এ যুগের বিদ্যাসাগর

 

ঢাকা: রাজু তার তিন ভাইবোন ও মা সহ থাকে ঢাকার উত্তরার সোনারগাঁ জনপথ রোডের পাশে একটি ঝুপড়ি ঘরে৷ রাজুরা ছিল সাত ভাইবোন৷ এর মধ্যে একজন মারা গেছে৷ বাকি বড় দুই ভাই বিয়ে করে আলাদা থাকছে৷ তারা পরিবারের খোঁজখবর নেন না৷ রাজুর বাবা বছর চারেক আগে মারা গেছেন ক্যানসারে আক্রান্ত হয়ে৷

রাজু স্থানীয় একটি সরকারি স্কুলে দ্বিতীয় শ্রেণিতে পড়ে৷ সকাল আটটা থেকে দশটা পর্যন্ত ক্লাস করার পর সে চলে যায় ওয়ার্কশপে কাজ করতে৷ সেখানে থাকে রাত আটটা পর্যন্ত৷ মাঝে দুপুর দুইটা থেকে তিনটা পর্যন্ত মসজিদে যায় আরবি শিখতে। এরপর রাত আটটায় ঘরে ফিরে পড়াশোনা করে৷ কিন্তু ঘরে শুধু একটা আলোর ব্যবস্থা থাকায় মা সেটাতে কাজ করেন৷ তাই পড়ালেখা করতে তাকে চলে যেতে হয় ফুটপাতে, যেখানে রাস্তার লাইটের আলো আছে। রাজুর সঙ্গে পড়ে তার বোন বৃষ্টি ও ছোট ভাই ভান্ডারি৷ বৃষ্টি একই স্কুলে দ্বিতীয় শ্রেণিতে পড়ে।

কথা প্রসঙ্গে রাজু জানালো, রাস্তার পাশে পড়ার সময় ধুলাবালির কারণে তার সমস্যা হয়৷ যে ওয়ার্কশপে সে কাজ করে সেখান থেকে কোনো টাকা পয়সা দেয় না। শুধু ঈদে জামাকাপড়, জুতা দেয়।

এ প্রসঙ্গে রাজুর মা জানান, ‘‘আমি অসুস্থ৷ না জানি কখন কি হয়৷ তখন ছেলেমেয়েদের কি হবে৷ আমার তো জমিজমা, ঘরবাড়ি নাই৷ তাই কাজ শিখুক৷ যদি কাজে লাগে?'' এরপর এই অশিক্ষিত মা বললেন, ‘‘কাজ না করলে সেই সময়টা দুষ্ট ছেলেপিলের সঙ্গে মিশে খারাপ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে৷''

রাজুর মা আরো জানালেন তাঁর কানের নীচে টিউমারের মতো হয়েছে৷ তিনি হোমিওপ্যাথি ওষুধ খাচ্ছেন৷ কিন্তু অর্থের অভাবে নিয়মিত খেতে পারছেন না৷ ইটভাঙার কাজ করে পাঁচজনের সংসার চালান রাজুর মা। রাজু তার মায়ের ইচ্ছা অনুযায়ী পড়ালেখা করে ভবিষ্যতে জজ হতে চান৷ আর বৃষ্টি ও ভান্ডারি ডাক্তার হয়ে মায়ের চিকিৎসা করতে চায়৷

Related Posts:

  • কুমারীত্ব হারাচ্ছে প্রেমের আড়ালে !   অবাধে মোবাইলে কপিরাইট হচ্ছে বাংলাদেশের পর্ণো ভিডিও,গান লোড এর আড়ালে চলছে পর্ণো ভিডিওর ব্যবসা ।পর্ণো ভিডিও দেখার প্রতি আসক্ত শিশুরাও । বিষয… Read More
  • দিনে ভিক্ষা, রাতে তিন কোটি টাকার বাড়িতে বসবাস! আর্থিক অবস্থা যথেষ্ট ভালো হওয়া সত্ত্বেও ভিক্ষাবৃত্তি না ছাড়ায় এক পেশাদার ভিক্ষুককে জেলে পাঠিয়ছে বৃটেনের আদালত। ৩৭ বছর বয়স্ক এই ভিক্ষুকের নাম … Read More
  • আধুনিক পতিতাবৃত্তির নাম মডেলিং   পতিতাবৃত্তির আধুনিকায়ন হয়ে গেছে। একসময়ে সমাজে ঘৃণিত এই কর্মটি এখন আধুনিকতার ছোঁয়ায় জনপ্রিয় হয়ে উঠেছে। মডেল কন্যা,বিজ্ঞাপন কন্যা, লাক… Read More
  • ৫০০ বছর আগের অক্ষত কিশোরী   ছবি দেখে মনে হতে পারে চিকিৎসক হয়তো একজন বালিকাকে সেবা দিচ্ছেন। কিন্তু এমন ধারণা ভুল। বরং এই বালিকা সাধারণ কোনো জীবিত বালিকাও নয়। ৫০০ বছর… Read More
  • দীক্ষকরাই যখন ভক্ষক   শিক্ষক মোরা শিক্ষক/মোরা মানুষের পরম আত্মীয়/ ধরণীর মোরা দীক্ষক। কবি গোলাম মোস্তফা শিক্ষকদের সম্পর্কে এরকম উচ্ছ্বসিত বাণী করেছেন। কিন্তু সেই … Read More

0 comments:

Post a Comment

" কিছু স্বপ্ন আকাশের দূর নীলিমাক ছুয়ে যায়, কিছু স্বপ্ন অজানা দূরদিগন্তে হারায়, কিছু স্বপ্ন সাগরের উত্তাল ঢেউ-এ ভেসে যায়, আর কিছু স্বপ্ন বুকের ঘহিনে কেদে বেড়ায়, তবুও কি স্বপ্ন দেখা থেমে যায় ? " সবার স্বপ্নগুলো সত্যি হোক এই শুভো প্রার্থনা!