ঢাকা
: পৃথিবীতে প্রতিনিয়তই গবেষণা চলছে। এসব গবেষণায় নতুন নতুন অনেক কিছুই
উদ্ভাবিত হচ্ছে। এবার এক গবেষণায় দেখা গেছে মোবাইল ফোন বা অন্য যে কোনো
ইলেকট্রিক গেজেট চার্জ করতে কাজে লাগবে মূত্র বা প্রস্রাব।
ব্রিটেনের ব্রিস্টল ইউনিভার্সিটি আর রোবোটিক ল্যাবরেটরির বিজ্ঞানীরা সম্প্রতি ঠিক এ কথাটাই জানিয়েছেন৷
সম্প্রতি প্রস্রাব বা মূত্র দিয়ে মোবাইল ফোন চার্জ করতে সমর্থ হয়েছেন,
যেটা দিয়ে স্বল্প পরিসরে খুদে বার্তা পাঠানো, ইন্টারনেটে ব্রাউজিং এবং
সংক্ষিপ্ত কল করা সম্ভব হয়েছে।
রয়েল সোসাইটি অফ ক্যামেস্ট্রির জার্নাল ‘ফিজিক্যাল কেমিস্ট্র ক্যামিক্যাল ফিজিক্স’-এ গবেষণাটি প্রকাশিত হয়েছে৷
গবেষকরা আশা করছেন, ভবিষ্যতে একটি ফোনসেট পুরো চার্জ করা সহ দৈনন্দিন
কাজে ব্যবহৃত অন্য যে কোনো ইলেকট্রনিক গেজেটে চার্জ দেয়ার মতো পদ্ধতিও বের
করা সম্ভব হবে এইভাবে৷
গবেষক দলের সদস্য লোনিস লেরোপুলাস বলেছেন, ‘‘আমরা আসলে এমন কিছু দিয়ে
চার্জ দেয়ার পদ্ধতি বের করতে চেয়েছিলাম, যেটা কোনোদিনই শেষ হবে না৷”
যেভাবে কাজ করে বিজ্ঞানীরা কার্বন ফাইবার অ্যানোডের মধ্যে ব্যাকটেরিয়ার
জন্ম দিয়ে সেগুলোকে সিরামিকের তৈরি একটা সিলিন্ডারে রেখে দেন৷ এরপর
সেখানে মূত্র প্রবেশ করালে ব্যাকটেরিয়া মূত্রের মধ্যে থাকা রাসায়নিক
উপাদানগুলো ভেঙে ফেলে৷
এ সময় যে বিদ্যুৎ উৎপন্ন হয় সেটা ক্যাপাসিটরে জমা করা হয়৷ আর তার
মাধ্যমেই এটা পরবর্তীতে অনেকটা ব্যাটারির মতো কাজ করার শক্তি সঞ্চয় করে৷
এই গবেষণা এবং ফলাফল বারবার স্মরণ করিয়ে দেয় পৃথবী বিচিত্র এবং বিচিত্রতাই এর ধর্ম।
0 comments:
Post a Comment