আমার এমন অসময়ে যে আমাকে হাসাবে,
হাত ধরে, পিঠে হাত ঠেকিয়ে বলবে-
কতটা সুখী তুমি,
তোমার চেয়ে বড় দুঃসময় পার করছে মানুষ,
ভেবো না, এই তো আর মাত্র কিছুটা সময় ;
আকাশের সব কালো মেঘ সরে যাবে,
আবারও হাসবে তুমি, হাসবে ভুবন।
সেই আমার প্রিয়তমা, সেই আমার প্রাণ প্রিয় বন্ধু।
মানুষের অসময় থাকে, সুসময় থাকে
অসময়ে মানুষ কাঁদে, সুসময় এলে ভাবে-
এই তো আছি বেশ।
বড় বেশী অসময়ে আছি, সুসময়ের অপেক্ষা্য।
0 comments:
Post a Comment