জানুন আপনি ভালো সঙ্গী বা সঙ্গিনী কিনা


একজন বন্ধু, একজন সহমর্মী, একজন মজার ব্যক্তি, একই সঙ্গে খুব দায়িত্বশীল— আপনার সম্পর্কে কি ঠিক এমনই ভাবে আপনার সঙ্গী বা সঙ্গিনী? জেনে নিন ঝটপট।


এখানে প্রতিটি প্রশ্নের ‘ক’ উত্তরের জন্য ৩, ‘খ’ উত্তরের জন্য ২ ও ‘গ’ উত্তরের জন্য ১ নম্বর রাখা হয়েছে। সবশেষে মিলিয়ে নেবেন আপনার স্কোর


 বিভিন্ন দিবস, বার্ষিকী ইত্যাদি উদযাপন করেন—


ক. অবশ্যই। প্রথম টেক্সট, প্রথম ডেটিং, প্রথম ছোঁয়ার স্মৃতি মনে শিহরণ জাগায়


খ. মাঝে মাঝে


গ. না। এগুলো সদ্য বিবাহিতদের উপলক্ষ


 টেক্সট করেন—


ক. সুযোগ পেলেই


খ. মাঝে মাঝে


গ. যখন আসে, রিপ্লাই করি


 সঙ্গী বা সঙ্গিনী পরিবারের একান্ত বিষয় শেয়ার করলে—


ক. চুপচাপ থাকেন। তবে পরামর্শ চাইলে অভিজ্ঞতা ভাগাভাগি করেন


খ. নিজের মতামত চাপানোর চেষ্টা করেন


গ. সুযোগ খোঁজেন


 রাতে তুমুল ঝগড়া হয়েছে! বিছানায় যাওয়ার আগে সমাধানও হয়নি। আপনি—


ক. আপসেট থাকা সত্ত্বে ‘গুড নাইট’


খ. অন্য রুমে ঘুমাবেন


গ. ঘুম এলে আসুক, ঝগড়া চলতেই থাকবে


নতুন কিছু অ্যাপস শেখানোর পরও সে রপ্ত করতে পারছে না। আপনি—


ক. উত্সাহ দিয়ে যাবেন। হুররে! বলে চেঁচিয়ে উঠবেন


খ. নিজেকে দোষারোপ করবেন


গ. কূটাঘাত/ভর্ত্সনা করবেন


 ভিন্নমত হওয়া সত্ত্বেও সে অনুভব করবে—


ক. শ্রদ্ধাবোধ


খ. হতাশ হয়েছি


গ. মর্যাদা ক্ষুণ্ন হলো


 ক্লান্তিহীন দিনের শেষে—


ক. পরিবারকে সময় দেবেন


খ. ঘরে সেরে নেবেন বাকি কাজটুকু


গ. ক্লাবে যাবেন


 মানসিক চাপে—


ক. তার সঙ্গেই কথা বলবেন


খ. চেপে যাবেন


গ. মন যা চায় তা-ই করবেন, আজ হারানোর কিছু নেই


 স্কুল থেকে শিশুকে আনতে হবে—


ক. মাঝে মধ্যে এমন জরুরি সময় আসতেই পারে


খ. তাকে আজকের মতো সামলাতে বলবেন


গ. মা-বাবাকে অনুরোধ করবেন


 আপনার স্কোর


আপনার স্কোর ৩০ ছুঁই ছুঁই। ভালোবাসা দিয়েই আপনি প্রিয়র মন রাখতে পেরেছেন। ২০-২৫ যাদের যোগফল, তারাও আপনার ঘাড়ে নিঃশ্বাস ফেলছেন। তবে যিনি ২০ পর্যন্তও স্কোর উঠাতে পারেননি, তিনি চেষ্টা চালিয়ে যাবেন, এ আশা নিশ্চয়ই করা যায়।

0 comments:

Post a Comment

" কিছু স্বপ্ন আকাশের দূর নীলিমাক ছুয়ে যায়, কিছু স্বপ্ন অজানা দূরদিগন্তে হারায়, কিছু স্বপ্ন সাগরের উত্তাল ঢেউ-এ ভেসে যায়, আর কিছু স্বপ্ন বুকের ঘহিনে কেদে বেড়ায়, তবুও কি স্বপ্ন দেখা থেমে যায় ? " সবার স্বপ্নগুলো সত্যি হোক এই শুভো প্রার্থনা!