আপেল স্যুপ | Cauliflower, Ginger & Apple Soup




কুকিং আপেল (রান্না করার একরকম আপেল) ৫০০ গ্রাম
লেবুর খোসা সরু এক টুকরো
দারচিনি ১/২ ইঞ্চি পরিমান
সুজি ১ বড় চামচ
চিনি ৫০ গ্রাম
White Wine অথবা Cider স্বাদ অনুযায়ী


Dumpling-এর জন্য লাগবেঃ


মাখন ৫০ গ্রাম
ডিম ১ টা
ময়দা ৫০ গ্রাম
দুধ ২ চা চামচ
নুন ১ চিমটে
চিনি ১ টেবিল চামচ


১। আপেল খোসা ছাড়িয়ে ভিতরের বীজ ফেলে টুকরো করে নিন।
২। দু’কাপ জলে লেবুর খোসা এবং দারচিনি দিয়ে আপেলের টুকরো ১/২ ঘন্টা সিদ্ধ করুন ঢিমে আঁচে।
৩। সিদ্ধ হলে লেবুর খোসা এবং দারচিনির টুকরো ফেলে দিন।
৪। আপেল মিক্সারে দিয়ে ঘেঁটে তরল করে নিন।
৫। সুজি এবং চিনি দিয়ে আপেলের মিশ্রণটা ঢিমে আঁচে রান্না করুন।
৬। ধীরে ধীরে গাঢ় হয়ে এলে নামিয়ে নিন।
৭। স্বাদ অনুযায়ী White Wine অথবা Cider মেশান।
৮। Dumpling তৈরি করার জন্য মাখন, ময়দা, ডিম, দুধ, চিনি, নুন একসাথে মেখে নিন।
৯। ছোটো ছোটো গুলি বানিয়ে স্যুপের মধ্যে দিয়ে মিনিট তিনেক ফোটান।
১০। গরম গরম স্যুপ রেডি

১০। গরম গরম স্যুপ রেডি।

Related Posts:

  • গরমে সুস্থ ও সুন্দর পা গরমে সুস্থ ও সুন্দর পা গরমে পায়ের যত্ন না করলে নানা অসুখ হতে পারে। তার অন্যতম হচ্ছে সংক্রমণ। রক্ত চলাচল স্বাভাবিক … Read More
  • আপেল স্যুপ | Cauliflower, Ginger & Apple Soup  আপেল স্যুপ | Cauliflower, Ginger & Apple Soup   কুকিং আপেল (রান্না করার একরকম আপেল) ৫০০ গ্রাম লেবুর খোসা সরু এক টুকরো … Read More
  • চাই সুখী দাম্পত্য জীবন চাই সুখী দাম্পত্য জীবন   সুখী হতে হলে আপনাকে তাই বাস্তববাদী হতে হবে। ... সুখী দাম্পত্যের জন্যে যা প্রয়োজন তা… Read More
  • “মালাই চা” “মালাই চা”   “মালাই চা” উপকরণ- দুধ- ৩ কাপ চা পাতা- ৪ টেবিল চামচ কিংবা ৪টা টি ব্যাগ চিনি- স্বাদমত ডিমের কুসুম- ১টি কুসুমের… Read More
  • পরপুরুষের শুক্রাণুতে আগ্রহ কলকাতার মেয়েদের ঢাকা : মাতৃত্বের স্বাদ নেয়ার আকাঙক্ষায় পরপুরুষের শুক্রাণুর সাহায্যে মা হওয়ার আনন্দযাত্রায় সামিল হচ্ছেন ব্যাচেলর মেয়েরা। স্বেচ্ছায় একা মা হওয়… Read More

0 comments:

Post a Comment

" কিছু স্বপ্ন আকাশের দূর নীলিমাক ছুয়ে যায়, কিছু স্বপ্ন অজানা দূরদিগন্তে হারায়, কিছু স্বপ্ন সাগরের উত্তাল ঢেউ-এ ভেসে যায়, আর কিছু স্বপ্ন বুকের ঘহিনে কেদে বেড়ায়, তবুও কি স্বপ্ন দেখা থেমে যায় ? " সবার স্বপ্নগুলো সত্যি হোক এই শুভো প্রার্থনা!