মধ্যরাতের রাজপথে দেখি এক নারীর শরীর,
যে নায়িকা ছিল কোনকালে এই ধরনীর।
দেহ পুড়েছে তার বণিকের ক্ষুথিত উত্তাপে,
দেহের রক্ত নিয়ে রেখেছে নখের ছাপ।
দেখে মনে হয় .
বহুভোগ্যা এই নারী,
এ হূদয় সেই হৃদয় নয় ।
এই নারী রানী ছিল অন্ধকার রাতের ,
আজ দেখি সেই নারী রাজপথে আর্তনাদ করে ।
আজ মুখে লাবণ্য নেই জেগে আছে ভয় ও বিস্ময়।
তনুর তনিমা ঘিরে আজ নেই সেই হূদয়ের ডাক।
0 comments:
Post a Comment