কল্পনা এবং তুমি


আমি ডুব দিয়ে তোমায় হাতড়ে খুঁজি

জীবন নদীর বুকে ,

তুমি কল্পনারই ছলে আসো

বাস্তবতার মাঝে ।



আমি হারাই আবার বিভোর হয়ে

ভাবতে বসি তারে ,

সে আলোর মাঝে খেলে

আবার আমায় ছুঁয়ে দেখে ।



আলতো হাওয়ায় কাঁপন উঠে

বুকের ভেতর আমার ,

তাকিয়ে দেখি বারান্দাতে

দাঁড়িয়ে আছো তুমি ।



ভোর হয়ে যায় , রাত হয়ে যায়

বুঁদ হয়ে রই প্রেমে ,

তোমার কথার মিষ্টি আওয়াজ

আমার কানে বাজে ।



বিকেল গড়িয়ে রাত্রি নামে

শেষ হয়না সে ,

সে আমার ভেতর আসে যায়

মনের ভেতর থাকে ।

0 comments:

Post a Comment

" কিছু স্বপ্ন আকাশের দূর নীলিমাক ছুয়ে যায়, কিছু স্বপ্ন অজানা দূরদিগন্তে হারায়, কিছু স্বপ্ন সাগরের উত্তাল ঢেউ-এ ভেসে যায়, আর কিছু স্বপ্ন বুকের ঘহিনে কেদে বেড়ায়, তবুও কি স্বপ্ন দেখা থেমে যায় ? " সবার স্বপ্নগুলো সত্যি হোক এই শুভো প্রার্থনা!