আপেল স্যুপ | Cauliflower, Ginger & Apple Soup




কুকিং আপেল (রান্না করার একরকম আপেল) ৫০০ গ্রাম
লেবুর খোসা সরু এক টুকরো
দারচিনি ১/২ ইঞ্চি পরিমান
সুজি ১ বড় চামচ
চিনি ৫০ গ্রাম
White Wine অথবা Cider স্বাদ অনুযায়ী


Dumpling-এর জন্য লাগবেঃ


মাখন ৫০ গ্রাম
ডিম ১ টা
ময়দা ৫০ গ্রাম
দুধ ২ চা চামচ
নুন ১ চিমটে
চিনি ১ টেবিল চামচ


১। আপেল খোসা ছাড়িয়ে ভিতরের বীজ ফেলে টুকরো করে নিন।
২। দু’কাপ জলে লেবুর খোসা এবং দারচিনি দিয়ে আপেলের টুকরো ১/২ ঘন্টা সিদ্ধ করুন ঢিমে আঁচে।
৩। সিদ্ধ হলে লেবুর খোসা এবং দারচিনির টুকরো ফেলে দিন।
৪। আপেল মিক্সারে দিয়ে ঘেঁটে তরল করে নিন।
৫। সুজি এবং চিনি দিয়ে আপেলের মিশ্রণটা ঢিমে আঁচে রান্না করুন।
৬। ধীরে ধীরে গাঢ় হয়ে এলে নামিয়ে নিন।
৭। স্বাদ অনুযায়ী White Wine অথবা Cider মেশান।
৮। Dumpling তৈরি করার জন্য মাখন, ময়দা, ডিম, দুধ, চিনি, নুন একসাথে মেখে নিন।
৯। ছোটো ছোটো গুলি বানিয়ে স্যুপের মধ্যে দিয়ে মিনিট তিনেক ফোটান।
১০। গরম গরম স্যুপ রেডি

১০। গরম গরম স্যুপ রেডি।

Related Posts:

  • শসা খাওয়ার বিভিন্ন কারণ পৃথিবীতে সবচেয়ে বেশি উত্পাদিত সবজির মধ্যে শসা চতুর্থ। শসা খাওয়ায় কত কী উপকারিতা মেলে জেনে নিন— পানিশূন্যতা একটি সাধারণ শারীরিক সমস্যা। অনেক… Read More
  • লিভার অকেজোর ১০ কারণ মানুষের শরীরের সবচেয়ে গুরুত্বপূর্ণ অভ্যন্তরীণ অঙ্গ-প্রত্যঙ্গের মধ্যে একটি হচ্ছে লিভার বা যকৃৎ। লিভারের সুস্থতার ওপর নির্ভর করে শারীরিক সুস্থতা… Read More
  • ধূমপান ছেড়ে দিলে বেড়ে যায় মেদ সাম্প্রতিক এক গবেষণায়  স্পষ্ট হয়েছে যে, ধূমপান ছেড়ে দিলে ওজন বেড়ে যায়৷এর মাধ্যমে দীর্ঘদিন যাবত বিরাজমান এ বিষয়ের  জল্পনা-কল্পনার অব… Read More
  • রয়েল টাইগার এনার্জি ড্রিংকে বিপজ্জনক রাসায়নিক এনার্জি ড্রিংক’নামে মানুষ যা খাচ্ছে তা কতটুকু স্বাস্থ্যকর? যারা বাজার থেকে এসব এনার্জি ড্রিংক পান করছেন তারা হয়তো ভাবছেন যেহেতু এ ধরনের পণ্যের… Read More
  • আয়রনের উৎসগুলো রক্তে অক্সিজেন পরিবহনব্যবস্থায় আয়রনের উপস্থিতি থাকায় রক্ত সংবহনতন্ত্রের একটি গুরুত্বপূর্ণ উপাদান আয়রন বা লৌহ। আয়রনের অভাবে অ্যানিমিয়া নামের রোগ… Read More

0 comments:

Post a Comment

" কিছু স্বপ্ন আকাশের দূর নীলিমাক ছুয়ে যায়, কিছু স্বপ্ন অজানা দূরদিগন্তে হারায়, কিছু স্বপ্ন সাগরের উত্তাল ঢেউ-এ ভেসে যায়, আর কিছু স্বপ্ন বুকের ঘহিনে কেদে বেড়ায়, তবুও কি স্বপ্ন দেখা থেমে যায় ? " সবার স্বপ্নগুলো সত্যি হোক এই শুভো প্রার্থনা!