মধ্যরাতের রাজপথে দেখি এক নারী


মধ্যরাতের রাজপথে দেখি এক নারীর শরীর, 


যে নায়িকা ছিল কোনকালে এই ধরনীর। 


দেহ পুড়েছে তার বণিকের ক্ষুথিত উত্তাপে, 


দেহের রক্ত নিয়ে রেখেছে নখের ছাপ।


দেখে মনে হয় . 


বহুভোগ্যা এই নারী, 


এ হূদয় সেই হৃদয় নয় । 


এই নারী রানী ছিল অন্ধকার রাতের ,



আজ দেখি সেই নারী রাজপথে আর্তনাদ করে । 


আজ মুখে লাবণ্য নেই জেগে আছে ভয় ও বিস্ময়।


তনুর তনিমা ঘিরে আজ নেই সেই হূদয়ের ডাক। 

0 comments:

Post a Comment

" কিছু স্বপ্ন আকাশের দূর নীলিমাক ছুয়ে যায়, কিছু স্বপ্ন অজানা দূরদিগন্তে হারায়, কিছু স্বপ্ন সাগরের উত্তাল ঢেউ-এ ভেসে যায়, আর কিছু স্বপ্ন বুকের ঘহিনে কেদে বেড়ায়, তবুও কি স্বপ্ন দেখা থেমে যায় ? " সবার স্বপ্নগুলো সত্যি হোক এই শুভো প্রার্থনা!