দাতে
দাঁড়িয়ে আছো তুমি ।
ভোর হয়ে যায় , রাত হয়ে যায়
বুঁদ হয়ে রই প্রেমে ,
তোমার কথার মিষ্টি আওয়াজ
আমার কানে বাজে ।
বিকেল গড়িয়ে রাত্রি নামে
শেষ হয়না সে ,
সে আমার ভেতর আসে যায়
মনের ভেতর থাকে ।
Related Posts:
সে তো তুমি
দূরের আকাশে যাকে খুঁজি, সে তো তুমি
দিগন্ত নিলীমায় যার ছবি আঁকি, সে তো তুমি
সাগরের তরঙ্গে যাকে খুঁজি, সে তো তুমি
নদীর বাঁকে বাকেঁ যাকে খুঁজি , … Read More
মমির অভিশাপঃ শুধুই কি অভিশাপ নাকি অন্য কিছু!!
টাইটানিক মুভিতে দেখানো জ্যাক রোজের মিলনের সেই গাড়ীর কথা মনে আছে নিশ্চই! হ্যাঁ, টাইটানিক জাহাজের সেই বিখ্যাত গাড়ী আরো একটি কারণে কারণে বিখ্যা… Read More
একটি কাল্পনিক গল্প
কফি শপে জমিয়ে আড্ডা চলছে। পাঁচ বন্ধু একসাথে।
ভার্সিটির ক্লাসের ফাঁকে ফাঁকে এমন আড্ডা ওদের
প্রায়ই হয় ।
কথা প্রসঙ্গে এসে যায় প্রেম-ভালোবাস… Read More
মধ্যরাতের রাজপথে দেখি এক নারী
মধ্যরাতের রাজপথে দেখি এক নারীর শরীর,
যে নায়িকা ছিল কোনকালে এই ধরনীর।
দেহ পুড়েছে তার বণিকের ক্ষুথিত উত্তাপে,
দেহের রক… Read More
আমি তনি আর বৃষ্টি
রাত থেকে প্রচুর বৃষ্টি হচ্ছে, কখনো কখনো মাত্রা উঠা নামা করছে কিন্তু থামার কোন সম্ভাবনা নাই। বৃষ্টির রাত্রে ঘুমটা একটু ভাল হয় ঠান্ডা ঠান্ডা ভা… Read More
" কিছু স্বপ্ন আকাশের দূর নীলিমাক ছুয়ে যায়, কিছু স্বপ্ন অজানা দূরদিগন্তে হারায়, কিছু স্বপ্ন সাগরের উত্তাল ঢেউ-এ ভেসে যায়, আর কিছু স্বপ্ন বুকের ঘহিনে কেদে বেড়ায়, তবুও কি স্বপ্ন দেখা থেমে যায় ? " সবার স্বপ্নগুলো সত্যি হোক এই শুভো প্রার্থনা!
0 comments:
Post a Comment