সেই আমার প্রিয়তমা


আমার এমন অসময়ে যে আমাকে হাসাবে,

হাত ধরে, পিঠে হাত ঠেকিয়ে বলবে-

কতটা সুখী তুমি,

তোমার চেয়ে বড় দুঃসময় পার করছে মানুষ,

ভেবো না, এই তো আর মাত্র কিছুটা সময় ;

আকাশের সব কালো মেঘ সরে যাবে,

আবারও হাসবে তুমি, হাসবে ভুবন।

সেই আমার প্রিয়তমা, সেই আমার প্রাণ প্রিয় বন্ধু।

মানুষের অসময় থাকে, সুসময় থাকে

অসময়ে মানুষ কাঁদে, সুসময় এলে ভাবে-

এই তো আছি বেশ।

বড় বেশী অসময়ে আছি, সুসময়ের অপেক্ষা্য।

0 comments:

Post a Comment

" কিছু স্বপ্ন আকাশের দূর নীলিমাক ছুয়ে যায়, কিছু স্বপ্ন অজানা দূরদিগন্তে হারায়, কিছু স্বপ্ন সাগরের উত্তাল ঢেউ-এ ভেসে যায়, আর কিছু স্বপ্ন বুকের ঘহিনে কেদে বেড়ায়, তবুও কি স্বপ্ন দেখা থেমে যায় ? " সবার স্বপ্নগুলো সত্যি হোক এই শুভো প্রার্থনা!